Courstika

ইংরেজি সংস্করণ

ভারতীয় সংস্করণ

সাবস্ক্রাইব করুন

কোর্সটিকায় লিখুন

  • ক্যারিয়ার
  • একাডেমিক
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
    • অষ্টম শ্রেণি
    • নবম ও দশম শ্রেণি
    • একাদশ ও দ্বাদশ শ্রেণি
    • Writing SectionPDF
    • ডিগ্রি
    • অনার্স
    • ইঞ্জিনিয়ারিং
    • মেডিকেল
    • ভর্তি ও পরীক্ষা
    • উচ্চ শিক্ষা
  • স্কলারশিপ
  • ফ্রিল্যান্সিং
  • স্বাস্থ্যপাতা
  • অনলাইন ইনকাম
  • ইংরেজী শিখুন
  • চাকরী-বাকরী
  • বিজনেস
  • সাধারণ জ্ঞান
  • স্কিল ডেভেলপমেন্ট
  • ডাউনলোড
  • অন্যান্য
    • ব‌্যাংকিং
    • নাগরিক সেবা
    • টিপস এন্ড ট্রিক্স
    • গেস্ট ব্লগিং
    • জমিজমা
    • ধর্মকথা
    • প্রবাস জীবন
    • ইচ্ছেঘুড়ি
    • প্রোডাক্ট রিভিউ
    • বায়োগ্রাফি
কোন ফলাফল নেই
View All Result
  • ক্যারিয়ার
  • একাডেমিক
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
    • অষ্টম শ্রেণি
    • নবম ও দশম শ্রেণি
    • একাদশ ও দ্বাদশ শ্রেণি
    • Writing SectionPDF
    • ডিগ্রি
    • অনার্স
    • ইঞ্জিনিয়ারিং
    • মেডিকেল
    • ভর্তি ও পরীক্ষা
    • উচ্চ শিক্ষা
  • স্কলারশিপ
  • ফ্রিল্যান্সিং
  • স্বাস্থ্যপাতা
  • অনলাইন ইনকাম
  • ইংরেজী শিখুন
  • চাকরী-বাকরী
  • বিজনেস
  • সাধারণ জ্ঞান
  • স্কিল ডেভেলপমেন্ট
  • ডাউনলোড
  • অন্যান্য
    • ব‌্যাংকিং
    • নাগরিক সেবা
    • টিপস এন্ড ট্রিক্স
    • গেস্ট ব্লগিং
    • জমিজমা
    • ধর্মকথা
    • প্রবাস জীবন
    • ইচ্ছেঘুড়ি
    • প্রোডাক্ট রিভিউ
    • বায়োগ্রাফি
কোন ফলাফল নেই
View All Result
Courstika
কোন ফলাফল নেই
View All Result
  • এসএসসি সাজেশন – ২০২২ (উত্তরসহ)
  • ষষ্ঠ শ্রেণি
  • সপ্তম শ্রেণি
  • অষ্টম শ্রেণি
  • নবম ও দশম শ্রেণি
  • একাদশ ও দ্বাদশ শ্রেণি
  • ভর্তি ও পরীক্ষা
  • ডিগ্রি
  • অনার্স
  • ইঞ্জিনিয়ারিং
  • মেডিকেল
  • উচ্চ শিক্ষা
  • স্কলারশিপ

SSC Bangla 2nd Paper Test Paper PDF 2022 (Download Link)

কোর্সটিকা প্রকাশক কোর্সটিকা
in SSC - টেস্ট পেপার
A A
0
ফেসবুকে শেয়ার করুনপিন্টারেস্টে পিন করুনলিংডইনে শেয়ার করুন

সংক্ষিপ্ত সিলেবাসের অধীন বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে ssc bangla 2nd paper test paper pdf প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্ন এবং শিখনফলভিত্তিক অনন্য প্রশ্নের সমন্বয়ে রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে।

এই পোস্টের শেষে টেস্ট পেপারটি ডাউনলোড করার লিংক পাওয়া যাবে। তার আগে বাংলা ২য় পত্র টেস্ট পেপারের কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী ও নির্মিতি অংশের প্রশ্নের নমুনা দেখে নাও।

ssc bangla 2nd paper test paper pdf

১. বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাই-
ক. সাধু ভাষা
খ. আদর্শ চলিতভাষা
গ. লৈখিক ভাষা
ঘ. মৌখিক ভাষা

২. প্রশাসনিক ফারসি শব্দ কোনটি?
ক. কুরআন
খ. কলম
গ. বেহেশেত
ঘ. বাদশাহ

৩. শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে বলে-
ক. প্রকৃতি
খ. প্রত্যয়
গ. প্রাতিপদিক
ঘ. অনুসর্গ

