শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. মহাকাব্য কী?
উত্তর: মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনি-কবিতা।
২. কোন ধরনের প্রবন্ধে ব্যক্তিহৃদয় প্রাধান্য পায়?
উত্তর: মন্ময় প্রবন্ধে ব্যক্তিহৃদয় প্রাধান্য পায়।
৩. বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন কী?
উত্তর: বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতাবলি।
৪. নাটক সাধারণত কয় অঙ্কে বিভক্ত?
উত্তর: নাটক সাধারণত পাঁচ অঙ্কে বিভক্ত।
৫. মহাকাব্য কোন কাহিনি অবলম্বনে রচিত হয়?
উত্তর: মহাকাব্য রচিত হয় যুদ্ধ-বিগ্রহের কোনো কাহিনিকে অবলম্বন করে।
৬. ‘গীতিকবিতা’ কী?
উত্তর: ‘গীতিকবিতা’ হলো সংক্ষিপ্ত আকারে ভাবোচ্ছ্বাসের কবিতা।
৭. বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ কোনটি?
উত্তর: বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ নাটক।
৮. ‘সাহিত্য সন্দর্শন’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘সাহিত্য সন্দর্শন’ গ্রন্থের রচয়িতা হলেন শ্রীশ চন্দ্র দাশ।
৯. উপন্যাসের প্রধান উপজীব্য কী?
উত্তর: উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট।
১০. কালাপাহাড় কে?
উত্তর: কালাপাহাড় একজন দুর্ধর্ষ ও নিষ্ঠুর প্রকৃতির ঐতিহাসিক চরিত্র ।
১১. সাহিত্যের প্রধান লক্ষণ কী?
উত্তর: সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা।
১২. বাংলা ভাষার সার্থক ছোটোগল্পকার কে?
উত্তর: বাংলা ভাষার সার্থক ছোটোগল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর ।
শিক্ষার্থীরা, ওপরে সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post