শিক্ষার্থীরা, ssc 2026 short syllabus pdf download math প্রকাশ করেছে এনসিটিবি। প্রকাশিত সিলেবাসে আগামী ২০২৬ খ্রিষ্টাব্দের পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে, ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে ৭০ নম্বর রচনামূলক ও ৩০ নম্বর বহুনির্বাচনি অংশ থাকবে। আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।
কোর্সটিকায় আজকে আমরা এসএসসি ২০২৬ গণিত সংক্ষিপ্ত সিলেবাস দেখে নেব। গণিত মূল বই থেকে ৮টি অধ্যায় বেছে নেওয়া হয়েছে। বাছাইকৃত এই আইটেমগুলো থেকেই তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র করা হবে। তাই নিচে উল্লেখিত এই আইটেমগুলো তোমরা পড়বে।
ssc 2026 short syllabus pdf download math
দ্বিতীয় অধ্যায়—সেট ও ফাংশন
শিখনফল: সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে। সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে। অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে। সেটের সংযোগ ও ছেদ ব্যাখ্যা এবং যাচাই করতে পারবে।
শক্তি সেট ব্যাখ্যা করতে এবং দুই ও তিন সদস্যবিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবে। ক্রমজোড় ও কার্তেসীয় গুণজ ব্যাখ্যা করতে পারবে। উদাহরণ ও ভেনচিত্রের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ বিধিগুলো প্রমাণ করতে পারবে এবং বিধিগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে।
অন্বয় ও ফাংশন ব্যাখ্যা করতে ও গঠন করতে পারবে। ডোমেন ও রেঞ্জ কী ব্যাখ্যা করতে পারবে। ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে। ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে।
তৃতীয় অধ্যায়—বীজগাণিতিক রাশি
শিখনফল: বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ রাশির সম্প্রসারণ করতে পারবে। বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে ঘন রাশির সম্প্রসারণ করতে পারবে। ভাগশেষ উপপাদ্য কী ব্যাখ্যা করতে পারবে এবং তা প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। বাস্তব সমস্যা সমাধানের জন্য বীজগাণিতিক সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে।
সপ্তম অধ্যায়—ব্যাবহারিক জ্যামিতি
শিখনফল: চিত্রের সাহায্যে ত্রিভুজ ও চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে। প্রদত্ত উপাত্ত ও তথ্য ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে পারবে। প্রদত্ত উপাত্ত ও তথ্য ব্যবহার করে চতুভুজ, সামান্তরিক, ট্রাপিজিয়াম অঙ্কন করতে পারবে।
অষ্টম অধ্যায়—বৃত্ত
শিখনফল: বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রমাণ করতে পারবে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রমাণ করতে পারবে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য (স্পর্শক) প্রমাণ করতে পারবে। বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে উপপাদ্যগুলো প্রয়োগ করতে পারবে। বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য বর্ণনা করতে পারবে।
নবম অধ্যায়—ত্রিকোণমিতিক অনুপাত
শিখনফল: সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে। সুক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে। সুক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ধ্রুবতা যাচাই করে প্রমাণ ও গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। ত্রিকোণমিতিক অভেদাবলি প্রমাণ করতে পারবে। ত্রিকোণমিতিক অভেদাবলির প্রয়োগ করতে পারবে।
জ্যামিতিক পদ্ধতিতে 30° 45°, 60° কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় ও প্রয়োগ করতে পারবে। 0° ও 90° কোণের অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে প্রয়োগ করতে পারবে।
একাদশ অধ্যায়—বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত
শিখনফল: বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত ব্যাখ্যা করতে পারবে। সমানুপাত সংক্রান্ত বিভিন্ন রূপান্তর বিধি প্রয়োগ করতে পারবে।
ধারাবাহিক অনুপাত বর্ণনা করতে পারবে। বাস্তব সমস্যা সমাধানে অনুপাত, সমানুপাত ও ধারাবাহিক অনুপাত ব্যবহার করতে পারবে।
ষোড়শ অধ্যায়—পরিমিতি
শিখনফল: ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফল নির্ণয় এবং এতদ্ সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। ত্রিভুজক্ষেত্র ও চতুর্ভুজক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে বহুভুজক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এবং এতদসম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে।
বৃত্তের পরিধি ও বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। বৃত্তক্ষেত্র ও তার অংশবিশেষের ক্ষেত্রফল নির্ণয় করে এতদসম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। আয়তাকার ঘনবস্তু, ঘনক ও বেলনের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে এবং এ সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। সুষম ও যৌগিক ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে।
সপ্তদশ অধ্যায়—পরিসংখ্যান
শিখনফল: ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা বহুভুজ ও অজিভ রেখা ব্যাখ্যা করতে পারবে। গণসংখ্যা বহুভুজ ও অজিভ রেখা লেখচিত্রের সাহায্যে উপাত্ত ব্যাখ্যা করতে পারবে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে।
কেন্দ্রীয় প্রবণতা পরিমাপে সংক্ষিপ্ত পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে পারবে। গণসংখ্যা বহুভুজ ও অজিভ রেখা লেখচিত্রের ব্যাখ্যা করতে পারবে।
আরও দেখো—এসএসসি ২০২৬ পরীক্ষার সকল বিষয়ের সাজেশন
শিক্ষার্থীরা, উপরের ‘Short Syllabus PDF’ অপশনে ক্লিক করে তোমাদের ssc 2026 short syllabus pdf download math সংগ্রহ করে নাও। কোর্সটিকায় তোমাদের এসএসসি-২০২৬ পরীক্ষার ওপর বিষয়ভিত্তিক সাজেশন প্রকাশ করা হবে। এ সাজেশনগুলো উত্তরসহ পেতে কোর্সটিকা YouTube Channel—টি এখনই Subscribe করে রাখো।
Discussion about this post