৪. স্পর্শ ও উষ্ম ধ্বনির মাঝামাঝি থেকে যে ধ্বনি উচ্চারিত হয় তাদের কী বলে?
ক. নাসিক্য
খ. মহাপ্রাণ
গ. শিশ
ঘ. অন্যঃস্থ

৫. এ-ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায় কেবল শব্দের-
ক. আদিতে
খ. মধ্যে
গ. অন্তে
ঘ. মধ্যে ও অন্তে

৬. ফলা যুক্ত হলে কোনটির আকারের পরিবর্তন হয়?
ক. শব্দের
খ. বর্ণের
গ. বাক্যের
ঘ. অর্থের

৭. স্বভাবতই ণ ব্যবহৃত হয়েছে কোনটিতে?
ক. ব্যাকরণ
খ. ব্রাহ্মণ
গ. ভাষণ
ঘ. লাবণ্য

৮. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক. সংস্কার
খ. পরস্পর
গ. মনোরোম
ঘ. দুষ্কর

৯. ‘লবণ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. লে + অন
খ. ল + বণ
গ. লো + অন
ঘ. লো + বণ

১০. কুল-উপাধিরও স্ত্রীবাচকতা কোনটি?
ক. গরীয়সী
খ. ঘোষজা
গ. সুলতানা
ঘ. অরক্ষনীয়া

১১. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনটি?
ক. ছম ছম
খ. হাড়ে হাড়ে
গ. হু হু
ঘ. নরম নরম

১২. বিশেষ নিয়মে সাধিত বহুবচন কোনটি?
ক. বাগানে ফুল ফুটেছে
খ. সকলে সব জানে না
গ. লাল লাল ফুল
ঘ. সাহেব-সাহেবান

১৩. সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস কোনটি?
ক. স্বর্গ-নরক
খ. মাথা-মুণ্ডু
গ. দয়া-মায়া
ঘ. কল-কারখানা

১৪. উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে কোন সমাস গঠিত হয়?
ক. মধ্যপদলোপী কর্মধারয়
খ. উপমান কর্মধারয়
গ. উপমিত কর্মধারয়
ঘ. রূপক কর্মধারয়

১৫. ‘বিড়াল ছানা’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব সমাস
খ. উপমান কর্মধারয়
গ. ব্যাধিকরণ বহুব্রীহি
ঘ. ষষ্ঠী তৎপুরুষ

১৬. কোনটির নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক. উপসর্গের
খ. অনুসর্গের
গ. সমাসের
ঘ. বিভক্তির

১৭. ‘গরমিল, গররাজি’ ইত্যাদি শব্দে গর উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. মধ্যস্থ
খ. মন্দ
গ. অভাব
ঘ. স্বল্প

১৮. বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ করলে কোনটি চেনা যায়?
ক. ধাতু
খ. উপসর্গ
গ. অনুসর্গ
ঘ. কারক

১৯. ‘দোকান-দোকানি’ কী অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
ক. জাত অর্থে
খ. নিন্দা অর্থে
গ. মালিক অর্থে
ঘ. উপজীবিকা অর্থে

২০. নিচের কোনটি যৌগিক শব্দ?
ক. মধুর
খ. গরমিল
গ. সন্দের
ঘ. মহাযাত্রা

২১. “ধিক্ তারে, শত ধিক নির্লজ্জ জন” এটি কোন জাতীয় বিশেষণের উদাহরণ?
ক. ক্রিয়া বিশেষণ
খ. বিশেষণীয় বিশেষণ
গ. অব্যয়ের বিশেষণ
ঘ. বাক্যের বিশেষণ

২২. অনুকার অব্যয় কোনটি?
ক. যথা-তথা
খ. ছি ছি
গ. যদি, যদিও
ঘ. টুং টাং

২৩. ‘শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে।’ এটি কোন ক্রিয়ার উদাহরণ?
ক. সমাপিকা ক্রিয়া
খ. প্রযোজক ক্রিয়া
গ. যৌগিক ক্রিয়া
ঘ. মিশ্র ক্রিয়া

২৪. কোন বাক্যটি ঘটমান বর্তমানের ক্রিয়া দ্বারা গঠিত?
ক. এ কথা জানতে তুমি
খ. কে যেন আসছে
গ. দেখে এলাম তারে
ঘ. আবার আসিব ফিরে

২৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া প্রশ্ন জিজ্ঞাসায় ব্যবহৃত হয়েছে?
ক. তুমি কি এখন যাবে?
খ. জন্মিলে মরিতে হবে।
গ. মরলে কি কেউ ফিরে?
ঘ. আজ গেলেও যা, কাল গেলেও তা।

২৬. ‘চেষ্টা কর, সবই বুঝতে পারবে।’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. সম্ভাবনায়
খ. বিধান অর্থে
গ. আদেশে
ঘ. প্রার্থনা

২৭. ‘লোকটা জাতিতে বৈষ্ণব’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী
খ. করণে ৭মী
গ. অপদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী

২৮. ‘যার বিশেষ খ্যাতি আছে’ এক কথায় বলে-
ক. বিখ্যাত
খ. বিশ্ববিখ্যাত
গ. স্বনামধন্য
ঘ. খ্যাতিমান

২৯. ‘গরিবের পক্ষে কথা বলার লোক নেই।’ কী অর্থে অনুসর্গটি ব্যবহৃত হয়েছে?
ক. ন্যায় অর্থে
খ. নিমিত্ত
গ. সহায় অর্থে
ঘ. ব্যাপ্তি অর্থে

৩০. কর্মবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. ষষ্ঠী

১. ‘তিনি গতকাল হাটে যাননি’ বাক্যটিতে কোন কালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে?
ক. সাধারণ বর্তমান
খ. সাধারণ অতীত
গ. নিত্যবৃত্ত অতীত
ঘ. পুরাঘটিত অতীত

২. “কাটিতে কাটিতে ধান এল বরষা”এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সমকাল
খ. নিরন্তরতা
গ. সমাপ্তি
ঘ. ক্রমশ

৩. স্বরসন্ধির ক্ষেত্রে ‘অ’-কারের পর ‘ই’ কার থাকলে উভয় মিলে ‘এ’ কার হয়। যেমন-
ক. যথেষ্ট
খ. মহেশ
গ. অতীত
ঘ. শুভেচ্ছা

৪. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?
ক. পুরুষ ভেদে
খ. বচন ভেদে
গ. কাল ভেদে
ঘ. পুরুষ ও বচন ভেদে

৫. ‘আমার দরখাস্তটা পড়ুন।’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. প্রার্থনা
খ. অনুরোধ
গ. নির্দেশ
ঘ. আকাঙ্খা

৬. “ভবন” কোন শ্রেণির শব্দ?
ক. পারিভাষিক শব্দ
খ. যৌগিক শব্দ
গ. তৎসম শব্দ
ঘ. তদ্ভব শব্দ

৭. ঝম + ঝম  ঝমাঝম – এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
ক. অপিনিহিতি
খ. অসমীকরণ
গ. বিষমীভবন
ঘ. সমীভবন

৮. ‘জাত’ অর্থে অপাদান কারক কোনটি?
ক. দুধ থেকে দই হয়
খ. মেঘ থেকে বৃষ্টি হয়
গ. শুক্তি থেকে মুক্তো মেলে
ঘ. জমি থেকে ফসল পাই

৯. বিশাল স্থানের যেকোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে কী বলে?
ক. অভিব্যাপক আধারাধিকরণ
খ. ঐকদেশিক আধারাধিকরণ
গ. ভাবাধিকরণ
ঘ. কালাধিকরণ

১০. তারিখবাচক শব্দের প্রম চারটি কোন নিয়মে সাধিত হয়েছে?
ক. হিন্দি নিয়মে
খ. ফারসি নিয়মে
গ. উর্দু নিয়মে
ঘ. বাংলার নিজস্ব ভঙ্গিতে

১১. ‘শবপোড়া’ শব্দটিতে কী দোষ দেয়া যায়?
ক. গুরুচণ্ডালী
খ. আকাক্সক্ষার ভুল প্রয়োগ
গ. দুর্বোধ্যতা
ঘ. উপমা প্রয়োগে ভুল

১২. সামান্যতা বুঝাতে বিশেষণ শব্দ যুগলে বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে?
ক. কালো কালো চেহারা
খ. কবি কবি ভাব
গ. রাশি রাশি ধন
ঘ. গরম গরম জিলাপি

১৩. আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো। – বাক্য কোন দোষে যোগ্যতা হারিয়েছে?
ক. গুরুচণ্ডালী দোষে
খ. বাহুল্য দোষে
গ. দুর্বোধ্যতার দোষে
ঘ. উপমার ভুল প্রয়োগে

