শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য জীবন সঙ্গীত কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
জীবন সঙ্গীত কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘বীর্যবান’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বীর্যবান’ শব্দের অর্থ শক্তিমান।
২. স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন মহাকাব্য রচনা করেন?
উত্তর: স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘বৃত্রসংহার’ মহাকাব্য রচনা করেন।
৩. জীবনের উদ্দেশ্য কী নয়?
উত্তর: সুখের আশায় বিপদ ডেকে আনা, জীবনের উদ্দেশ্য নয়।
৪. আমাদের জীবন কীসের মতো ক্ষণস্থায়ী?
উত্তরা: আমাদের জীবন শৈবালের নীরের মতো ক্ষণস্থায়ী ।
৫. ‘দারা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘দারা’ শব্দের অর্থ স্ত্রী।
৬. ‘বাহাদৃশ্য’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বাহাদৃশ্য’ শব্দের অর্থ- বাইরের জগতের চাকচিক্যময় রূপ বা জিনিস।
৭. ‘জীবাত্মা’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘জীবাত্মা’ শব্দের অর্থ- মানুষের আত্মা।
৮. কবি আয়ুকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর: কবি আয়ুকে শৈবালের নীরের সঙ্গে তুলনা করেছেন।
৯. ‘মহিমা’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘মহিমা’ শব্দটির অর্থ গৌরব।
১০. ‘প্রাতঃস্মরণীয়’ অর্থ কী?
উত্তর: ‘প্রাতঃস্মরণীয়’ অর্থ সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র।
১১. ‘ধ্বজা’ শব্দের অর্থ কী?
উত্তর: ধ্বজা শব্দের অর্থ- পতাকা।
১২. ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি কোন কবিতার বঙ্গানুবাদ?
উত্তর: ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি ‘A Psalm of Life’ কবিতাটির বঙ্গানুবাদ।
শিক্ষার্থীরা, ওপরে জীবন সঙ্গীত কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post