শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য নিয়তি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
নিয়তি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ম্যালেরিয়া রোগে আক্রান্ত না হওয়ার জন্য লেখকরা প্রতি রোববারে কত গ্রেন করে কী খেতেন?
উত্তর: ম্যালেরিয়া রোগে আক্রান্ত না হওয়ার জন্য লেখকরা প্রতি রোববারে পাঁচ গ্রেন করে কুইনাইন খেতেন।
২. লেখকের কোন অসুখটা বেশ পছন্দ হয়েছিল?
উত্তর: লেখকের ম্যালেরিয়া অসুখটা বেশ পছন্দ হয়েছিল।
৩. লেখক তাঁর ভাইবোনদের সাথে কোথায় বসে গায়ে রোদ মাখতেন?
উত্তর: লেখক তাঁর ভাইবোনদের সাথে মন্দিরের চাতালে বসে গায়ে রোদ মাখতেন।
৪. ‘নিয়তি’ গল্পে ‘বেঙ্গল টাইগার’ কীসের নাম?
উত্তর: ‘নিয়তি’ গল্পে বেঙ্গল টাইগার পোষা কুকুরের নাম।
৫. “খাবার দেবার পর মুখে বলতে হয়- খাও” – কাকে?
উত্তর: হুমায়ূন আহমেদ রচিত ‘নিয়তি’ গল্পে বেঙ্গল টাইগার নামক কুকুরটিকে খাবার দেবার পর মুখে বলতে হয়- খাও।
৬. কার কাতরধ্বনি সহ্য করা মুশকিল?
উত্তর: বেঙ্গল টাইগারের কাতরধ্বনি সহ্য করা মুশকিল।
৭. ‘নিয়তি’ গল্পটি আমাদের কী শিক্ষা দেয়?
উত্তর: ‘নিয়তি’ গল্পটি আমাদের প্রাণীর প্রতি সংবেদনশীল ও সহানুভূতিপ্রবণ হওয়ার শিক্ষা দেয়।
৮. ‘নিয়তি’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘নিয়তি’ গল্পটি ‘আমার ছেলেবেলা’ থেকে সংকলিত হয়েছে।
৯. ‘মহানন্দ’ শব্দটি কোন অর্থ প্রকাশ করে?
উত্তর: ‘মহানন্দ’ শব্দটির অর্থ গভীর আনন্দ।
শিক্ষার্থীরা, ওপরে নিয়তি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post