শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ইতিহাস প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ইতিহাস ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল।
২. গৌড়রাজ কাকে বলা হতো?
উত্তর: শশাংককে গৌড়রাজ বলা হতো।
৩. শশাংকের রাজধানী কোথায় ছিল?
উত্তর: শশাংকের রাজধানী ছিল কর্ণসুবর্ণে।
৪. মৌর্য বংশের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর: মৌর্য বংশের প্রতিষ্ঠাতার নাম চন্দ্রগুপ্ত।
৫. কত খ্রিষ্টাব্দে ভারতে মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়?
উত্তর: ৩২১ খ্রিষ্টাব্দে ভারতে মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়।
৬. শশাংক কার মহাসামন্ত ছিলেন?
উত্তর: শশাংক গুপ্ত রাজা মহাসেন গুপ্তের মহাসামন্ত ছিলেন।
৭. মাৎস্যন্যায় কী?
উত্তর: অরাজকতাপূর্ণ অবস্থাকে মাৎস্যন্যায় বলে।
৮. পাল বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর: পাল বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল।
৯. মহীপাল দিঘি কোথায় অবস্থিত?
উত্তর: মহীপাল দিঘি দিনাজপুরে অবস্থিত ।
১০. মুর্শিদাবাদের সাগরদিঘি খনন করেন কে?
উত্তর: মুর্শিদাবাদের সাগরদিঘি খনন করেন প্রথম মহীপাল।
১১. ‘কৈবর্ত বিদ্রোহ’ কোন অঞ্চলে সংঘটিত হয়েছিল?
উত্তর: ‘কৈবর্ত বিদ্রোহ’ বরেন্দ্র অঞ্চলে সংঘটিত হয়েছিল।
১২. দ্বিতীয় মহীপালকে হত্যা করেন কে?
উত্তর: দ্বিতীয় মহীপালকে হত্যা করেন দিব্যেক বা দিব্য।
১৩. ধর্মপাল কত বছর রাজত্ব করেন?
উত্তর: ধর্মপাল প্রায় ৪০ বছর রাজত্ব করেন।
১৪. খড়গদের রাজধানীর নাম কী?
উত্তর: খড়গদের রাজধানীর নাম কর্মান্ত বাসক।
শিক্ষার্থীরা, ওপরে উত্তর ইতিহাস ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post