শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস pdf download এর জন্য বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার প্রণীত ‘নতুন শিক্ষাক্রমে’ নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন উঠিয়ে দেয়া হয়েছিল। গণআন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার সেটি ফিরিয়ে আনছে।
প্রকাশিত এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস এ আগামী ২০২৬ খ্রিষ্টাব্দের পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে, ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে ৭০ নম্বর রচনামূলক ও ৩০ নম্বর বহুনির্বাচনি অংশ থাকবে। আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।
এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস pdf download
নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন ফিরিয়ে ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শনিবার বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার প্রণীত ‘নতুন শিক্ষাক্রমে’ নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন উঠিয়ে দেয়া হয়েছিল। গণআন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার সেটি ফিরিয়ে আনছে।
প্রকাশিত সিলেবাসের বিষয়সমূহ
১. বাংলা প্রথম পত্র (১০১), পূর্ণমান—১০০
২. বাংলা দ্বিতীয় পত্র (১০২), পূর্ণমান—১০০
৩. ইংরেজি প্রথম পত্র (১০৭), পূর্ণমান—১০০
৪. ইংরেজি দ্বিতীয় পত্র (১০৮), পূর্ণমান—১০০
৫. গণিত (১০৯), পূর্ণমান—১০০
৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১৫৪), পূর্ণমান—৫০
৭. রসায়ন (১৩৭), পূর্ণমান—১০০
৮. উচ্চতর গণিত (১২৬), পূর্ণমান—১০০
৯. পদার্থবিজ্ঞান (১৩৬), পূর্ণমান—১০০
১০. জীববিজ্ঞান (১৩৮), পূর্ণমান—১০০
১১. বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০), পূর্ণমান—১০০
১২. বিজ্ঞান (১২৭), পূর্ণমান—১০০
১৩. অর্থনীতি (১৪১), পূর্ণমান—১০০
১৪. পৌরনীতি ও নাগরিকতা (১৪০), পূর্ণমান—১০০
১৫. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (১৫৩), পূর্ণমান—১০০
১৬. ভূগোল ও পরিবেশ (১১০), পূর্ণমান—১০০
১৭. হিসাববিজ্ঞান (১৪৬), পূর্ণমান—১০০
১৮. ব্যবসায় উদ্যোগ (১৪৩), পূর্ণমান—১০০
১৯. ফিন্যান্স ও ব্যাংকিং (১৫২), পূর্ণমান—১০০
২০. কৃষিশিক্ষা (১৩৪), পূর্ণমান—১০০
২১. গার্হস্থ্য বিজ্ঞান (১৫১), পূর্ণমান—১০০
২২. চারু ও কারুকলা (১৪৮), পূর্ণমান—১০০
২৩. ক্যারিয়ার শিক্ষা (১৫৬), পূর্ণমান—৫০
২৪. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (১৪৭), পূর্ণমান—৫০
২৫. ইসলাম শিক্ষা (১১১), পূর্ণমান—১০০
২৬. হিন্দুধর্ম শিক্ষা (১১২), পূর্ণমান—১০০
২৭. খ্রীষ্টধর্ম শিক্ষা (১১৪), পূর্ণমান—১০০
২৮. বৌদ্ধধর্ম শিক্ষা (১১৩), পূর্ণমান—১০০
২৯. আরবি (১২১), পূর্ণমান—১০০
৩০. সংস্কৃত (১২৩), পূর্ণমান—১০০
৩১. পালি (১২৪), পূর্ণমান—১০০
৩২. সংগীত (১৪৯), পূর্ণমান—১০০
উল্লেখ্য আওয়ামী সরকারের শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণীতে বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর, গত ১ সেপ্টেম্বর পূর্বের প্রণীত ‘নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১’ আনুষ্ঠানিকভাবে বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।
বর্তমানে বিভাগ বিভাজন ফিরিয়ে এনে ২০১২ সালের পাঠ্যসূচির বইগুলো ২০২৫ সালের জন্য পুনরায় ছাপানোর কাজ শেষে এবং সে অনুযায়ী পরিমার্জনা করা হচ্ছে। ২০২৬ সালে এ বইগুলো থেকেই পাঠ্যক্রম পরিচালনা করা হবে এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এ বইগুলো পড়েই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
আরও দেখো—এসএসসি ২০২৬ পরীক্ষার সকল বিষয়ের সাজেশন
শিক্ষার্থীরা, উপরের ‘Short Syllabus PDF’ অপশনে ক্লিক করে তোমাদের এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস pdf download সংগ্রহ করে নাও। কোর্সটিকায় তোমাদের এসএসসি-২০২৬ পরীক্ষার ওপর বিষয়ভিত্তিক সাজেশন প্রকাশ করা হবে। এ সাজেশনগুলো উত্তরসহ পেতে কোর্সটিকা YouTube Channel—টি এখনই Subscribe করে রাখো।
Discussion about this post