প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, কোর্সটিকার আজকের এই আলোচনায় তোমাদের সাথে ssc 2026 bangla 1st paper question pattern শেয়ার করব। নতুন পদ্ধতিতে এসএসসি বাংলা ১ম পত্র পরীক্ষার প্রশ্নপত্রে কিছুটা ভিন্নতা আসবে। যেখানে সহপাঠ থেকে যুক্ত হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন।
লিখিত অংশ থেকে তোমাদের মোট ৭০ নম্বরের প্রশ্ন করা হবে। যার মধ্যে ৫০ নম্বর থাকছে সৃজনশীল এবং বাকি ২০ নম্বর থাকছে বর্ণনামূলক প্রশ্নের জন্য। সৃজনশীল সম্পর্কে তোমরা আগে থেকেই অবগত রয়েছ। বর্ণনামূলক প্রশ্নে ক ও খ দুটি অংশ থাকবে, এগুলোর সঠিক উত্তর দিতে হবে।
ssc 2026 bangla 1st paper question pattern
সহপাঠ বইয়ের উপন্যাস ও নাটক থেকে ২টি করে মোট ৪টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। উভয় অংশ থেকে ১টি করে মোট ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলোর মান থাকবে ১০ করে। ২টি প্রশ্নের জন্য মোট ২০ নম্বর বরাদ্দ থাকবে। আর এমসিকিউ বা বহুনির্বাচনি অংশের জন্য ৩০ নম্বর থাকবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা ৩ ঘণ্টা সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।
গদ্য ও কবিতা অংশ থেকে ন্যূনতম ২টি করে মোট ৫টি প্রশ্নের উত্তর দাও:
ক বিভাগ—গদ্য
১। তারপর চেয়ে আসমান পানে বৃদ্ধ কহিল—“বাপ।
শত্রুরে তোর তলোয়ার তলে পেয়েও করিনু মাফ।
এতদিন পরে তোর হত্যার লইলাম প্রতিশোধ,
খুনের নেশায় আর কবির না আখেরের পথরোধ।”
ক. আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয়পাত্র ছিলেন?
খ. আলী ইবনে আব্বাস হাত-পা বাঁধা ব্যক্তিকে অতি সাবধানে রুদ্ধ করে রেখেছিলেন কেন?
গ. উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি ‘প্রত্যুপকার’ গল্পের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?—ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকটি ‘প্রত্যুপকার’ গল্পের একটি বিশেষ দিককে প্রতিফলিত করেছে মাত্র, মূল বিষয় নয়।”—মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
২। সাপ ধরার মন্ত্র শিখে মৃত্যুঞ্জয় মস্তবড় সাপুড়ে হয়ে উঠল। একদিন সাপ ধরতে গেলে, বিষধর সাপের দংশনে সে আহত হয়। তার শ্বশুরের দেওয়া সব তাবিজ-কবজ তার হাতে বেঁধে দেওয়া হলো আর সেই সাথে বহু সংখ্যক ওঝা মিলে বহু দেব-দেবীর দোহাই এবং ঝাড়ফুঁক করেও তাকে বাঁচাতে পারল না।
ক. গ্রামে কে নাড়ি দেখতে জানত?
খ. “মা মরেচে ত যা নীচে নেবে দাঁড়া”—অধর রায়ের এরূপ উক্তির কারণ কী?
গ. উদ্দীপকে ‘অভাগীর স্বর্গ’ গল্পের যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘অভাগীর স্বর্গ’ গল্পের একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও গল্পের মূল বিষয়টি অনুপস্থিত। মন্তব্যটির যথার্থতা বিচার কর।
৩। (i) ভোর বেলা শুরু কাজ শেষ হয় রাতে
প্রতিদিন এই নিয়ম ছাড় নেই তাতে।
নুন থেকে চুন হলে চলে রাগ-ঝাল
তবু ছিন্ন করতে পারে না এই মায়াজাল।
(ii) শিমুল গাছের চারা উপড়ে ফেললে বলাই ফুঁপিয়ে কেঁদেছিল। আবার কেউ ঢিল দিয়ে আমলকী পাড়লে সে কষ্ট পেয়েছে।
ক. নিমের হাওয়া ভালো, থাক, কেটো না।—কারা বলে?
