ssc জীববিজ্ঞান ৫ম অধ্যায় mcq
১৩৬. কোনটির অভাবে উদ্ভিদে সালোকসংশ্লেষণ ব্যাহত হয়?
ক. হাইড্রোজেন
খ. ম্যাগনেসিয়াম
গ. কার্বন
ঘ. লৌহ
১৩৭. ফসফরাস ঘটিত সার কোনটি?
ক. মিউরেট অফ পটাস
খ. ডি.এ.পি
গ. ট্রিপল সুপার ফসফেট
ঘ. ইউরিয়া
১৩৮. উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে? (অনু. ১)
ক. দস্তা
খ. ক্লোরিন
গ. বোরন
ঘ. পটাসিয়াম
১৩৯. মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ১০টি
১৪০. কোনটি ক্লোরোফিল অণুর একটি উপাদান?
ক. পটাসিয়াম
খ ক্যালসিয়াম
গ. ম্যাগনেসিয়াম
ঘ. বোরন
১৪১. নিউক্লিক এসিডের গাঠনিক উপাদান কোনটি?
ক. পটাসিয়াম
খ. ম্যাগনেসিয়াম
গ. লৌহ
ঘ. নাইট্রোজেন
১৪২. কোনটির অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়?
ক. নাইট্রোজেন
খ. ফসফরাস
গ. লৌহ
ঘ. তামা
১৪৩. পাতার শীর্ষ ও কিনারায় মৃত অঞ্চল সৃষ্টি হয় কোনটির অভাবে?
ক. পটাসিয়াম
খ. লৌহ
গ. সালফার
ঘ. তামা
১৪৪. কোন প্রক্রিয়ার ফলে জীবদেহে তাপ ও শক্তি তৈরি হয়?
ক. দহন
খ. বিজারণ
গ. পরিপাক
ঘ. রেচন
১৪৫. উদ্ভিদের কোন অংশে আমিষ বেশি থাকে?
ক. মূল ও পাতা
খ. কাণ্ড ও পাতা
গ. বীজ
ঘ. ফলের শস্য
১৪৬. নিচের কোনটি নিম্নমানের আমিষ?
ক. মাছ
খ. মাংস
গ. ডাল
ঘ. কলিজা
১৪৭. কোনটি বহু শর্করা?
ক. গ্লুকোজ
খ. সুক্রোজ
গ. ল্যাকটোজ
ঘ. শ্বেতসার
১৪৮. দুধের শর্করাকে কী বলে?
ক. ল্যাকটোজ
খ. সুক্রোজ
গ. গ্লুকোজ
ঘ. গ্যালাকটোজ
১৪৯. গম, আলু, চালে শর্করা কিরূপে থাকে?
ক. গ্লুকোজ
খ. সুক্রোজ
গ. স্টার্চ
ঘ. ল্যাকটোজ
১৫০. কোনটি বহু শর্করা?
ক. গ্লুকোজ
খ. সুক্রোজ
গ. গ্লাইকোজেন
ঘ. ল্যাকটোজ
১৫১. কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে?
ক. আমিষ
খ. শর্করা
গ. চর্বি
ঘ. কোনোটিই নয়
১৫২. ডিমের কোন অংশে স্নেহ পদার্থ থাকে?
ক. কুসুম
খ. সাদা অংশ
গ. উভয় অংশে
ঘ. স্নেহ থাকে না
১৫৩. ভিটামিন ‘সি’-এর উৎস কোনটি?
ক. আম
খ. কাঁঠাল
গ. পেয়ারা
ঘ. মটর
১৫৪. কোনটি হতে ক্লোরিন পাওয়া যায়?
ক. দই
খ. মাছ
গ. আপেল
ঘ. ডাল
১৫৫. আঁশযুক্ত খাদ্য কোনটি?
ক. মাছ
খ. মাংস
গ. সবজি
ঘ. ডিম
১৫৬. পানি শোষণ ও মলের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে কোনটি?
ক. সেলুলোজ
খ. পেকটিন
গ. লিগনিন
ঘ. রাফেজ
১৫৭. ১০০ গ্রাম ‘গরুর দুধ থেকে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
ক. ৬২
খ. ৬৫
গ. ৬৬
ঘ. ৬৭
১৫৮. হাড় ভঙ্গুর হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?
ক. রাতকানা
খ. রক্তশূন্যতা
গ. আমাশয়
ঘ. রিকেটস্
১৫৯. বিশ্রামাবস্থায় যে শক্তি ব্যয় হয় তাকে কী বলে?
ক. পেশিশক্তি
খ. যান্ত্রিক শক্তি
গ. মৌল বিপাক শক্তি
ঘ. তাপ শক্তি
১৬০. দাঁতের ডেন্টিনকে আবৃতকারী পাতলা আবরণের নাম কী?
ক. ডেন্টিন
খ. এনামেল
গ. সিমেন্ট
ঘ. দন্তমজ্জা
১৬১. দাঁতের কয়টি অংশ থাকে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৬২. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
ক. হৃৎপিণ্ড
খ. যকৃত
গ. ফুসফুস
ঘ. অগড়ব্যাশয়
১৬৩. যকৃত কী তৈরি করে?
ক. পিত্তরস
খ. অগ্নব্যাশয় রস
গ. পিত্ত লবণ
ঘ. হরমোন
১৬৪. অগড়ব্যাশয় থেকে নিচের কোনটি নিঃসৃত হয়?
ক. ইনসুলিন
খ. ট্রিপসিন
গ. রেনিন
ঘ. টায়ালিন
১৬৫. অজীর্ণতাকে আমরা কী বলে থাকি?
ক. আমাশয়
খ. বদহজম
গ. কোষ্ঠকাঠিন্য
ঘ. অ্যাপেনডিসাইটিস
১৬৬. সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগটি হয়?
ক. কোষ্ঠকাঠিন্য
খ. আমাশয়
গ. গ্যাস্ট্রিক আলসার
ঘ. ডায়রিয়া
১৬৭. আমাশয় রোগ সৃষ্টিকারী প্রোটেজোয়া কোনটি?
ক. Bacillus subtilis
খ. Penicillium notatum
গ. Salmonella typhi
ঘ. Entamoeba histolytica
১৬৮. রোটা ভাইরাসের আক্রমণে কোন রোগ হয়?
ক. জন্ডিস
খ. নিউমোনিয়া
গ. ডায়রিয়া
ঘ. যক্ষা
১৬৯. কোনটি পরজীবী হিসেবে পোষক দেহে বাস করে?
ক. সিগেলা
খ. কৃমি
গ. মাছি
ঘ. কেঁচো
১৭০. দেহের প্রয়োজনীয় সকল অ্যামাইনো এসিড পাওয়া যায় কোন খাদ্যে?
ক. উদ্ভিজ্জ আমিষ
খ. প্রাণিজ আমিষ
গ. মিশ্র আমিষ
ঘ. সম্পূরক আমিষ
১৭১. মানবদেহে শোষণক্ষম শর্করা কোনটি?
ক. ল্যাকটোজ
খ. গ্লাইকোজেন
গ. সুক্রোজ
ঘ. গ্লুকোজ
শিক্ষার্থীরা উপরের বাটনে ক্লিক করে উত্তরসহ MCQ গুলো ডাউনলোড করে নাও। নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post