শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন শতকে রচিত হয়?
উত্তর: ‘বঙ্গবাণী’ কবিতাটি সপ্তদশ শতকে রচিত হয়।
২. কোন শাস্ত্রে কবির কোনো রাগ নেই?
উত্তর: আরবি-ফারসি শাস্ত্রে কবির কোনো রাগ নেই।
৩. কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে?
উত্তর: মারফতভেদে যারা গমন করে না তারা হিন্দুর অক্ষরকে হিংসা করে।
৪. ‘হিন্দুর অক্ষর’ বলতে কোন ভাষাকে বোঝানো হয়েছে?
উত্তর: ‘হিন্দুর অক্ষর’ বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে৷
৫. কবি কাদের জন্মপরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন?
উত্তর: মাতৃভাষা বাংলার প্রতি বিদ্বেষ পোষণকারী হীন প্রবৃত্তির লোকদের জন্মপরিচয় নিয়ে কবি সন্দেহ প্রকাশ করেছেন।
৬. ‘হাবিলাষ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘হাবিলাষ’ অর্থ অভিলাষ বা প্রবল ইচ্ছা।
৭. কবি ‘নিরঞ্জন’ শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন?
উত্তর: কবি ‘নিরঞ্জন’ শব্দটি সৃষ্টিকর্তাকে বোঝাতে ব্যবহার করেছেন।
৮. ‘জুয়ায়’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘জুয়ায়’ শব্দের অর্থ জোগায়।
৯. বঙ্গবাণী কবিতায় কবি আবদুল হাকিমের মতে, সর্ববাক্য বুঝতে পারেন কে?
উত্তর: ‘বঙ্গবাণী’ কবিতায় কবি আবদুল হাকিমের মতে, সর্ববাক্য বুঝতে পারেন স্রষ্টা।
১০. ‘বঙ্গবাণী’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘বঙ্গবাণী’ কবিতাটি ‘নূরনামা’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
১১. কবি কাদের জন্মপরিচয় নিয়ে সন্দিহান?
উত্তর: যারা বাংলাদেশে জন্মে বাংলা ভাষাকে হিংসা করে তাদের জন্মপরিচয় নিয়ে কবি সন্দিহান।
১২. মাতৃভাষা কী?
উত্তর: শিশু প্রথম মায়ের মুখ থেকে যে ভাষায় কথা বলতে শেখে তা-ই তার মাতৃভাষা।
১৩. প্রভু কোন বাক্য বুঝেন?
উত্তর: প্রভু সব দেশের সব বাক্য বুঝেন।
১৪. ‘হিংসে’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘হিংসে’ শব্দটির অর্থ বিদ্বেষ পোষণ।
১৫. সৃষ্টিকর্তা কোন কোন ভাষা বুঝতে পারেন?
উত্তর: সৃষ্টিকর্তা পৃথিবীর সব ভাষাই বুঝতে পারেন।
শিক্ষার্থীরা, ওপরে বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post