শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য আমি কোনো আগন্তুক নই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
আমি কোনো আগন্তুক নই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘নিশিরাইত’ অর্থ কী?
উত্তর: ‘নিশিরাইত’ অর্থ গভীর রাত।
২. কবি যে ভিনদেশি পথিক নন, এটি তিনি কার কসম করে বলেছেন?
উত্তর: কবি খোদার কসম করে বলেছেন যে তিনি ভিনদেশি পথিক নন।
৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন মাসের উল্লেখ আছে?
উত্তর: ‘আমি কোনো আগস্তক নই’ কবিতায় কার্তিক মাসের উল্লেখ আছে।
৪. কবি কোন মাসের ধানের মঞ্জরীকে সাক্ষী করেছেন?
উত্তর: কবি কার্তিকের ধানের মঞ্জরীকে সাক্ষী করেছেন।
৫. কদম আলী কীসে নত?
উত্তর: কদম আলী অকাল বার্ধক্যে নত।
৬. কদম আলীর ক্লান্ত চোখে কী?
উত্তর: কদম আলীর ক্লান্ত চোখে আঁধার।
৭. ‘আসমান’ অর্থ কী?
উত্তর: ‘আসমান’ অর্থ আকাশ।
৮. ‘নিশীথ রাত্রি’ শব্দের কথ্যরূপ কী?
উত্তর: ‘নিশীথ রাত্রি’ শব্দের কথ্যরূপ- ‘নিশিরাইত’৷
৯. কীসের সঙ্গে কবির জীবন বাঁধা?
উত্তর: গ্রামীণ জনপদের সঙ্গে কবির জীবন বাঁধা।
১০. আসমানের তারা কার সাক্ষী?
উত্তর: আসমানের তারা কবির সাক্ষী।
১১. আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘রাত্রিশেষ’।
১২. আগন্তুক অর্থ কী?
উত্তর: ‘আগস্তুক’ অর্থ আগমন করেছে এমন অপরিচিত কেউ।
১৩. জ্যোৎন্নার চাদরে কী ঢাকা?
উত্তর: জ্যোৎন্নার চাদরে নিশিন্দার ছায়া ঢাকা।
শিক্ষার্থীরা, ওপরে আমি কোনো আগন্তুক নই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post