ssc জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় mcq
১৮২. উদ্ভিদে কয়টি প্রক্রিয়া সম্মিলিতভাবে শোষণ কাজ সম্পাদন করে?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৮৩. নিচের কোনটি হাইড্রোফিলিক বা পানিপ্রিয় পদার্থ?
ক. গ্লুকোজ
খ. ল্যাকটোজ
গ. সেলুলোজ
ঘ. সুক্রোজ
১৮৪. পাতার কোন টিস্যুতে ব্যাপন চাপ ঘটতে দেখা যায়?
ক. ক্লোরোফিল
খ. জ্যান্থোফিল
গ. সরল টিস্যু
ঘ. মেসোফিল
১৮৫. কোন শক্তির টানে মাটিস্থ কৈশিক পানি মূলরোমে ঢুকে পড়ে?
ক. প্রস্বেদন শক্তি
খ. চোষক শক্তি
গ. কৈশিক শক্তি
ঘ. অভিকর্ষীয় শক্তি
১৮৬. শোষণ প্রধানত কয়টি উপায়ে হয়ে থাকে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৫টি
ঘ. ৬টি
১৮৭. কোনটি উদ্ভিদে আয়ন হিসেবে শোষিত হয়?
ক. খনিজ লবণ
খ. পানি
গ. অক্সিজেন
ঘ. স্নেহ পদার্থ
১৮৮. কোনটি পরিবহন নালিকা গুচ্ছের অন্যতম গুচ্ছ?
ক. সিভনল
খ. জাইলেম
গ. সঙ্গীকোষ
ঘ. ফ্লোয়েম
১৮৯. গোল আলুর কোন অংশে খাদ্য জমা থাকে?
ক. মূলে
খ. কাণ্ডে
গ. পাতায়
ঘ. ফল
১৯০. কোন পদ্ধতিতে উদ্ভিদে পানি ও খনিজ পার্শ্বীয় কোষে স্থানান্তরিত হয়?
ক. অভিস্রবণ
খ. ব্যাপন
গ. সালোকসংশ্লেষণ
ঘ. ইমবিবিশন
১৯১. প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদে পরিবহনের দায়িত্ব গ্রহণ করে-
ক. জটিল টিস্যু
খ. ফ্লোয়েম টিস্যু
গ. ভাজক টিস্যু
ঘ. পেশি টিস্যু
১৯২. শীতকালে প্রস্বেদন কম হয়, কারণ-
ক. আর্দ্রতা কম থাকে
খ. পত্ররন্ধ্র বন্ধ থাকে
গ. পাতা ঝরে যায়
ঘ. সবগুলোই
১৯৩. পাতার উপরে এবং নিচের আবরণকে কী বলে?
ক. পত্ররন্ধ্র
খ. লেন্টিসেল
গ. কিউটিন
ঘ. পেকটিন
১৯৪. লেন্টিকুলার প্রস্বেদন কোন অংশে হয়?
ক. মূলে
খ. কাণ্ডে
গ. পাতায়
ঘ. ফুলে
১৯৫. উদ্ভিদের অতিরিক্ত পানি ত্যাগ করার প্রধান প্রক্রিয়া কোনটি?
ক. ব্যাপন
খ. প্রস্বেদন
গ. অভিস্রবণ
ঘ. শ্বসন
১৯৬. লেন্টিকুলার প্রস্বেদন কয়ভাগে বিভক্ত?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
১৯৭. উদ্ভিদের চারদিকের বায়ু সিক্ত হওয়ার কারণ কী?
ক. ব্যাপন
খ. প্রস্বেদন
গ. শ্বসন
ঘ. ইমবাইবিশন
১৯৮. জীবনীশক্তির মূল কী?
ক. লসিকা
খ. রক্ত
গ. আমিষ
ঘ. ভিটামিন
১৯৯. রক্ত সংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
২০০. রক্তকণিকার জন্ম কোথায়?
ক. লসিকায়
খ. ধমনিতে
গ. অস্থিমজ্জায়
ঘ. শিরায়
২০১. কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে?
ক. আমিষ
খ. স্নেহ
গ. শর্করা
ঘ. খনিজ লবণ
২০২. রক্তের বর্ণহীন তরল অংশকে কী বলে?
ক. লসিকা
খ. প্লাজমা
গ. লকিসা রস
ঘ. রক্তরস
২০৩. রক্তে লোহিত কণিকার পরিমাণ কত?
ক. ৬০ ভাগ
খ. ৫০ ভাগ
গ. ৪৫ ভাগ
ঘ. ৫৫ ভাগ
২০৪. লোহিত রক্তকণিকায় লৌহ জাতীয় পদার্থের নাম কী?
