ssc জীববিজ্ঞান ৯ম অধ্যায় mcq
৩৪৮. নিচের কোনটি উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তু?
ক. হরমোন
খ. ইনসুলিন
গ. অ্যাবসিসিক এসিড
ঘ. ফাইটোহরমোন
৩৪৯. কোন রোগের জীবাণু ধান গাছের অতি বৃদ্ধি ঘটায়?
ক. ধানের ব্লাস্ট রোগ
খ. বাকানি রোগ
গ. ধানের ব্লাইট রোগ
ঘ. ধানের স্মার্ট রোগ
৩৫০. ছোটদিনের উদ্ভিদের পুষ্পায়নে দৈনিক গড়ে কত ঘণ্টা আলোর প্রয়োজন?
ক. ১০-১২ ঘণ্টা
খ. ৯-১০ ঘণ্টা
গ. ৮-১২ ঘণ্টা
ঘ. ৭-৯ ঘণ্টা
৩৫১. শসা ও সূর্যমুখী কোন দিনের উদ্ভিদ?
ক. বড়দিনের
খ. ছোট দিনের
গ. আলোক নিরপেক্ষ দিনের
ঘ. নিরপেক্ষ দিনের
৩৫২. প্রাকৃতিক প্রধান হরমোন কোনটি?
ক. অক্সিন
খ. ভার্নালিন
গ. ফ্লোরিজেন
ঘ. ইস্ট্রোজেন
৩৫৩. অক্সিন হরমোনটি কে আবিষ্কার করেন?
ক. চার্লস ডারউইন
খ. বেলিস
গ. স্টারলিং
ঘ. স্যাক্স
৩৫৪. অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়?
ক. উদ্ভিদের মূলে
খ. উদ্ভিদের কাণ্ডে
গ. উদ্ভিদের কা-শীর্ষে
ঘ. উদ্ভিদের বীজে
৩৫৫. কোন হরমোনটি গ্যাসীয় পদার্থ?
ক. অক্সিন
খ. জিবেরেলিন
গ. সাইটোকাইনিন
ঘ. ইথিলিন
৩৫৬. পাতা, ফুল ও ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে-
ক. ভার্নালিন
খ. ইথিলিন
গ. সাইটোকাইনিন
ঘ. ফ্লোরিজেন
৩৫৭. কী প্রয়োগ করে ফলের মোচন বিলম্বিত করা হয়?
ক. ইথিলিন
খ. ভার্নালিন
গ. অক্সিন
ঘ. জিবেরেলিন
৩৫৮. অভিকর্ষণের ফলে কোষের উপাদানগুলো কোন দিকে স্থানান্তরিত হয়?
ক. উপরে
খ. পাশে
গ. নিচে
ঘ. দক্ষিণে
৩৫৯. উদ্ভিদে আলো-অন্ধকারের ছন্দকে কী বলে?
ক. পর্যাবৃত্ত ঘড়ি
খ. বায়োলজিক্যাল ক্লক
গ. বিরতিহীন ঘড়ি
ঘ. ছন্দময় ক্লক
৩৬০. উদ্ভিদের চলন কোথায় দেখা যায়?
ক. নিম্নঅঞ্চলে
খ. বর্ধিষ্ণু অঞ্চলে
গ. নিম্নত্বকে
ঘ. ঊর্ধ্বত্বকে
৩৬১. নিউরোহিউমার কোথায় থাকে?
ক. নেফ্রন
খ. নিউরন
গ. সিন্যাপস
ঘ. স্পাইনাল কর্ড
৩৬২. বড় দিনের উদ্ভিদ কোনগুলো?
ক. শসা, সূর্যমুখী
খ. চন্দ্রমল্লিকা, ডালিয়া
গ. লেটুস, ঝিঙ্গা
ঘ. পেঁয়াজ, রসুন
৩৬৩. ডাবের পানিতে কোন হরমোন পাওয়া যায়?
ক. সাইটোকাইনিন
খ. অ্যাবসিসিক এসিড
গ. তাসিন
ঘ. জিবেরেলিন
৩৬৪. হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
ক. নালি থেকে
খ. নালিহীন গ্রন্থি থেকে
গ. সড়বায়ুতন্ত্র থেকে
ঘ. পৌষ্টিকতন্ত্র থেকে
৩৬৫. সেরিব্রাম কোন পর্দা দ্বারা আবৃত থাকে?
