তোমরা যারা ২০২৫ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে আজকে ব্যবসায় উদ্যোগ ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো শেয়ার করবো। ব্যবসায় উদ্যোগ বিষয়ের ওপর তৈরি করা এই সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ব্যবসায় উদ্যোগ প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ব্যবসায় উদ্যোগ ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. শিল্পের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধিই শিল্পের প্রধান উদ্দেশ্য।
২. সার শিল্প কোন শিল্পের উদাহরণ?
উত্তর: সার শিল্প উৎপাদনমুখী শিল্পের উদাহরণ।
৩. হর্টিকালচার কোন শিল্পের অন্তর্ভুক্ত?
উত্তর: হর্টিকালচার সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত।
৪. শিল্প কী?
উত্তর: ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াই হলো শিল্প।
৫. নির্দিষ্ট দ্রবের কারখানাসমূহকে একত্রে কী বলে?
উত্তর: নির্দিষ্ট দ্রবের কারখানাসমূহকে একত্রে শিল্প বলে।
৬. বাংলাদেশের অর্থনীতিতে কোনটির ভূমিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে?
উত্তর: বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের ভূমিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
৭. পরিবারের সদস্যদের প্রাধান্য দেয়া হয় কোন শিল্পে?
উত্তর: পরিবারের সদস্যদের প্রাধান্য দেয়া হয় কুটির শিল্পে।
৮. পূর্ণকালীন ও খণ্ডকালীন উৎপাদনে জড়িত থাকে কোন শিল্প?
উত্তর: পূর্ণকালীন ও খণ্ডকালীন উৎপাদনে জড়িত থাকে কুটির শিল্প।
৯. কুটির শিল্পের ক্ষেত্রে সর্বোচ্চ জনবল কত?
উত্তর: কুটির শিল্পের ক্ষেত্রে সর্বোচ্চ জনবল হলো ১০ জন।
১০. বাঁশ ও বেত শিল্প কোন শিল্পের অন্তর্ভুক্ত?
উত্তর: বাঁশ ও বেত শিল্প কুটির শিল্পের অন্তর্ভুক্ত৷
১১. গ্রামীণ মহিলাদের বেকার দূরীকরণ করেছে কোন শিল্প?
উত্তর: গ্রামীণ মহিলাদের বেকারত্ব দূরীকরণ করেছে ক্ষুদ্র ও কুটির শিল্প।
১২. কুটির শিল্প প্রধানত কী ভিত্তিক?
উত্তর: কুটির শিল্প প্রধানত পরিবারভিত্তিক।
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ব্যবসায় উদ্যোগ ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post