খ. “একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে”—বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপক-(i) এ ‘নিমগাছ’ গল্পের যে দিক ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপক-(ii)-এর বলাই যেন ‘নিমগাছ’ গল্পের কবির প্রতিরূপ”—মূল্যায়ন কর।
৪। লুইজ ইনাসিও লুলা ডি সিলভা (লুলা) দু‘দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু এরপর ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির কাজ পাইয়ে দেওয়ার জন্য একটি নির্মাণ কোম্পানির কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগে দণ্ডিত হন। সাবেক এই ইস্পাতকর্মী ৫৮০ দিন জেল খাটেন এবং ২০১৮ সালের নির্বাচনে নিষিদ্ধ হন। পরে তার সাজা বাতিল হয় এবং তিনি রাজনীতির মাঠে ফিরে আসেন।
ক. আন্দোলনের মধ্য দিয়ে এদেশের মানুষ কী গড়তে চেয়েছে?
খ. ‘এই দানবীয় শাসন চালানোর জন্য মুক্তিযুদ্ধের গল্প ছিল সরকারের প্রধান অবলম্বন’—কেন? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের সাথে ‘আমাদের নতুন গৌরবগাথা’ রচনার মিল নির্দেশ কর।
ঘ. “উদ্দীপকটি ‘আমাদের নতুন গৌরবগাথা’ রচনার আংশিক প্রতিনিধিত্ব করে।”—মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।
খ বিভাগ—কবিতা
৫। মরিল বাবর—না, না, ভুল কথা, মৃত্যু কে তারে কয়?
মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়।
পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়।
ক. শাহ মুহম্মদ সগীর কোন শতকের কবি?
খ. “অশক্য আছিলুঁ মুই দুর্বল ছাবাল।”—বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের সাথে ‘বন্দনা’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকটি ‘বন্দনা’ কবিতার আংশিক মূলভাবের ধারক।”—মন্তব্যটি সম্পর্কে তোমার মতামত দাও।
৬। ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’—রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই কথাগুলিতে শিল্পকলার মূল সত্যটি প্রকাশ পেয়েছে। সব মানুষই জীবনের এই আনন্দকে পাওয়ার জন্যে কত রকম চেষ্টা করে যাচ্ছে। আনন্দ প্রকাশ জীবনীশক্তির প্রবলতারই প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ-রস-শব্দ-স্পর্শ-গন্ধ ইত্যাদির সাহায্যে, ইন্দ্রিয়সকলের সাহায্যে। মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায়—নানা রূপে। তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, কবি, সাহিত্যিক।
ক. ঝাঁঝি কী?
খ. ‘বিজন দেশ, কূজন নাই’—পঙ্ক্তিটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকটির সঙ্গে ‘ঝরনার গান’ কবিতার ভাবার্থের সাদৃশ্য বুঝিয়ে লেখ।
ঘ. “উদ্দীপকের পরিপ্রেক্ষিত থেকে বলা যায়, ‘ঝরনার গান’ কবিতায় কবির নিজস্ব সৌন্দর্যসচেতন মানসিকতাই ঝরনার রূপকে ফুটে উঠেছে।”—মন্তব্যটি মূল্যায়ন কর।
৭। বৈশাখ মাসের অপরাহ্ন বেলা। দগ্ধ আকাশখানা ধূসর হইয়া উঠিয়াছে। কোথাও কণামাত্র মেঘের লেশ নাই। হু-হু করিয়া গরম বাতাস পৃথিবীর বুকের রস পর্যন্ত শোষণ করিয়া লইতেছিল। একখানা গ্রাম পার হইতে সম্মুখে এক বিস্তীর্ণ প্রান্তর আসিয়া পড়িল। ও-প্রান্তের গ্রামের চিহ্ন এ-প্রান্ত হইতে দৃষ্টিতে ধরা দেয় না। দক্ষিণে বামে শস্যহীন মাঠ ধূ-ধূ করিতেছে।
ক. ‘সাঁঝের মায়া’ গ্রন্থটি কার লেখা?
