শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য রসায়ন ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত রসায়ন প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
রসায়ন ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ধাতু কাকে বলে?
উত্তর: যে সকল পদার্থ ঘাতসহনীয়তা, নমনীয়তা, উজ্জ্বলতা, পরিবাহিতা, ধাতব শব্দ ইত্যাদি বৈশিষ্ট্য প্রদর্শন করে, তাদের ধাতু বলে।
২. পাললিক শিলা কাকে বলে?
উত্তর: সিমেন্ট জাতীয় পদার্থ ক্যালসিয়াম কার্বনেট ক্ষুদ্র কণাকে শক্ত করে ধরে রাখার ফলে পাথরের ন্যায় যে শিলা উৎপন্ন হয়, তাকে পাললিক শিলা বলে।
৩. আগ্নেয় শিলা কী?
উত্তর: গলিত ম্যাগমা পুনরায় ঠাণ্ডা হয়ে যে কঠিন শিলায় পরিণত হয় তাকে আগ্নেয় শিলা বলা হয়।
৪. সিরামিক কারখানায় কোন ধরনের মাটি ব্যবহৃত হয়?
উত্তর: সিরামিক কারখানায় কেওলিন বা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ মাটি ব্যবহৃত হয়।
৫. কী কারণে শিলা ক্ষয়প্রাপ্ত হয়?
উত্তর: তাপমাত্রা, কুয়াশা, ঝড়, বায়ুপ্রবাহ ইত্যাদির কারণে শিলা ক্ষয়প্রাপ্ত হয়।
৬. ধাতুর সক্রিয়তা ক্রম কী?
উত্তর: অধিকতর সক্রিয় ধাতুকে উপরে এবং তা অপেক্ষা কম সক্রিয় ধাতুকে নিচে বসিয়ে ধাতুর যে সংখ্যাক্রম পাওয়া যায়, তাকে ধাতুর সক্রিয়তা ক্রম বলে।
৭. প্রকৃতিতে লেডের প্রধান আকরিক কী ?
উত্তর: প্রকৃতিতে লেডের প্রধান আকরিক গ্যালেনা (PbS)।
৮. ধাতু নিষ্কাশন কী?
উত্তর: আকরিক থেকে তড়িৎ বিশ্লেষণ, কার্বন বিজারণ, তাপজারণ দ্বারা ধাতু মুক্ক করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে।
৯. ধাতুর তড়িৎ বিশোধন কী?
উত্তর: তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আকরিক থেকে ধাতুর নিষ্কাশন প্রক্রিয়াকে ধাতুর তড়িৎ বিশোধন বলে।
১০. গ্যালভানাইজিং কী?
উত্তর: লোহার তৈরি কোনো জিনিসের ওপর জিংক ও টিন দিয়ে প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজিং।
১১. ইলেকট্রোপ্লেটিং কী?
উত্তর: বৈদ্যুতিক পদ্ধতিতে একটি ধাতুর ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে।
১২. ভালকানাইজিং কী?
উত্তর: রাবারের তৈরি জিনিসপত্র শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে রাবারের সাথে সালফার মিশানোকে ভালকানাইজিং বলে।
১৩. তাপজারণ কী?
উত্তর: ঘনীকৃত আকরিককে তাপ দিয়ে অক্সাইড আকরিকে পরিণত করাকে তাপজারণ বলা হয়।
শিক্ষার্থীরা, ওপরে রসায়ন ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post