এসএসসি ২০২৪ পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। গত বছরের মত এবছরও আমরা তোমাদের জন্য পৌরনীতির গুরত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট তৈরি করেছি। আজকে আমরা আলোচনা করব, পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- সংবিধান।
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো প্রকাশ করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের এ বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের পৌরনীতি বোর্ড পরীক্ষা এবং ইতোমধ্যেই বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, প্রশ্নগুলো দেখা নেওয় যাক।
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় mcq
১. বাংলাদেশের সংবিধানে কয়টি বৈশিষ্ট্য রয়েছে?
ক. ৪
খ. ৯
গ. ১১
ঘ. ১৫
২. বাংলাদেশ সংবিধান কখন কার্যকর হয়?
ক. ১০ এপ্রিল, ১৯৭২
খ. ১৭ এপ্রিল, ১৯৭২
গ. ৪ নভেম্বর, ১৯৭২
ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
৩. “সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি, যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে”— উক্তিটি কার?
ক. জন লক
খ. অ্যারিস্টটল
গ. টি. এইচ গ্রিন
ঘ. জ্যা জ্যাক রুশো
৪. বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?
ক. ১৪ জন
খ. ২৪ জন
গ. ৩৪ জন
ঘ. ৪৪ জন
৫. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়?
ক. একাদশ
খ. দ্বাদশ
গ. ত্রয়োদশ
ঘ. চতুৰ্দশ
৬. চীনের সরকারব্যবস্থা সম্পর্কে জানতে হলে সবার আগে কী জানা প্রয়োজন?
ক. দেশটির ‘ইতিহাস’
খ. দেশটির সংবিধান
গ. দেশটির জনগণ
ঘ. দেশটির সংস্কৃতি
৭. রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কোনটি?
ক. সামাজিক অনুশাসন
খ. সংবিধান
গ. আইনের বই
ঘ. রীতিনীতি
৮. যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে কী বলে?
ক. সংবিধান
খ. রাষ্ট্রীয় নিয়ম
গ. চুক্তিপত্র
ঘ. শাসন পদ্ধতি
৯. রাষ্ট্রের চালিকাশক্তি বলা হয় কোনটিকে?
ক. আইনসভাকে
খ. সংবিধানকে
গ. গণতন্ত্রকে
ঘ. মন্ত্রিপরিষদকে
১০. ব্রিটিশ সংবিধানে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে কোনটি?
ক. মৌলিক দলিল
খ. ম্যাগনাকার্টা
গ. গৌরবময় বিপ্লব
ঘ. শাসন পদ্ধতি
১১. সংবিধানকে কত ভাগে ভাগ করা হয়?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
১২. ‘ম্যাগনাকার্টা’ কত সালে প্রণীত হয়?
ক. ১২১০
খ. ১২১৫
গ. ১২২৫
ঘ. ১২৩৫
১৩. ইংল্যান্ডকে ‘ম্যাগনাকার্টা’ নামে অধিকার সনদ দান করেন কে?
ক. দ্বিতীয় এলিজাবেথ
খ. ভিক্টোরিয়া
গ. রাজা জন
ঘ. টনি ব্লেয়ার
১৪. ম্যাগনাকার্টা কী?
ক. অর্থ বিল
খ. পার্লামেন্ট
গ. অধিকার সনদ
ঘ. চুক্তি
১৫. বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৫
১৬. কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. আমেরিকা
ঘ. ব্রিটেন
১৭. কোন ধরনের সংবিধান পরিবর্তিত সমাজের সাথে তাল মিলিয়ে চলতে অক্ষম?
ক. অলিখিত
খ. সুপরিবর্তনীয়
গ. লিখিত
ঘ. প্রথানির্ভর
১৮. বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত আইনের সংঘাত সৃষ্টি হলে কোনটি প্রাধান্য পাবে?
ক. দেশের প্রচলিত আইন
খ. সংবিধান
গ. ধর্মীয় প্ৰথা
ঘ. জনমত
১৯. সংবিধানকে কী বলা হয়?
ক. রাষ্ট্রের সম্পত্তি
খ. জনগণের বিষয়
গ. কাল্পনিক কাহিনী
ঘ. রাষ্ট্রের দর্পণ
২০. কোনটিকে রাষ্ট্রের আয়নাস্বরূপ বলা হয়?
ক. সংবিধানকে
খ. আইনকে
গ. স্বাধীনতাকে
ঘ. বিচার বিভাগকে
২১. রাষ্ট্রের স্বরূপ, সরকারের ধরন ও নাগরিক অধিকারের প্রকৃতি জানতে হলে কী করতে হবে?
ক. পাঠ্যবই পড়তে হবে
খ. সংবিধান পাঠ করতে হবে
গ. আইন জানতে হবে
ঘ. সাহিত্যিক হতে হবে
২২. একটি দেশকে কীভাবে জানা যায়?
ক. সরকারের মাধ্যমে
খ. সংবিধানের মাধ্যমে
গ. বিচারকার্য দ্বারা
ঘ. জনগণের মনোভাব দ্বারা
২৩. লেখার ভিত্তিতে সংবিধান কয় ধরনের?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৪. লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় কীসে লিপিবদ্ধ থাকে?
ক. খাতায়
খ. তাম্রপাতে
গ. দলিলে
ঘ. পুস্তকে
২৫. বাংলাদেশে কোন ধরনের সংবিধান বিদ্যমান?
ক. লিখিত
খ. অলিখিত
গ. চুক্তির ভিত্তিতে রচিত
ঘ. বিপ্লবের মাধ্যমে রচিত
২৬. পাকিস্তানের সংবিধান কোন ধরনের?
