ssc জীববিজ্ঞান ৩য় অধ্যায় mcq কোষ বিভাজন
৬৪. কোষ বিভাজন ঘটে কেন?
ক. জীবের বৃদ্ধির উদ্দেশ্যে
খ. প্রজননের উদ্দেশ্যে
গ. জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে
ঘ. জীবের অভিযোজনের উদ্দেশ্যে
৬৫. দেহকোষ বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়?
ক. অ্যামাইটোসিস
খ. মিয়োসিস
গ. মাইটোসিস
ঘ. কোনটি নয়
৬৬. নিচের কোনটি এককোষী জীব?
ক. ব্যাকটেরিয়া
খ. কেঁচো
গ. চিংড়ি
ঘ. মানুষ
৬৭. নিচের কোনটি বহুকোষী জীব?
ক. বটগাছ
খ. ব্যাকটেরিয়া
গ. অ্যামিবা
ঘ. প্লাজমোডিয়াম
৬৮. ইস্ট কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. সবগুলো
৬৯. মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কতবার বিভক্ত হয়?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
৭০. জীব দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি পায় কোন বিভাজনের মাধ্যমে?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. সবগুলো
৭১. মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনের প্রথম ধাপ কোনটি?
ক. প্রোফেজ
খ. অ্যানাফেজ
গ. টেলোফেজ
ঘ. মেটাফেজ
৭২. কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
৭৩. সেন্ট্রিওল হতে কোন তন্তু বিচ্ছুরিত হয়?
ক. স্পিন্ডল
খ. ট্রাকশন
গ. অ্যাস্টার
ঘ. আকর্ষণ
৭৪. কোন পর্যায়ে নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে?
ক. মেটাফেজ
খ. অ্যানাফেজ
গ. টেলোফেজ
ঘ. ডায়াকাইনেসিস
৭৫. এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো মিলে কী তৈরি হয়?
ক. অপত্য কোষ
খ. জনন কোষ
গ. কোষ প্লেট
ঘ. দেহকোষ
৭৬. বহুকোষী জীব কোন কোষ হতে জীবন শুরু করে?
ক. জাইগোট
খ. নিষেক
গ. হ্যাপ্লয়েড
ঘ. ডিপ্লয়েড
৭৭. অনিয়ন্ত্রিত মাইটোসিস কী সৃষ্টি করে?
ক. ক্যান্সার
খ. আলসার
গ. ডায়াবেটিস
ঘ. যক্ষ্মা
৭৮. কোন ভাইরাসের কারণে ক্যান্সার রোগের সৃষ্টি হয়?
ক. টোবাকো ভাইরাস
খ. প্যাপিলোমা ভাইরাস
গ. T2 ভাইরাস
ঘ. HIV ভাইরাস
৭৯. কোনটি জননকোষ?
ক. শুক্রাণু
খ. জাইগোট
গ. আদি কোষ
ঘ. মরুলা
৮০. মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের-
ক. সমান
খ দ্বিগুণ
গ. চারগুণ
ঘ. অর্ধেক
৮১. কোন কোষ বিভাজন প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলা হয়?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. উপরের কোনটি নয়
৮২. নিচের কোনটি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে?
ক. নিউক্লিয়াস
খ. ক্রোমাটিন বস্তু
গ. ক্রোমাটিন তন্তু
ঘ. ক্রোমোজোম
৮৩. উন্নত প্রাণীদের শুক্রাশয় ও ডিম্বাশয়ে কোন বিভাজন ঘটে?
ক. অ্যামাইটোসিস
খ. মিয়োসিস
গ. মাইটোসিস
ঘ. দ্বিবিভাজন
৮৪. প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয় কোন বিভাজনের মাধ্যমে?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. দ্বিবিভাজন
৮৫. স্পিন্ডল যন্ত্রের দৃশ্যমান তন্তুগুলোকে বলা হয়-
i. স্পিন্ডল তন্তু
ii. ক্রোমোজোমাল তন্তু
iii. আকর্ষণ তন্তু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৬. মিয়োসিসের কারণে কোষে-
i. ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে
ii. হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়
iii. গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৭. স্পিন্ডল যন্ত্রের দু’মেরুর মধ্যবর্তী অংশ হলো-
i. ইকুয়েটর
ii. বিষুবীয় অঞ্চল
iii. নিরক্ষীয় অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৮. বহুকোষী জীব হলো-
i. অ্যামিবা
ii. মানুষ
iii. বটগাছ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৯. জীবদেহের বৃদ্ধির পাশাপাশি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে-
i. ভ্রুণের পরিস্ফুটন
ii. জীবদেহের ক্ষয়পূরণ
iii. প্রজনন
৯০. মিয়োসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন হয়-
i. ডিম্বাণু
ii. শুক্রাণু
ii. পরাগ রেণু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও:
একটি বিশেষ প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং সৃষ্ট
অপত্য কোষের গঠন ও গুণাগুণ হুবহু মাতৃকোষের মতোই হয়।
৯১. উদ্দীপকে কোন প্রক্রিয়ার কথা বলা হয়েছে?
ক. মাইটোসিস
খ. মিয়োসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. প্রোফেজ-১
৯২. প্রক্রিয়াটির বৈশিষ্ট্য হলো-
i. এতে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়
ii. এ প্রক্রিয়া দেহকোষে হয়ে থাকে
iii. বিভাজনের ফলে উদ্ভিদ ও প্রাণী বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
আদি কোষী জীবে সংগঠিত কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উক্ত জীব সরাসরি দুটি অপত্য জীবে পরিণত হয়। এক্ষেত্রে কোন জটিল পর্যায় অতিক্রান্ত হয় না।
৯৫. উদ্দীপকের বিভাজন প্রক্রিয়ার নাম কী?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. উপরের কোনটি নয়
৯৬. এ-বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য-
i. নিউক্লিয়াসের বিভাজন ঘটে
ii. সাইটোপ্লাজমের বিভাজন ঘটে
iii. নিউক্লিয়াস সরাসরি দ্বিধাবিভক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
শিক্ষার্থীরা উপরের বাটনে ক্লিক করে উত্তরসহ MCQ গুলো ডাউনলোড করে নাও। নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post