শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ ১৫শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ভূগোল ও পরিবেশ প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ভূগোল ও পরিবেশ ১৫শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. অংশীজন কারা?
উত্তর: উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীই হলো অংশীজন।
২. অংশীদারিত্ব কী?
উত্তর: কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অংশীজনদের নিজস্ব দায়িত্ব ও কর্তব্য নিজ নিজ অবস্থান থেকে পালন করাই হলো অংশীদারিত্ব।
৩. টেকসই উন্নয়ন কাকে বলে?
উত্তর: টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা
৪. জলবায়ু কার্যক্রম কী?
উত্তর: জলবায়ু কার্যক্রম হলো ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ এর ১৩তম লক্ষ্যমাত্রা।
৫. এসডিজি এর বাংলারূপ কী?
উত্তর: এসডিজি এর বাংলারূপ হলো টেকসই উন্নয়ন অভীষ্ট।
৬. টেকসই উন্নয়ন অভীষ্ট এর লক্ষ্য কয়টি?
উত্তর: টেকসই উন্নয়ন অভীষ্ট এর লক্ষ্য ১৭টি
৭. টেকসই উন্নয়ন অভীষ্ট এর সর্বশেষ লক্ষ্যমাত্রা কী?
উত্তর: টেকসই উন্নয়ন অভীষ্ট এর সর্বশেষ লক্ষ্যমাত্রা হলো অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব।
৮. পরিবেশ দূষণ কীসের পথে একটি বড় চ্যালেঞ্জ?
উত্তর: পরিবেশ দূষণ উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ।
৯. এসডিজি অর্জনের ফলে কীসের অবসান ঘটবে?
উত্তর: এসডিজি অর্জনের ফলে দারিদ্র্যের অবসান ঘটবে।
১০. এমডিজি কী?
উত্তর: এমডিজি হলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য।
১১. টেকসই উন্নয়নের মৌলিক বিবেচ্য বিষয় কয়টি?
উত্তর: টেকসই উন্নয়নের মৌলিক বিবেচ্য বিষয় তিনটি।
১২. বর্তমানে পৃথিবীব্যাপী কোন ধরনের উন্নয়ন হচ্ছে?
উত্তর: বর্তমানে পৃথিবীব্যাপী ভারসাম্যহীন উন্নয়ন হচ্ছে।
শিক্ষার্থীরা, ওপরে ভূগোল ও পরিবেশ ১৫শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post