১৪. কোনটি ভাববাচক বিশেষ্য পদ নয়?
ক. ভোজন
খ. গমন
গ. তারল্য
ঘ. দর্শন

১৫. “মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।” বাক্যটি কোন বাক্যের উদাহরণ?
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. মিশ্র বাক্য

১৬. ‘ষত্ব বিধান’ অনুযায়ী কোন বানানটি ঠিক?
ক. মূমূর্ষু
খ. মুমূর্ষ
গ. মুমূর্ষু
ঘ. মুমুর্ষূ

১৭. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?
ক. প্রথমে
খ. বিশেষণের পূর্বে
গ. শেষে
ঘ. বিশেষ্যের পর

১৮. নিন্দিত অর্থে কোন উপসর্গের ব্যবহার করা হয়?
ক. কু
খ. আব
গ. কদ
ঘ. অনা

১৯. অজ্ঞাতমূল ধাতু কোনট?
ক. টান্
খ. গঠ্
গ. চেঁচ্
ঘ. র্হে

২০. ‘তিনি বললেন যে বইটা তার দরকার।’ বাক্যটি কোন ধরনের উক্তি?
ক. প্রত্যক্ষ উক্তি
খ. পরোক্ষ উক্তি
গ. কর্তৃবাচ্যের উক্তি
ঘ. কর্মবাচ্যের উক্তি

২১. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরামচিহ্নের ব্যবহার হয়?
ক. সেমিকোলন
খ. কোলন
গ. হাইফেন
ঘ. দাঁড়ি

২২. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক. সতিন
খ. বিধাতা
গ. সপত্নী
ঘ. বিপত্নী

২৩. বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মেলবন্ধনের নাম কী?
ক. আকাঙ্খা
খ. আসত্তি
গ. যোগ্যতা
ঘ. পূর্ণতা

২৪. ভাব বাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়?
ক. উত্তম পুরুষ
খ. মধ্যম পুরুষ
গ. নাম পুরুষ
ঘ. উত্তম ও মধ্যম পুরুষ

২৫. শুন্ কোন আদিগণের অন্তর্ভুক্ত?
ক. কাট্
খ. লিখ্
গ. ঘুরা
ঘ. উঠ্

২৬. ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’ এটা কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্মবাচ্য
খ. কর্তৃবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তৃবাচ্য

২৭. কোন বাক্যের কর্তা নিরপেক্ষ?
ক. আকাশে চাঁদ উঠলে আড্ডা ভাঙে
খ. বৃষ্টি হয়েছে তাই আমরা যাব না
গ. তুমি যদি আসো তবে সে যাবে
ঘ. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে

২৮. কোনোভাবেই যা নিবারণ করা যায় না। এক কথায় প্রকাশ কী হবে?
ক. অনিবার্য
খ. দুর্নিবার
গ. দুর্দমনীয়
ঘ. রোরুদ্যমান

২৯. ‘বৃত্তি’ অর্থে কোন তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
ক. বাড়িওয়ালা
খ. দুধওয়ালা
গ. দিল্লিওয়ালা
ঘ. দাঁড়িওয়ালা

৩০. যে সমাসে পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কোন সমাস বলে?
ক. কর্মধারয় সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. তৎপুরুষ সমাস

নির্মিতি অংশ

১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর :
(ক) বৃক্ষরোপণ কর্মসূচি;
(খ) খাদ্যদ্রব্যে ভেজাল।

২। যেকোনো একটি বিষয়ে পত্র লেখ :
(ক) মনে কর, তুমি ওয়াজীহ। সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার অভিমত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ।
অথবা, (খ) প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদের জন্য একটি আবেদনপত্র লেখ।

৩। (ক) সারাংশ লেখ :
জাতি শুধু বাইরের ঐশ্বর্যসম্ভার, দালানকোঠার সংখ্যাবৃদ্ধি কিংবা সামরিক শক্তির অপরাজেয়তায় বড় হয় না। বড় হয় অন্তরের শক্তিতে, নৈতিক চেতনায়, আর জীবনপণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতায়। জীবনের মূল্যবোধ ছাড়া জাতীয় সত্তার ভিত কখনো শক্ত আর দৃঢ়মূল হতে পারে না। মূল্যবোধ জীবনাশ্রয়ী হয়ে জাতির সর্বাঙ্গে ছড়িয়ে পড়লেই তবে জাতি অর্জন করে মহত্ত্ব আর মহৎ কর্মের যোগ্যতা। সবরকম মূল্যবোধের বৃহত্তম বাহন ভাষা, তথা মাতৃভাষা, আর তা ছড়িয়ে দেবার দায়িত্ব লেখক আর সাহিত্যিকদের।

