শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. দুর্গার বয়স কত?
উত্তর: দুর্গার বয়স দশ-এগারো বছর।
২. “রোসো রোসো একটুখানি হাঁফ জিরোতে দাও।”- উক্তিটি কার?
উত্তর: “রোসো রোসো একটু খানি হাঁফ জিরোতে দাও।”- উক্তিটি সর্বজয়ার।
৩. ‘পথের পাঁচালী’ কার লেখা?
উত্তর: ‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা।
৪. কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র- পুরস্কারে ভূষিত হন?
উত্তর: ‘ইছামতি’ উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র- পুরস্কারে ভূষিত হন।
৫. হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল?
উত্তর: হরিহরের পুত্র ঘরের রোয়াকে বসে খেলা করছিল।
৬. অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা?
উত্তর: অপুর খেলনা পিস্তলটির দাম দুই পয়সা।
৭. ‘আম-আঁটির ভেঁপু” গল্পটির উৎস কী?
উত্তর: ‘আম-আঁটির ভেঁপু’ শীর্ষক গল্পটির উৎস ‘পথের পাঁচালী’ উপন্যাস।
৮. হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল?
উত্তর: হরিহর কাজ সেরে দুপুরের কিছু পর বাড়ি ফিরল।
৯. রায়বাড়িতে হরিহর কত টাকা বেতনে চাকরি করতেন?
উত্তর: রায়বাড়িতে হরিহর আট টাকা বেতনে চাকরি করতেন।
১০. আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে?
উত্তর: আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়েছে।
১১. পিজরাপোলের আসামি’ কী?
উত্তর: “পিজরাপোলের আসামি’ হলো খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামি।
১২. দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকল কেন?
উত্তর: দুর্গা মায়ের ভয়ে নিরীহমুখে বাড়ির মধ্যে ঢুকল৷
১৩. অপুর কাছে কত টাকা দামের পিস্তল ছিল?
উত্তর: অপুর কাছে দুই পয়সা দামের পিস্তল ছিল।
১৪. অপুর খেলনা পিস্তলের দাম কত ছিল?
উত্তর: অপুর খেলনা পিস্তলের দাম ছিল দু’পয়সা।
১৫. অপুর পিঠে কে কিল দিল?
উত্তর: অপুর পিঠে দুর্গা কিল দিল।
১৬. “আম-আঁটির ভেঁপু” গল্পটি কোন উপন্যাসের অন্তর্গত?
উত্তর: “আম-আঁটির ভেঁপু” গল্পটি ‘পথের পাঁচালী’ উপন্যাসের অন্তর্গত।
১৭. হরিহরের পুত্রের নাম কী?
উত্তর: হরিহরের পুত্রের নাম অপু।
১৮. খাপরা দিয়ে কী খেলা হয়?
উত্তর: খাপরা দিয়ে গঙ্গা-যমুনা খেলা হয়।
শিক্ষার্থীরা, ওপরে আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post