শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য একাত্তরের দিনগুলি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
একাত্তরের দিনগুলি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘কথিকা’ কী?
উত্তর: ‘কথিকা’ হলো নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা।
২. চরমপত্র কী?
উত্তর: চরমপত্র হলো- মৃত্যুর পূর্বসময়ে লিখিত উপদেশ।
৩. ‘মার্সি পিটিশন’ কী?
উত্তর: ‘মার্সি পিটিশন’ হলো শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন।
৪. ১৯৭১ সালের ১০ মে কী বার ছিল?
উত্তর: ১৯৭১ সালের ১০ মে সোমবার ছিল।
৫. জাহানারা ইমামকে কী উপাধি দেওয়া হয়?
উত্তর: জাহানারা ইমামের শহিদ জননী উপাধি হয়।
৬. ‘একাত্তরের দিনগুলি’ রচনায় উল্লিখিত বুকানিয়ার ফুল কোন রঙের?
উত্তর: ‘একাত্তরের দিনগুলি’ রচনায় উল্লিখিত বুকানিয়ার ফুল হলুদ রঙের।
৭. যুদ্ধের সময় জামী কোন শ্রেণির ছাত্র ছিল?
উত্তর: যুদ্ধের সময় জামী দশম শ্রেণির ছাত্র ছিল।
৮. ঢাকার কয় জায়গায় গ্রেনেড ফেটেছে?
উত্তর: ঢাকার ছয় জায়গায় গ্রেনেড ফেটেছে।
৯. স্বাধীন বাংলা বেতারে আবু মোহাম্মদ আলী কার ছদ্মনাম ছিল?
উত্তর: জাহানারা ইমাম রচিত ‘একাত্তরের দিনগুলি’ দিনলিপিতে স্বাধীন বাংলা বেতারের আবু মোহাম্মদ আলী ছিল আলী যাকেরের ছদ্মনাম।
১০. জেনারেল নিয়াজী কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন?
উত্তর: জেনারেল নিয়াজী তিরানব্বই হাজার সৈন্য নিয়ে, আত্মসমর্পণ করেন।
১১. ১৬ই ডিসেম্বর জাহানারা ইমামের কোন আত্মীয়ের কুলখানি ছিল?
উত্তর: ১৬ই ডিসেম্বর জাহানারা ইমামের স্বামী শরীফের কুলখানি ছিল।
১২. গোয়েবলস কার সহযোগী ছিল?
উত্তর: গোয়েবলস হিটলারের সহযোগী ছিল।
১৩. ১৯৭১ সালে কোথা থেকে চরমপত্র প্রচারিত হতো?
উত্তর: ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র প্রচারিত হতো।
১৪. ‘মার্সি পিটিশন’ অর্থ কী?
উত্তর: ‘মার্সি পিটিশন’ অর্থ শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন।
১৫. রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক কে?
উত্তর: রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক গোয়েবলস।
১৬. যুদ্ধের সময় জামী কোন শ্রেণির ছাত্র ছিল?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় জামী দশম শ্রেণির ছাত্র ছিল।
১৭. গোয়েবলস কে ছিলেন?
উত্তর: গোয়েবলস ছিলেন জার্মান বংশোদ্ভূত হিটলারের সহযোগী এবং রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক।
১৮. জেনারেল নিয়াজী কত জন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে?
উত্তর: জেনারেল নিয়াজী নব্বই হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে।
১৯. করিম এলিফ্যান্ট রোড থেকে নিরাপত্তার কারণে কোথায় যেতে চাচ্ছে?
উত্তর: করিম এলিফ্যান্ট রোড থেকে নিরাপত্তার কারণে শান্তিনগর যেতে চাচ্ছে।
২০. ‘কূটকৌশল’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কূটকৌশল’ শব্দের অর্থ চতুরতা, দুর্বুদ্ধি।
শিক্ষার্থীরা, ওপরে একাত্তরের দিনগুলি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post