শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত অর্থনীতি প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
অর্থনীতি ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. প্রযুক্তিগত উৎপাদন কী?
উত্তর: আধুনিক যন্ত্রপাতি এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে উৎপাদন করা হয়, তাই প্রযুক্তিগত উৎপাদন।
২. কোথায় আদমজী জুটমিল স্থাপিত হয়??
উত্তর: আদমজী জুটমিল নারায়ণগঞ্জে স্থাপিত হয়।
৩. ইংরেজরা এদেশকে শাসন করেছে কত বছর?
উত্তর: ইংরেজরা এদেশকে শাসন করেছে প্রায় ২০০ বছর।
৪. অর্থনৈতিকভাবে বাংলাদেশ কোন ধরনের দেশ?
উত্তর: অর্থনৈতিকভাবে বাংলাদেশ নিম্ন আয়ের উন্নয়নশীল দেশ।
৫. মোট শ্রমশক্তির কত শতাংশ শিল্পখাতে নিয়োজিত?
উত্তর: মোট শ্রমশক্তির ১৭.৬৪ শতাংশ শিল্পখাতে নিয়োজিত।
৬. বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত কোনটি ?
উত্তর: কৃষি বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত।
৭. বাংলাদেশের অর্থনীতির খাত কয়টি?
উত্তর: বাংলাদেশের অর্থনীতির খাত তিনটি।
৮. বাংলাদেশের মোট দেশজ উৎপাদ কতটি খাত নিয়ে গঠিত?
উত্তর: বাংলাদেশের মোট দেশজ উৎপাদ ১৫টি খাত নিয়ে গঠিত।
৯. বাংলাদেশে খাদ্য ঘাটতি ও পুষ্টিহীনতার প্রধান কারণ কী?
উত্তর: জনসংখ্যার আধিক্য বাংলাদেশের খাদ্য ঘাটতি ও পুষ্টিহীনতার প্রধান কারণ।
১০. বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার কী নীতি ঘোষণা করেছে?
উত্তর: বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার উদ্দীপনামূলক ও সহযোগিতা-মূলক নীতি ঘোষণা করেছে।
১১. EPZ কী?
উত্তর: বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহকে সংক্ষেপে EPZ বলা হয়।
শিক্ষার্থীরা, ওপরে অর্থনীতি ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post