শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য জুতা আবিষ্কার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
জুতা আবিষ্কার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় রাজার নাম কী?
উত্তর: ‘জুতা-আবিষ্কার’ কবিতায় রাজার নাম হবু।
২. রাজা হবু ধুলা দূর করার নির্দেশ দিয়েছিলেন কাকে?
উত্তর: রাজা হবু ধুলা দূর করার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী গোবুরায়কে৷
৩. দারুণ ত্রাসে মন্ত্রীর গায়ে কী বয়?
উত্তর: দারুণ ত্রাসে মন্ত্রীর গায়ে ঘাম বয়।
৪. ধুলা পরিষ্কার করার জন্য কত ঝাঁটা কেনা হলো?
উত্তর: ধুলা পরিষ্কার করার জন্য সাড়ে সতেরো লক্ষ ঝাঁটা কেনা হলো।
৫. রাজ্যের জলের জীব মরল কেন?
উত্তর: রাজ্যের জলের জীব মরল পানির অভাবে।
৬. রাজ্য কী দিয়ে ঢাকার সিদ্ধান্ত নেওয়া হলো?
উত্তর: রাজ্য ফরাস দিয়ে ঢাকার সিদ্ধান্ত নেওয়া হলো।
৭. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় কী দিয়ে পৃথিবী ঢেকে দিতে চায়?
উত্তর: ‘জুতা-আবিষ্কার’ কবিতায় চামড়া দিয়ে পৃথিবী ঢেকে দিতে চায়।
৮. ‘মাহিনা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মাহিনা’ শব্দের অর্থ বেতন।
৯. ‘পুষিনু’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘পুষিনু’ শব্দের অর্থ পোষণ করি।
১০. ‘ভিস্তি’ কী?
উত্তর: ‘ভিস্তি’ শব্দের অর্থ হলো পানি বহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলি।
১১. ‘মহী’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মহী’ শব্দের অর্থ পৃথিবী।
১২. ‘ফরাস’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ফরাস’ শব্দের অর্থ- মাদুর বা তক্তপোষে বিছানোর জন্য কার্পেট।
১৩. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় কাদের মুখ চুন হল?
উত্তর: জুতা-আবিষ্কার কবিতায় পণ্ডিতদের মুখ চুন হল।
১৪. রাজা কতক্ষণ ভাবলেন?
উত্তর: রাজা সারা রাত ভাবলেন।
১৫. ধুলার মাঝে নগর কী হল?
উত্তর: ধুলার মাঝে নগর উহ্য হল।
১৬. ‘কিস্তি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কিস্তি’ শব্দের অর্থ হল নৌকা বা জাহাজ।
১৭. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ হল ‘বনফুল’।
১৮. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় বর্ণিত রাজার নাম কী?
উত্তর: ‘জুতা-আবিষ্কার’ কবিতায় বর্ণিত রাজার নাম হবু।
২০. জুতা-আবিষ্কার কবিতাটি কার লেখা?
উত্তর: ‘জুতা-আবিষ্কার’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
২১. রাজার পা দুটি কী থেকে মুক্ত করার কথা কবিতায় আছে?
উত্তর: রাজার পা দুটি ধুলা থেকে মুক্ত করার কথা কবিতায় আছে।
২২. কে রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন?
উত্তর: রাজা হবু রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন।
২৩. সারা রাজ্য কিসে পরিপূর্ণ হয়ে যায়?
উত্তর: সারা রাজ্য ধুলায় পরিপূর্ণ হয়ে যায়।
২৪. কার আদেশ মানতে গিয়ে সভাসদ কোন উপায় খুঁজে পান না?
উত্তর: রাজার আদেশ মানতে গিয়ে সভাসদ কোন উপায় খুঁজে পান না।
২৫. চর্মকার রাজার পদযুগল কী দিয়ে ঢেকে দেন?
উত্তর: চর্মকার রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেন।
২৬. চর্মকার কার বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেন?
উত্তর: চর্মকার নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেন।
২৭. রাজার পা কিসের স্পর্শ থেকে মুক্তি পায়?
উত্তর: রাজার পা ধুলার স্পর্শ থেকে মুক্তি পায়।
শিক্ষার্থীরা, ওপরে জুতা আবিষ্কার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post