শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য মানুষ মুহাম্মদ (সা.) প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
মানুষ মুহাম্মদ (সা.) প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘তায়েফ’ কোথায় অবস্থিত?
উত্তর: ‘তায়েফ’ সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত।
২. ‘পরহিতব্রতী’ অর্থ কী?
উত্তর: ‘পরহিতব্রতী’ অর্থ পরের উপকারে নিয়োজিত।
৩. কোথায় সত্য প্রচার করতে যেয়ে হযরত মুহাম্মদ (স.) ভীষণ বিপদের সম্মুখীন হয়েছিলেন?
উত্তর: তায়েফে সত্য প্রচার করতে যেয়ে হযরত মুহম্মদ (স.) ভীষণ বিপদের সম্মুখীন হয়েছিলেন।
৪. শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পাশে কে ছিলেন?
উত্তর: মহামতি আবুবকর (রা.) হযরতের মৃত্যু শয্যার পাশে শেষ পর্যন্ত ছিলেন।
৫. ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ‘স্থিতধী’ বলা হয়েছে কাকে?
উত্তর: ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে স্থিতধী বলা হয়েছে হযরত আবুবকর (রা.) কে।
৬. ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন?
উত্তর: ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন।
৭. ‘পুলকদীপ্তি’ অর্থ কী?
উত্তর: ‘পুলকদীপ্তি’ শব্দের অর্থ আনন্দের উদ্ভাস।
৮. ‘হিজরত’ অর্থ কী?
উত্তর: হিজরত অর্থ পরিত্যাগ।
৯. ‘হুদায়বিয়া’ কী?
উত্তর: হুদায়বিয়া হলো একটি যুদ্ধক্ষেত্র যেখানে বিধর্মীদের সঙ্গে রাসুল (স.)-এর একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হয়।
১০. ‘মানুষ মুহম্মদ (স.)’ রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘মানুষ মুহম্মদ (স.)’ রচনাটি মোহাম্মদ ওয়াজেদ আলীর ‘মরুভাস্কর’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
১১. বক্তৃতার মাঝখানে প্রশ্ন করে মুহম্মদ (স.)-কে থামিয়ে দেয় কে?
উত্তর: বক্তৃতার মাঝখানে প্রশ্ন করে মুহম্মদ (স.)-কে থামিয়ে দেয় একজন অন্ধ।
১২. মানুষের মঙ্গল আনার জন্য পাথরের ঘায়ে কার দাঁত ভেঙেছিল?
উত্তর: মানুষের মঙ্গল আনার জন্য পাথরের ঘায়ে মুহম্মদ (স.)-এর দাঁত ভেঙেছিল।
১৩. ‘ধী’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ধী’ শব্দের অর্থ হলো বুদ্ধি।
১৪. কারা পরহিতব্রতী দম্পতি?
উত্তর: আবু মা’বদ দম্পতি পরহিতব্রতী।
১৫. ‘পৌত্তলিক’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘পৌত্তলিক’ শব্দের অর্থ হলো মূর্তিপূজক ৷
১৬. ইসলামের দ্বিতীয় খলিফা কে?
উত্তর: ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.)।
শিক্ষার্থীরা, ওপরে মানুষ মুহাম্মদ (সা.) প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post