শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কয়দিনের অসুখে মারা গেলেন?
উত্তর: ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী সাতদিনের অসুখে মারা গেলেন।
২. ‘অভাগীর স্বর্গ’ নামক গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
উত্তর: ‘অভাগীর স্বর্গ নামক গল্পটি ‘শরৎ সাহিত্যসমগ্র’ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
৩. অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল কে?
উত্তর: অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল ভট্টাচার্য মহাশয়।
৪. গ্রামে কে নাড়ি দেখতে জানত?
উত্তর: গ্রামে ঈশ্বর নাপিত নাড়ি দেখতে জানত।
৫. মুখোপাধ্যায় মহাশয়ের কীসের কারবার ছিল?
উত্তর: মুখোপাধ্যায় মহাশয়ের ধানের কারবার ছিল।
৬. কোন নদীর তীরে শ্মশান ঘাট অবস্থিত?
উত্তর: গরুড় নদীর তীরে শ্মশান ঘাট অবস্থিত।
৭. কাঙালীর বাবার নাম কী?
উত্তর: কাঙালীর বাবার নাম- রসিক দুলে।
৮. কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন পদক প্রদান করেছিল?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জগত্তারিণী পদক প্রদান করেছিল।
৯. জমিদারের গোমস্তার নাম কী?
উত্তর: জমিদারের গোমস্তার নাম অধর রায়।
১০. ‘গৃহদাহ’ উপন্যাস কার রচনা?
উত্তর: ‘গৃহদাহ’ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
শিক্ষার্থীরা, ওপরে অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post