শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য রানার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
রানার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. মাটি কিসে ভিজে গেছে?
উত্তর: মাটি ঘামে ভিজে গেছে।
২. রানার কাজ নিয়েছে কীসের?
উত্তর: রানার কাজ নিয়েছে নতুন খবর আনার।
৩. সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
৪. রানারের কাঁধে কীসের বোঝা?
উত্তর: রানারের কাঁধে খবরের বোঝা।
৫. রানারের ক্লান্তশ্বাস কী ছুঁয়েছে?
উত্তর: রানারের ক্লান্তশ্বাস আকাশ ছুঁয়েছে।
৬. রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় কাকে?
উত্তর: রানার দস্যুর চেয়ে বেশি ভয় পায় সূর্য ওঠাকে৷
৭. রানারের দুঃখের কথা কোথায় ঢাকা পড়ে থাকবেই?
উত্তর: রানারের দুঃখের কথা কালো রাত্রির খামে ঢাকা পড়ে থাকবেই।
৮. রানারকে কী পেছনে ফেলতে বলা হয়েছে?
উত্তর: রানারকে ভীরুতা পেছনে ফেলতে বলা হয়েছে।
৯. অগ্রগতির মেলে ‘রানার’ কী পৌঁছে দেবে?
উত্তর: অগ্রগতির মেলে ‘রানার’ নতুন খবর পৌঁছে দেবে।
১০. ‘মাভৈঃ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মাভৈঃ’ শব্দের অর্থ ভয় কোরো না (অভয়ব্যঞ্জক)।
১১. রানারের কাজ কী?
উত্তর: রানারের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত ও প্রয়োজনীয় চিঠি পৌছে দেওয়া।
১২. দিগন্ত থেকে দিগন্তে কে ছোটে?
উত্তর: দিগন্ত থেকে দিগন্তে রানার ছোটে।
১৩. রানার কিসের কাজ নিয়েছে?
উত্তর: রানার নতুন খবর আনার কাজ নিয়েছে।
১৪. কে জীবনের বহু বছর পেছনে ফেলে গেছে?
উত্তর: রানার জীবনের বহু বছর পেছনে ফেলে গেছে।
১৫. ‘রানার’ কবিতায় কে দুর্বার দুর্জয়?
উত্তর: রানার’ কবিতায় রানার দুর্বার দুর্জয়।
১৬. জীবনের স্বপ্নের মত পিছে কী সরে যায়?
উত্তর: জীবনের স্বপ্নের মত পিছে বন সরে যায়।
১৭. ‘রানার’ কবিতায় শয্যায় একা বিনিদ্র রাত জাগে কে?
উত্তর: ঘরে একা বিনিদ্র রাত জাগে রানারের প্রিয়া।
১৮. দস্যুর চেয়ে রানারের বেশি ভয় কিসে?
উত্তর: দস্যুর চেয়ে রানারের বেশি ভয় কখন সূর্য ওঠে ।
১৯. হাতের লণ্ঠন কী রকম শব্দ করে?
উত্তর: হাতের লণ্ঠন ঠনঠন শব্দ করে।
২০. কে জীবনের বহু বছর পেছনে ফেলে গেছে?
উত্তর: রানার জীবনের বহু বছর পেছনে ফেলে গেছে।
শিক্ষার্থীরা, ওপরে রানার কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post