ক. হরমোন
খ. চর্বিকণা
গ. অ্যালবুমিন
ঘ. হিমোগ্লোবিন
২০৫. প্রতি কিউবিক মিলিমিটারে শ্বেত রক্তকণিকার সংখ্যা কত?
ক. ১০-১৫ হাজার
খ. ১০-১২ হাজার
গ. ৫-৭ হাজার
ঘ. ৫-১০ হাজার
২০৬. A ও B অ্যান্টিজেন কোনটিতে উপস্থিত?
ক. RBC
খ. প্লাজমা
গ. WBC
ঘ. সাইটোপ্লাজম
২০৭. মানুষের রক্তের লোহিতকণিকায় কয় ধরনের এন্টিজেন বিদ্যমান?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২০৮. কার্লল্যান্ড স্টেইনার মানুষের রক্ত কত ভাগে ভাগ করেন?
ক. ৪ ভাগ
খ. ২ ভাগ
গ. ৩ ভাগ
ঘ. ৫ ভাগ
২০৯. রক্তের কোন গ্রুপে দুটি এন্টিবডি উপস্থিত?
ক. ‘A’
খ. ‘O’
গ. ‘AB’
ঘ. ‘B’
২১০. কোনটি সর্বজনীন রক্তদাতা?
ক. গ্রুপ-‘O’
খ. গ্রুপ-‘B’
গ. গ্রুপ-‘AB’
ঘ. গ্রুপ-‘A’
২১১. হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কী?
ক. এপিকার্ডিয়াম
খ. মায়োকার্ডিয়াম
গ. পেরিকার্ডিয়াম
ঘ. এন্ডোকার্ডিয়াম
২১২. পূর্ণ বয়স্ক মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার?
ক. ৭২ বার
খ. ৭৮ বার
গ. ৭০ বার
ঘ. ৭৪ বার
২১৩. বাম অলিন্দে কয়টি ফুসফুসীয় শিরা প্রবেশ করে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি
২১৪. হৃৎপিণ্ডের সংকোচনকে কী বলে?
ক. ডায়াস্টোল
খ. সিস্টোল
গ. উর্বশিরা
ঘ. কপাটিকা
২১৫. অলিন্দদ্বয় প্রসারিত হলে দেহের বিভিন্ন অংশ হতে রক্ত কোথায় প্রবেশ করে?
ক. ফুসফুসে
খ. যকৃতে
গ. হৃৎপিণ্ডে
ঘ. সমস্ত দেহে
২১৬. যে সব নালির ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে কী বলে?
ক. হৃদস্পন্দন
খ. রক্তরস
গ. রক্ত সংবহন
ঘ. রক্তনালি
২১৭. একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে ট্রাইগ্লিসারাইড এর মান কত?
ক. ৪৫-১.৮১
খ. ৯০-১.৪৫
গ. ১.৫০-১.৬৮
ঘ. ১.৬৮-৪.৫৩
২১৮. আমাদের রক্তে সধারণত কতভাগ LDLথাকে?
ক. ৫০%
খ. ৬০%
গ. ৭০%
ঘ. ৮০%
২১৯. পিত্তের অন্যতম উপাদান কোনটি?
ক. কোলেস্টেরোল
খ. লসিকা
গ. হিমোগ্লোবিন
ঘ. রক্তরস
২২০. কোন জাতীয় ওষুধ সেবন করলে বাতজ্বরের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়?
ক. পেনিসিলিন
খ. এজিথ্রোমাইসিন
গ. রিবোফ্লাবিন
ঘ. প্যারাসিটামল
২২১. বাতজ্বর কোন অণুজীবের সংক্রমণে সৃষ্ট রোগ?
ক. স্টেফাইলোকক্কাস
খ. বেসিডিওকক্কাস
গ. স্টেপটোকক্কাস
ঘ. সেফালোকক্কাস
২২২. মৃত শ্বেত কণিকা কীসে পরিণত হয়?
ক. রক্তরস
খ. পূঁজ
গ. টিউমার
ঘ .অণুচক্রিকা
২২৩. এন্টিবডির অবস্থান কোথায়?
ক. শ্বেত রক্তকণিকায়
খ. লোহিত রক্তকণিকায়
গ. অণুচক্রিকায়
ঘ. রক্তরসে
শিক্ষার্থীরা উপরের বাটনে ক্লিক করে উত্তরসহ MCQ গুলো ডাউনলোড করে নাও। নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post