খ. “সূর্য-আলোকে আবার এ দেশে হাসে”—কারা হাসে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সঙ্গে ‘আমার দেশ’ কবিতার মিলের ক্ষেত্রটি নির্ণয় কর।
ঘ. “উদ্দীপক ও ‘আমার দেশ’ কবিতার দৃশ্যগত পার্থক্য থাকলেও প্রেক্ষাপট অভিন্ন।”—তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
৮। বাংলার জীবনে বৈশাখ আসে নতুনের বার্তা নিয়ে। বৈশাখ নতুন বছরের সূচনার দিন। হালখাতার দিন। কিন্তু তাই বলে মাস হিসেবে বৈশাখ তেমন সুখকর নয়। কারণ গ্রীষ্মের আগমনে বাংলার প্রকৃতি রুক্ষ, বিবর্ণ ও শুষ্ক হয়ে ওঠে। হারিয়ে যায় সবুজ প্রকৃতির অপরূপ শ্যামল শোভা। ফেটে চৌচির হয় ফসলের মাঠ, শুকনো নদী, চারদিকে কেবল ধু-ধু হাহাকার। ভয়াল রুদ্ররূপ নিয়ে ধুলোর ঝড় তুলে আসে মত্ত কালবৈশাখি। তার প্রচণ্ড ঝাপটায় ছারখার করে দেয় চারদিক। প্রকৃতিকে নতুন করে সাজাতেই যেন সে ভেঙে চুরমার করে দেয় সবকিছু।
ক. আল মাহমুদের প্রকৃত নাম কী?
খ. ‘বোশেখ’ কবিতায় কাদের বাহাদুরি গুঁড়িয়ে ফেলার কথা ব্যক্ত হয়েছে?—ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বৈশাখের বিরূপ রূপ ‘বোশেখ’ কবিতার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘বোশেখ’ কবিতার আংশিক দিক মাত্র।—মন্তব্যটি যাচাই কর।
গ বিভাগ—সহপাঠ
বর্ণনামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ১০) উপন্যাস থেকে ১টি এবং নাটক থেকে ১টি করে মোট ২টি প্রশ্নের উত্তর দাও :
উপন্যাস অংশ:
১। (ক) “আপনে মানুষ না আর কিছু”—কথাটি কে বলেছে? কেন বলেছে? বুঝিয়ে লেখ।
(খ) “১৯৭১ উপন্যাসে যুদ্ধটা শেষ পর্যন্ত একপক্ষীয়।”উপন্যাসের ঘটনা অবলম্বনে কথাটি বিশ্লেষণ কর।
২। (ক) মুক্তিবাহিনী সম্পর্কে জয়নাল মিয়ার দেওয়া তথ্য লেখ।
(খ) “একটা কুকুরেরও আত্মসম্মান থাকে, এদের তাও নেই।”—মেজর এজাজের এই উক্তি ভিত্তিহীন।—‘১৯৭১’ উপন্যাস অবলম্বনে কথাটি বিশ্লেষণ কর।
নাটক অংশ:
৩। (ক) ‘বহিপীর’ নাটকে উল্লিখিত পিরপ্রথার স্বরূপ ব্যাখ্যা কর।
(খ) তাহেরা ও খোদেজা চরিত্রের গতিপ্রকৃতি বিশ্লেষণ কর।
৪। (ক) নাটক কী? ব্যাখ্যা কর।
(খ) ‘বহিপীর’ নাটকের বহিপীর অত্যন্ত ধূর্ত ও বাস্তব জ্ঞানসম্পন্ন ব্যক্তি।” মন্তব্যটি মূল্যায়ন কর।
আরও দেখো—এসএসসি বাংলা ১ম পত্রের উত্তরসহ সাজেশন
বাংলা ১ম পত্র পরীক্ষায় ভালো করতে হলে প্রশ্নের ধরন বা প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। প্রশ্নের কাঠামো বুঝে প্রস্তুতি নিলে কীভাবে কী লিখতে হবে তা সহজে আয়ত্ত করা যায়। কোর্সটিকার এই প্যাটার্নভিত্তিক নির্দেশনা এসএসসি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং গঠনমূলক প্রস্তুতিতে সহায়ক হবে।
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে তোমাদের জন্য ssc 2026 bangla 1st paper question pattern আলোচনা করা হয়েছে। এ বছর ঠিক এই প্যাটার্ন অনুযায়ীই বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিডিএফ ফরমেটে প্যাটার্ন সংগ্রহের জন্য ‘Question Pattern’ অপশনে ক্লিক করো।
Discussion about this post