ক. মেনিনজেস
খ. নিউরন
গ. সেরিব্রাম কর্টেক্স
ঘ. সেরিব্রাল হেমিস্ফিয়ার
৩৬৬. কর্টেক্সের রং কী?
ক. লাল
খ. কালো
গ. সাদা
ঘ. ধূসর
৩৬৭. মধ্য মস্তিষ্কের কোন অংশ থেকে শ্রবণ ও ভারসাম্যের সাথে জড়িত সড়বায়ুগুলো উৎপন্ন হয়?
ক. সেরিব্রাম
খ. সেরিবেলাম
গ. পনস
ঘ. মেডুলা অবলংগাটা
৩৬৮. সেরেবেলাম কয়টি অংশে বিভক্ত?
ক. তিনটি
খ. দুটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৩৬৯. মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশ কোনটি?
ক. পনস
খ. সেরেবেলাম
গ. মেডুলা
ঘ. মেডুলা অবলংগাটা
৩৭০. অ্যাক্সনের চারদিকে পাতলা আবরণটি কী?
ক. পনস
খ. মেনিনজেস
গ. নিউরিলেমা
ঘ. নিলস
৩৭১. সিন্যাপসে অবস্থিত তরল পদার্থটি কী?
ক. অ্যাক্সলেমা
খ. পনস
গ. নিউরোহিউমার
ঘ. মায়োলিন
৩৭২. নালীবিহীন গ্রন্থির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে?
ক. সড়বায়ুতন্ত্র
খ. হরমোন
গ. অগ্নব্যাশয়
ঘ. এনজাইম
৩৭৩. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি?
ক. থাইরক্সিন
খ. প্যারাথাইরক্সিন
গ. থাইমক্সিন
ঘ. থাইরোট্রপিন
৩৭৪. রক্তে গ্লুকোজের মাত্রা কে নিয়ন্ত্রণ করে?
ক. প্রোর্যাকটিন
খ. ইস্ট্রোজেন
গ. ইনসুলিন
ঘ. থাইরক্সিন
৩৭৫. ডায়াবেটিস কয় ধরনের হয়?
ক. তিন
খ. চার
গ. দুই
ঘ. পাঁচ
৩৭৬. কোন শ্রেণির রোগীদের ইনসুলিন নিতে হয়?
ক. টাইপ-২
খ. টাইপ-৩
গ. টাইপ-৪
ঘ. টাইপ-১
৩৭৭. প্যারালাইসিস হওয়ার কারণ কী?
ক. স্ট্রোক
খ. হার্ট অ্যাটাক
গ. দুর্ঘটনা
ঘ. মানসিক রোগ
৩৭৮. এপিলেপসি রোগের লক্ষণ কোনটি?
ক. জ্বর
খ. দুর্বলতা
গ. শরীরে ক্ষত
ঘ. কাঁপুনি
৩৭৯. সড়বায়ুকোষ কোন নির্যাস তৈরি করে?
ক. ডোপামিন
খ. ইনসুলিন
গ. থাইরোট্রাপিন
ঘ. থাইরক্সিন
৩৮০. কোনটি সড়বায়ুকোষের কার্যকারিতা নষ্ট করে?
ক. হরমোন
খ. এনজাইম
গ. আন্ত্রিক রস
ঘ. নিকোটিন
৩৮১. সুষুম্নাবাকা- থেকে কত জোড়া সড়বায়ু বের হয়?
ক. ৮ জোড়া
খ. ১২ জোড়া
গ. ৩১ জোড়া
ঘ. ৩০ জোড়া
৩৮২. ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কয়টি ‘D’ মেনে চলা আবশ্যক?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৬
৩৮৩. কোন রোগটি বংশগত বলে ধরা হয়?
ক. এপিলেসিস
খ. পারকিনসন
গ. প্যারালাইসিস
ঘ. স্ট্রোক
শিক্ষার্থীরা উপরের বাটনে ক্লিক করে উত্তরসহ MCQ গুলো ডাউনলোড করে নাও। নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post