ক. লিখিত
খ. অলিখিত
গ. সুপরিবর্তনীয়
ঘ. নমনীয়
২৭. অলিখিত সংবিধান কীভাবে গড়ে ওঠে?
ক. ক্রমবিবর্তনের মাধ্যমে
খ. অনুমোদনের মাধ্যমে
গ. বিপ্লবের দ্বারা
ঘ. আলাপ-আলোচনার মাধ্যমে
২৮. কোন দেশের সংবিধান অলিখিত?
ক. পাকিস্তান
খ. ব্রিটেন
গ. আমেরিকা
ঘ. ভারত
২৯. কোন ধরনের সংবিধানের অধিকাংশ অংশ অলিখিত আর অল্প অংশ লিখিত থাকে?
ক. অলিখিত
খ. লিখিত
গ. দুষ্পরিবর্তনীয়
ঘ. সুপরিবর্তনীয়
৩০. সংশোধনের ভিত্তিতে সংবিধান কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩১. কোন সংবিধানের নিয়ম সহজে পরিবর্তন বা সংশোধন করা যায়?
ক. সুপরিবর্তনীয়
খ. দুষ্পরিবর্তনীয়
গ. লিখিত
ঘ. অলিখিত
৩২. সুপরিবর্তনীয় সংবিধানের অন্যতম গুণ কোনটি?
ক. স্থিতিশীল পদ্ধতির সংবিধান
খ. সহজে পরিবর্তনশীল
গ. সংশোধনে জটিলতার সৃষ্টি হয়
ঘ. সহজে পরিবর্তনশীল নয়
৩৩. কোন দেশের সংবিধান সুপরিবর্তনীয়?
ক. শ্রীলংকার
খ. ভারতের
গ. ব্রিটেনের
ঘ. বাংলাদেশের
৩৪. কোন সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে?
ক. সুপরিবর্তনীয়
খ. লিখিত
গ. দুষ্পরিবর্তনীয়
ঘ. অলিখিত
৩৫. কোন ধরনের সংবিধান কখনো কখনো প্রগতির অন্তরায় হিসেবে কাজ করে?
ক. লিখিত সংবিধান
খ. দুষ্পরিবর্তনীয় সংবিধান
গ. অলিখিত সংবিধান
ঘ. সুপরিবর্তনীয় সংবিধান
৩৬. লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার উপযোগী। এর যথার্থ কারণ কী?
ক. ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়
খ. প্রগতির সহায়ক
গ. জরুরি প্রয়োজনে সহায়ক
ঘ. সহজে পরিবর্তনীয়
৩৭. লিখিত সংবিধানের গুণ কোনটি?
ক. নমনীয়তা
খ. স্থিতিশীলতা
গ. সুপরিবর্তনীয়
ঘ. প্রগতির সহায়ক
৩৮. কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার জন্য উপযোগী?
ক. অলিখিত সংবিধান
খ. সুপরিবর্তনীয় সংবিধান
গ. লিখিত সংবিধান
ঘ. দুষ্পরিবর্তনীয় সংবিধান
৩৯. কোনটির উন্নতির ওপর নির্ভর করে রাষ্ট্রের শাসনব্যবস্থা উত্তমভাবে পরিচালিত হয়?
ক. জনমত
খ. অধিকার
গ. সংবিধান
ঘ. স্বাধীনতা
৪০. উত্তম সংবিধানের মূল বৈশিষ্ট্য কোনটি?
ক. লিখিত ও অনমনীয়
খ. লিখিত ও নমনীয়
গ. লিখিত ও সুস্পষ্ট
ঘ. লিখিত ও অস্পষ্ট
৪১. উত্তম সংবিধান কেমন হয়?
ক. অস্পষ্ট
খ. দুষ্পরিবর্তনীয়
গ. সংক্ষিপ্ত
ঘ. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার উপযোগী
৪২. সংবিধান খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে কখন?
ক. ১৯৭২ সালের ১৭ এপ্রিল
খ. ১৯৭২ সালের ১৭ মে
গ. ১৯৭২ সালের ১৭ জুন
ঘ. ১৯৭২ সালের ১৭ জুলাই
৪৩. বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে গৃহীত হয় কখন?
ক. ৪ নভেম্বর ১৯৭২
খ. ৭ মার্চ ১৯৭৩
গ. ১৬ ডিসেম্বর ১৯৭৪
ঘ. ৪ নভেম্বর ১৯৭৫
৪৪. বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি?
ক. ১৫১
খ. ১৫২
গ. ১৫৩
ঘ. ১৫৬
৪৫. বাংলাদেশের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
৪৬. বাংলাদেশের সংবিধানে কতটি তফসিল রয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪৭. বাংলাদেশের সংবিধান কয়টি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৬
৪৮. রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কর্তৃপক্ষ কীসের দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হয়?
ক. সংবিধানের ব্যাখ্যার
খ. সংবিধানের মূলনীতির
খ. সংবিধানের পবিত্রতার
ঘ. সংবিধানের ইতিহাসের
৪৯. বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?
ক. প্রধানমন্ত্রীর বিবৃতি
খ. রাষ্ট্রপতির বিবৃতি
গ. পবিত্র সংবিধান
ঘ. পবিত্ৰ ধৰ্ম গ্ৰন্থ
৫০. আমাদের নাগরিক অধিকারগুলোর গুরুত্ব অত্যধিক কেন?
ক. গণতান্ত্রিক দেশ হওয়ায়
খ. সংবিধানে লিপিবদ্ধ থাকায়
গ. দেশ স্বাধীন হওয়ায়
ঘ. সরকার দীর্ঘস্থায়ী থাকায়
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post