তোমরা যারা ২০২৫ সালে এসএসসি দিবে, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সহজ করতে আজকে ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো শেয়ার করবো। ব্যবসায় উদ্যোগ বিষয়ের ওপর তৈরি করা এই সাজেশনটি তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
এখানে তোমরা, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরগুলোও জানতে পারবে। কোর্সটিকায় প্রকাশিত ব্যবসায় উদ্যোগ প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো মনোযোগ দিয়ে অনুশীলন করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. কর্মীসংস্থান কাকে বলে?
উত্তর: প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ ও উন্নয়নসংক্রান্ত কাজকে কর্মীসংস্থান বলে।
২. আধুনিক ব্যবস্থাপনার জনকের সংজ্ঞাটি কী?
উত্তর: আধুনিক ব্যবস্থাপনার জনক বলে পরিচিত হেনরি ফেওল-এর মতে, ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি।
৩. সংগঠিতকরণ বলতে কী বোঝ?
উত্তর: ব্যবসায়ের প্রয়োজনীয় সকল মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য.কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বণ্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলিকে সংগঠিতকরণ বলা হয়।
৪. ব্যবস্থাপনা কী ধরনের প্রক্রিয়া?
উত্তর: ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া।
৫. ব্যবস্থাপনা বলতে কী বোঝ?
উত্তর: প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের নিমিত্তে উৎপাদনের উপকরণসমূহকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সংগ্রহ, সংগঠন ও পরিচালনা করার কৌশলকে ব্যবস্থাপনা বলে।
৬. পরিকল্পনা কী?
উত্তর: পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে করণীয় কার্যের অগ্রিম রূপরেখা।
৭. নিয়ন্ত্রণ কী?
উত্তর: পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা তদারকি করা, ক্রুটি-বিচ্যুতি নির্ণয় করা এবং সংশোধনমূলক ব্যবস্থাই নিয়ন্ত্রণ।
৮. ব্যবস্থাপনার মৌলিক কাজ কয়টি?
উত্তর: ব্যবস্থাপনার মৌলিক কাজ ৭টি।
৯. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল।
১০. সংগঠন কী?
উত্তর: সংগঠন বলতে এমন একদল জনসমষ্টিকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে।
১১. ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহের প্রধান উৎস কী?
উত্তর: ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহের প্রধান উৎস হলো বাণিজ্যিক ব্যাংক।
উপরোক্ত প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে বের করা হয়েছে। উপরে আলোচিত ব্যবসায় উদ্যোগ ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post