ssc জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় mcq
৯৭. শক্তির মূল উৎস কী?
ক. আলো
খ. সূর্য
গ. বিদ্যুৎ
ঘ. তাপ
৯৮. রিচার্জেবল ব্যাটারি বলা হয় কাকে?
ক. ADP
খ. AMP
গ. ATP
ঘ. NADPH2
৯৯. Biological coin এর বাংলা কী?
ক. জীব মুদ্রা
খ. জৈব মুদ্রা
গ. অজৈব মুদ্রা
ঘ. শক্তি মুদ্রা
১০০. ATP কে ভেঙে কোনটি তৈরি করে?
ক. ADP
খ. NAD
গ. NADH2
ঘ. GTP
১০১. পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?
ক. O2
খ. CO2
গ. H2
ঘ. কোনটিই নয়
১০২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি?
ক. পানি
খ. শর্করা
গ. অক্সিজেন
ঘ. কার্বন ডাইঅক্সাইড
১০৩. ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় কী তৈরি হয়?
ক. ATP
খ. ADP
গ. GTP
ঘ. NAD
১০৪. বায়ুমমণ্ডলের CO2 কিসের মধ্যে দিয়ে কোষে প্রবেশ করে?
ক. পাতা
খ. কাণ্ড
গ. মূল
ঘ. শাখা-প্রশাখা
১০৫. ক্যালভিন চক্রে অস্থায়ী কী তৈরি হয়?
ক. অ্যামাইনো এসিড
খ. কিটোএসিড
গ. এসিটিক এসিড
ঘ. ফসফোরিক এসিড
১০৬. C3 গতিপথ আবিষ্কারকের নাম কী?
ক. ক্যালভিন বেনসন
খ. ক্যালভিন হ্যাব্স
গ. রবার্ট বেনসন
ঘ. ক্যালভিন মুলার
১০৭. C4 চক্রপরিচালিত হয় কোন উদ্ভিদে?
ক, মুথা ঘাস
খ, আমগাছ
গ, জামগাছ
ঘ, সাইকাস
১০৮. বাতাসে কোন গ্যাসটির উপস্থিতি সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটায়?
ক. CO2
খ. CH4
গ. N2
ঘ. H2
১০৯. উদ্ভিদের বাহ্যিক প্রভাবক কোনটি?
ক. ক্লোরোফিল
খ. এনজাইম
গ. খনিজ পদার্থ
ঘ. হাইড্রোজেন
১১০. কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায়?
ক ৩০°
খ ২৫° C
গ ১৭°
শ ৫০° C
১১১. পাতার কোন অংশে ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে?
ক. স্পঞ্জি প্যারানকাইমা
শ. প্যালিসেড প্যারানকাইমা
গ. জাইলেম টিস্যু
ঘ. নিম্নত্বক
ssc biology chapter 4 mcq
১১২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহলের পরিমাণ
ক. ৯৫%
খ. ৭৫%
গ. ৮৫%
ঘ. ৫৫%
১১৩. শ্বেতসার পরীক্ষা করার জন্য আয়োডিন দ্রবণের প্রয়োজন
ক. ২%
খ. ৩%
গ. ১%
ঘ. ১%
১১৪. শ্বসনিক বস্তু নয় কোনটি?
ক. জৈব এসিড
খ. শর্করা
গ. লিপিড
ঘ. খনিজ লবণ
১১৫. সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে শ্বসন প্রক্রিয়া কত সময়ে ঘটে?
ক. ১২ ঘণ্টা
খ. ২০ ঘণ্টা
গ. ২৪ ঘণ্টা
ঘ. ৮ ঘণ্টা
১১৬. শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়?
ক. ৪
খ. ৬
গ. ৮
ঘ. ১৮
১১৭. শ্বসন প্রক্রিয়ায় কয় অণু পানি উৎপন্ন হয়?
ক. ২ অণু
খ. ৪ অণু
গ. ৫ অণু
ঘ. ৬ অণু
১১৮. সবাত শ্বসন প্রক্রিয়ায় সর্বমোট কত অণু ATP উৎপন্ন করে?
ক. ৩০
খ. ৩৮
গ. ৩২
ঘ. ৩৩
১১৯. কোন বিভাজনের প্রয়োজনীয় শক্তি আসে কোন প্রক্রিয়া হতে?
ক. প্রস্বেদন
খ. অভিস্রবণ
গ. ব্যাপন
ঘ. শ্বসন
১২০. আত্মীকরণ শক্তি বলা হয়-
i. ATP
ii. FADH2
iii. NADPH2
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২১. ক্রেবস চক্রে উৎপন্ন হয়-
i. তিন অণু NADH2
ii. এক অণু GTP
iii. এক অণু FADH2
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২২. পানির ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়-
i. অক্সিজেন
ii. কার্বন ডাইঅক্সাইড
iii. ইলেকট্রন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৩. সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবকসমূহ-
i. CO2
ii. এনজাইম
iii. খনিজ পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৪. সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণিক অঙ্গ-
i. সবুজ পাতা
ii. সবুজ কাণ্ড
iii. সবুজ মূল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়-
i. H2O
ii. CO2
iii. O2
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৬. সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে উৎপন্ন হয়
i. অক্সিজেন
ii. হাইড্রোজেন
iii. ইলেকট্রন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৭. অন্ধকার পর্যায়ে ঘটে
i. কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়
ii. আলোর প্রয়োজন পড়ে
iii. ATP ও NADPH2 প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উক্তিটি লক্ষ কর এবং ১৩২ ও ১৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
সকালে নাস্তার টেবিলে পাউরুটি খাওয়ার সময় শরিফ তার বাবাকে জিজ্ঞাসা করল, পাউরুটি ফুলে থাকে কেন? বাবা বললেন ঈস্টের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উৎপন্ন একটি বিশেষ গ্যাসের চাপে পাউরুটি ফুলানো হয়।
১৩২. উদ্দীপকের খাদ্য দ্রব্যটির ভিতরে ফাঁপার জন্য দায়ী কোনটি?
ক. N2
খ. CO2
গ. O2
ঘ. CH4
১৩৩. উপরোক্ত প্রক্রিয়ায়
i. C3H4O3 সম্পূর্ণ জারিত হয়
ii. C3H5OH উৎপন্ন হয়
iii. সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩৪ ও ১৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
রানা সাহেব তার জমিতে এবার ভুট্টার বীজ বপন করলেন। কিছুদিনের মধ্যেই বীজ হতে চারা গজিয়ে উদ্ভিদটি বড় হয়ে গেল।
১৩৪. রানা সাহেবের উদ্ভিদটি কোনটির অন্তর্ভুক্ত?
ক. C3
খ. C4
গ. C5
ঘ. C6
১৩৫. উদ্ভিদটিতে সংঘটিত হচ্ছে-
i. ইমবাইবিশন
ii. সালোকসংশ্লেষণ
iii. শ্বসন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
শিক্ষার্থীরা উপরের বাটনে ক্লিক করে উত্তরসহ MCQ গুলো ডাউনলোড করে নাও। নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post