শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শনের নাম কী?
উত্তর: বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শনের নাম চর্যাপদ।
২. চর্যাপদ কী?
উত্তর: চর্যাপদ হলো- বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শন।
৩. ‘আমার পরিচয়’ কবিতায় কীসের ছবি আঁকার কথা বলা হয়েছে?
উত্তর: ‘আমার পরিচয়’ কবিতায় সাম্যের ছবি আঁকার কথা বলা হয়েছে।
৪. বাঙালি জাতির বীজমন্ত্রটি কী?
উত্তর: বীজমন্ত্রটি হলো- ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’।
৫. বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের পদগুলো কোন শতকের মধ্যে রচিত হয়েছিল?
উত্তর: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের পদগুলো ‘ছয়শ শতক থেকে এগারশ’ শতকের মধ্যে রচিত হয়েছিল।
৬. ‘কৈবর্ত বিদ্রোহ’ কার বিরুদ্ধে হয়েছিল?
উত্তর: ‘কৈবর্ত বিদ্রোহ’ মহীপালের বিরুদ্ধে হয়েছিল।
৭. ‘আমার পরিচয়’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘আমার পরিচয়’ কবিতাটি ‘কিশোর কবিতা সমগ্র’ থেকে সংকলিত হয়েছে।
৮. বাংলাদেশে শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ কে?
উত্তর: বাংলাদেশে শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন।
৯. কবি কোন ঐতিহ্যের পরিচয় দিতে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের উল্লেখ করেছেন?
উত্তর: কবি আমাদের প্রত্নতত্ত্ব ঐতিহ্যের পরিচয় দিতে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের উল্লেখ করেছেন।
১০. ‘গীতাঞ্জলি’ কার লেখা?
উত্তর: ‘গীতাঞ্জলি’ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
১১. বাঙালি জাতির অবিসংবাদিত নেতা কে?
উত্তর: বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১২. কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কী?
উত্তর: কৈবর্ত বিদ্রোহের নেতার নাম দিব্য বা দিব্বোক৷
শিক্ষার্থীরা, ওপরে আমার পরিচয় কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post