শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. বনফুলের প্রকৃত নাম কী?
উত্তর: বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।
২. ‘নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘নিমগাছ’ গল্পটি বনফুলের ‘অদৃশ্যলোক’ গ্রন্থের অন্তর্গত।
৩. ‘কবিরাজ’ অর্থ কী?
উত্তর: ‘কবিরাজ’ অর্থ আয়ুর্বেদীয় চিকিৎসক।
৪. কোন গাছের ছাল ও পাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ?
উত্তর: নিমগাছের ছাল ও পাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ৷
৫. নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন?
উত্তর: যকৃতের পক্ষে বেশ উপকারী বলেই নিমের কচি পাতাগুলো অনেকে খায়।
৬. লোকে নিমগাছের কচি ডাল চিবোয় কেন?
উত্তর: লোকে নিমগাছের কচি ডাল চিবোয়, কারণ এতে দাঁত ভালো থাকে৷
৭. কারা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ?
উত্তর: কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।
৮. কার সঙ্গে চলে যেতে ইচ্ছে হলো নিমগাছের?
উত্তর: নতুন ধরনের লোকটি অর্থাৎ, কবির সঙ্গে চলে যেতে ইচ্ছে হলো নিমগাছটির।
৯. ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্যটি কী?
উত্তর: ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্যটি হলো- ‘ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মীবউটার ঠিক এই দশা।
১০. ‘নিমগাছ’ গল্পটি কী ধরনের গল্প?
উত্তর: ‘নিমগাছ’ গল্পটি একটি প্রতীকীগল্প।
১১. ‘নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘নিমগাছ’ গল্পটি বনফুলের ‘অদৃশ্যলোক’ গ্রন্থের অন্তর্গত।
১২, নিমগাছের মতোই ঠিক এক দশা কার?
উত্তর: নিমগাছের মতোই ঠিক এক দশা বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার।
১৩. কবিরাজ কী করেন?
উত্তর: কবিরাজ গাছগাছালি পরিশোধন করে মনুষ্যরোগের চিকিৎসা করেন।
শিক্ষার্থীরা, ওপরে নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post