শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পল্লী জননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পল্লী জননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. কবি জসীমউদ্দীন কোন কবি নামে খ্যাত?
উত্তর: কবি জসীমউদ্দীন ‘পল্লিকবি’ নামে খ্যাত।
২. ছেলে চুপ করলে মা কী করে?
উত্তর: ছেলে চুপ করলে মা তার মাথায় ধীরে ধীরে হাত বোলায়।
৩. ‘পল্লিজননী’ কবিতায় মায়ের পরান দোলে কেন?
উত্তর: ‘পল্লিজননী’ কবিতায় সন্তানের অমঙ্গল আশঙ্কায় মায়ের পরান দোলে ।
৪. কবি জসীমউদ্দীনের গ্রামের নাম কী?
উত্তর: কবি জসীমউদ্দীনের গ্রামের নাম তাম্বুলখানা।
৫. ‘নয়ন নীর’ অর্থ কী?
উত্তর: ‘নয়ন নীর’ অর্থ চোখের জল।
৬. বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জসীমউদ্দীনের কোন কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়?
উত্তর: বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়।
৭. কোথা থেকে পচা পাতার ঘ্রাণ আসছে?
উত্তর: এঁদো ডোবা থেকে পচা পাতার ঘ্রাণ আসছে।
৮. মা নামাজের ঘরে কী মানে?
উত্তর: মা নামাজের ঘরে মোমবাতি মানে।
৯. পল্লিজননীর প্রাণ কাঁদে কেন?
উত্তর: পুত্রের অমঙ্গল আশঙ্কায় পল্লিজননীর প্রাণ কাঁদে ।
১০. ছেলে ট্যাপের মোয়া বেঁধে কীসে ভরে রাখতে বলেছে?
উত্তর: ছেলে ট্যাপের মোয়া বেঁধে সাত-নরি সিকায় ভরে রাখতে বলেছে।
১১. ‘পল্লিজননী’ কবিতায় সাত-নরি সিকা ভরে কী বেঁধে রাখার কথা বলা হয়েছে?
উত্তর: ‘পল্লিজননী’ কবিতায় সাত-নরি সিকায় ট্যাপের মোয়া বেঁধে রাখার কথা বলা হয়েছে।
১২. ‘পল্লিজননী’ কবিতায় মাকে না বলে ছেলে কোথায় গিয়েছিল?
উত্তর: ‘পল্লিজননী’ কবিতায় মাকে না বলে ছেলে দূরে বনে গিয়েছিল।
১৩. ‘পল্লিজননী’ কবিতায় কোন ফলের কথা বলা হয়েছে?
উত্তর: ‘পল্লিজননী’ কবিতায় বেথুল ফলের কথা বলা হয়েছে।
১৪. ঘরের চালে কী ডাকে?
উত্তর: ঘরের চালে হুতুম ডাকে।
১৫. ‘পল্লিজননী’ কবিতায় কোন পাখির ডাক অকল্যাণকর?
উত্তর: ‘পল্লিজননী’ কবিতায় হুতুম পাখির ডাক অকল্যাণকর।
১৬. ছেলেকে ভালো করে দেওয়ার জন্য মা কয়জনের কাছে প্রার্থনা করে?
উত্তর: ছেলেকে ভালো করে দেওয়ার জন্য মা, তিনজনের কাছে প্রার্থনা করে।
১৭. ‘পল্লিজননী’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘পল্লিজননী’ কবিতাটি জসীমউদ্দীনের ‘রাখালী’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
১৮. ‘পল্লিজননী’ কবিতার মূলকথা কী?
উত্তর: ‘পল্লিজননী’ কবিতার মূলকথা অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ।
১৯. ‘আড়ং’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘আড়ং’ শব্দের অর্থ হাট বা বাজার বা মেলা।
২০. কী দিয়ে হড়ুমের কোলা ভরতে বলেছে?
উত্তর: খেজুর গুড়ের নয়া পাটালি দিয়ে হুড়ুমের কোলা ভরতে বলেছে।
২১. পচান পাতার ঘ্রাণ কোথা থেকে আসছে?
উত্তর: পচান পাতার ঘ্রাণ আসছে এঁদো ডোবা থেকে৷
২২. ‘পল্লিজননী’ কবিতায় ছেলের কোঁচভরা কী ছিল?
উত্তর: ‘পল্লীজননী’ কবিতায় ছেলের কোঁচভরা বেথুল ছিল।
শিক্ষার্থীরা, ওপরে পল্লী জননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post