শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য কপোতাক্ষ নদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
কপোতাক্ষ নদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সনেটের ষষ্ঠকে কী থাকে?
উত্তর: সনেটের ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে৷
২. বহু দেশে কবি কী দেখেছেন?
উত্তর: বহু দেশে কবি বহু নদনদী দেখেছেন।
৩. সনেটের অষ্টকে কী থাকে?
উত্তর: সনেটের অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা।
৪. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
উত্তর: মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি ‘মেঘনাদ বধ কাব্য’।
৫. মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যের নাম কী?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যের নাম ‘বীরাঙ্গনা কাব্য ‘
৬. মাইকেল মধুসূদন দত্ত কয়টি প্রহসন রচনা করেছেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত দুইটি প্রহসন রচনা করেছেন।
৭. বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন কে?
উত্তর: বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত।
৮. মাইকেল মধুসূদন দত্ত কত সালে পরলোকগমন করেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালে পরলোকগমন করেন।
৯. মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্মে দীক্ষিত হন কত সালে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্মে দীক্ষিত হন ১৮৪৩ সালে।
১০. কিন্তু এ চোখের তৃষ্ণা মিটে কার জলে। এর পরের পদ্ধতি কী?
উত্তর: ‘কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?- এর পরের পংক্তি হলো- ‘দুগ্ধ- স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে’।
১১. ‘বিরলে’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বিরলে’ শব্দের অর্থ একান্ত নিরিবিলিতে।
১২. সনেট কাকে বলে?
উত্তর: চৌদ্দ-চরণ-সমন্বিত, ভাবসংহত সুনির্দিষ্ট গীতিকবিতাকে সনেট বলা হয়।
১৩. কত খ্রিস্টাব্দে মধুসূদন দত্তের নামের প্রথমে ‘মাইকেল’ শব্দটি যুক্ত হয়?
উত্তর: ১৮৪৩ খ্রিস্টাব্দে মধুসূদন দত্তের নামের প্রথমে ‘মাইকেল’ শব্দটি যুক্ত হয়।
১৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন ছন্দে লেখা?
উত্তর: ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।
শিক্ষার্থীরা, ওপরে কপোতাক্ষ নদ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post