অথবা, (খ) সারমর্ম লেখ :
দণ্ডিতের সাথে
দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ
ব্যথা নাহি পায় কোনো, তারে দণ্ডদান
প্রবলের অত্যাচার। যে দণ্ড বেদনা
পুত্রেরে পার না দিতে, সে কারেও দিও না।
যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে,
মহা অপরাধী হবে তুমি তার কাছে।

৪। যেকোনো একটি ভাব-সম্প্রসারণ কর :
(ক) পরের অনিষ্ট চিন্তা করে যেই জন,
নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
(খ) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর :
(ক) একটি জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় সংবাদদাতা হিসেবে তোমার এলাকার দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি বিষয়ে প্রতিবেদন প্রস্তুত কর।

অথবা, (খ) শিশু নির্যাতন ও তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।

৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর :
(ক) মাদকাসক্তির কারণ ও তার প্রতিকার;
(খ) পরিবেশ দূষণ ও তার প্রতিকার;
(গ) মানবকল্যাণে বিজ্ঞান।

Download Test Paper

উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ssc bangla 2nd paper test paper pdf ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

আরো দেখুন

panjeree supplement 2022 ssc pdf download
SSC - টেস্ট পেপার

Panjeree Supplement 2022 SSC (PDF) Download | All Subjects

এসএসসি অর্থনীতি টেস্ট পেপার ২০২২
SSC - টেস্ট পেপার

এসএসসি অর্থনীতি টেস্ট পেপার ২০২২ (PDF)

এসএসসি হিন্দু ধর্ম টেস্ট পেপার
SSC - টেস্ট পেপার

এসএসসি হিন্দু ধর্ম টেস্ট পেপার ২০২২ (PDF)

ssc higher math test paper pdf 2022
SSC - টেস্ট পেপার

SSC Higher Math Test Paper (PDF) 2022

এসএসসি ইতিহাস টেস্ট পেপার ২০২২
SSC - ইতিহাস

এসএসসি ইতিহাস টেস্ট পেপার ২০২২ (PDF)

এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার ২০২২
SSC - টেস্ট পেপার

এসএসসি ভূগোল ও পরিবেশ টেস্ট পেপার ২০২২ (PDF)

এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার
SSC - টেস্ট পেপার

এসএসসি হিসাববিজ্ঞান টেস্ট পেপার ২০২২ (PDF)

এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার
SSC - টেস্ট পেপার

এসএসসি ব্যবসায় উদ্যোগ টেস্ট পেপার ২০২২ (PDF)

এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার
SSC - টেস্ট পেপার

এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং টেস্ট পেপার ২০২২

Discussion about this post

কুইক লিংক

■ ষষ্ঠ শ্রেণির সাজেশন
■ সপ্তম শ্রেণির সাজেশন
■ অষ্টম শ্রেণির সাজেশন
■ এসএসসি – ২০২২ পরীক্ষা প্রস্তুতি
■ এইচএসসি – ২০২২ পরীক্ষা প্রস্তুতি
■ ডিগ্রি সকল বর্ষের সাজেশন
■ অনার্স সকল বর্ষের সাজেশন
  • Guest Blogging
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2021 Courstika - All Rights Reserved.

কোন ফলাফল নেই
View All Result
  • ক্যারিয়ার
  • একাডেমিক
    • ষষ্ঠ শ্রেণি
    • সপ্তম শ্রেণি
    • অষ্টম শ্রেণি
    • নবম ও দশম শ্রেণি
    • একাদশ ও দ্বাদশ শ্রেণি
    • Writing Section
    • ডিগ্রি
    • অনার্স
    • ইঞ্জিনিয়ারিং
    • মেডিকেল
    • ভর্তি ও পরীক্ষা
    • উচ্চ শিক্ষা
  • স্কলারশিপ
  • ফ্রিল্যান্সিং
  • স্বাস্থ্যপাতা
  • অনলাইন ইনকাম
  • ইংরেজী শিখুন
  • চাকরী-বাকরী
  • বিজনেস
  • সাধারণ জ্ঞান
  • স্কিল ডেভেলপমেন্ট
  • ডাউনলোড
  • অন্যান্য
    • ব‌্যাংকিং
    • নাগরিক সেবা
    • টিপস এন্ড ট্রিক্স
    • গেস্ট ব্লগিং
    • জমিজমা
    • ধর্মকথা
    • প্রবাস জীবন
    • ইচ্ছেঘুড়ি
    • প্রোডাক্ট রিভিউ
    • বায়োগ্রাফি

© 2021 Courstika - All Rights Reserved.