শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য পল্লিসাহিত্য গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পল্লিসাহিত্য গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘ভূয়োদর্শন’ মানে কী?
উত্তর: ‘ভূয়োদর্শন’ মানে প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা।
২. মনসুর বয়াতি কে ছিলেন?
উত্তর: মনসুর বয়াতি ছিলেন ‘দেওয়ানা-মদিনা’ লোকগাথার প্রখ্যাত কবি।
৩. ‘ঠাকুরমার ঝুলি’ কে রচনা করেন?
উত্তর: ‘ঠাকুরমার ঝুলি’ রচনা করেন শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
৪. আজকাল বাংলা সাহিত্যের কত আনা শহুরে সাহিত্য?
উত্তর: আজকাল বাংলা সাহিত্যের পনেরো আনা শহুরে সাহিত্য।
৫. কোন খেলার সঙ্গে ছেলেরা বাঁধা বুলি ব্যবহার করত?
উত্তর: কপাটি খেলার সঙ্গে ছেলেরা বাঁধা বুলি ব্যবহার করত।
৬. সরস প্রাণের জীবন্ত উৎস কোনটি?
উত্তর: মায়ের ঘুমপাড়ানী গান ও খোকা-খুকির ছড়া হচ্ছে সরস প্রাণের জীবন্ত উৎস।
৭. রোমা রোলার অমূল্য কীর্তি কোনটি?
উত্তর: রোমা রোলার অমূল্য কীর্তি তার ‘জাঁ ক্রিস্তফ’ উপন্যাস।
৮. ‘দেওয়ানা মদিনা’র রচয়িতা কে?
উত্তর: ‘দেওয়ানা মদিনা’র রচয়িতা মনসুর বয়াতি ।
৯. মুহম্মদ শহীদুল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ ১০ই জুলাই, ১৮৮৫ সালে জন্মগ্রহণ করেন।
১০. ‘ঠাকুরমার ঝুলি’ কাদের প্রিয় বই?
উত্তর: ‘ঠাকুরমার ঝুলি’ শিশুদের প্রিয় বই।
১১. প্রবাদবাক্য কী?
উত্তর: দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতিকে প্রবাদ বলে।
১২. পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনগুলি চমকপ্রদ ও মনোহর?
উত্তর: পল্লিসাহিত্য সম্পদের মধ্যে পল্লির উপকথাগুলো চমকপ্রদ ও মনোহর ।
শিক্ষার্থীরা, ওপরে পল্লি সাহিত্য গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post