শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ‘হরফন-মৌলা’ অর্থ কী?
উত্তর: ‘হরফন-মৌলা’ অর্থ- সকল কাজের কাজি৷
২. আবদুর রহমানের উচ্চতা কত?
উত্তর: আবদুর রহমানের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি।
৩. অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন৷
৪. ‘প্রবাস বন্ধু’ রচনায় বর্ণিত কাজের লোকের নাম কী?
উত্তর: ‘প্রবাস বন্ধু’ রচনায় বর্ণিত কাজের লোকের নাম আবদুর রহমান।
৫. পানশির কোথায় অবস্থিত?
উত্তর: পানশির উত্তর আফগানিস্তানে অবস্থিত।
৬. আবদুর রহমান কার মতো লেখকের মুশকিল আসান করবে?
উত্তর: আবদুর রহমান ভীমসেনের মতো লেখকের মুশকিল আসান করবে।
৭. কাবুলে বরফ আসে কোথা থেকে?
উত্তর: কাবুলে বরফ আসে পাগমানের পাহাড় থেকে ।
৮. কোন জায়গার বরফি আঙুর তামাম আফগানিস্তানে মশহুর?
উত্তর: বাগেবালার বরফি আঙুর তামাম আফগানিস্তানে মশহুর।
৯. রিলিফ ম্যাপের চেহারা মানে কী?
উত্তর: রিলিফ ম্যাপের চেহারা মানে শীতে গ্রীষ্মে শরীরের চামড়া চিরে ফেঁড়ে রিলিফ ম্যাপের মতো হয়ে যাওয়া
১০. ‘ওরভোয়া’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ওরভোয়া’ শব্দের অর্থ- আবার দেখা হবে।
১১. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিটি লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত?
উত্তর: ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিটি লেখকের ‘দেশে-বিদেশে’ গ্রন্থ থেকে গৃহীত।
১২. কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন?
উত্তর: কাবুল শহরে লেখক দুটি নরদানব দেখেছেন।
১৩. আবদুর রহমানের উচ্চতা কত?
উত্তর: আবদুর রহমানের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি।
১৪. আবদুর রহমানের পায়ের আকৃতি কেমন?
উত্তর: আবদুর রহমানের পায়ের আকৃতি ডিঙি নৌকার মত।
১৫. লেখক আবদুর রহমানের চামড়া ফাটা চেহারার সঙ্গে কিসের তুলনা করেছেন?
উত্তর: আবদুর রহমানের চামড়া ফাটা চেহারার সঙ্গে আফগানিস্তানের রিলিফ ম্যাপের তুলনা করেছেন।
শিক্ষার্থীরা, ওপরে প্রবাস বন্ধু গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post