ssc জীববিজ্ঞান ৯ম অধ্যায় mcq
৩১৭. অস্থি শক্ত ও মজবুত থাকার কারণ
ক. ক্যালসিয়াম
খ. পটাসিয়াম
গ. খনিজ লবণ
ঘ. ফসফরাস
৩১৮. অস্থি বৃদ্ধিতে কোন ভিটামিন প্রয়োজন?
ক. ভিটামিন-‘এ’
খ. ভিটামিন-‘সি’
গ. ভিটামিন-‘বি’
ঘ. ভিটামিন-‘ডি’
৩১৯. পেকটোরাল গার্ডল অঞ্চলের হাড় কোনটি?
ক. ইলিয়াস
খ. পিউবিস
গ. স্ক্যাপুলা
ঘ. প্যাটেলা
৩২০. যোজক কলার রূপান্তরিত রূপ কোনটি?
ক. পেশি কলা
খ. অস্থি
গ. রূপান্তরিত কলা
ঘ. আবরণী কলা
৩২১. অস্থির মাতৃকার প্রকৃতি কেমন?
ক. নরম
খ. শক্ত ও ভঙ্গুর
গ. আঠালো
ঘ. তরল
৩২২. দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা কোনটি?
ক. তরুণাস্থি
খ. টেনডন
গ. অস্থি
ঘ. লিগামেন্ট
৩২৩. তরুণাস্থির মাতৃকা কী দ্বারা গঠিত?
ক. কন্ড্রিন
খ. অস্ট্রিন
গ. লিগনিন
ঘ. টেনডন
৩২৪. কন্ড্রিন এর বর্ণ কীরূপ?
ক. লাল
খ. হালকা নীল
গ. গাঢ় নীল
ঘ. বেগুনি
৩২৫. টেনডনে কোনটির মাধ্যমে অস্থিকে আটকে রাখে?
ক. অস্থি
খ. ঐচ্ছিক পেশি
গ. অবৈচ্ছিক পেশি
ঘ. হৃদপেশি
৩২৬. অস্টিওপোরেসিস হওয়ার কারণ-
ক. দেহে খনিজ লবণের অভাব
খ. অতিরিক্ত পরিশ্রম
গ. পানি কম পান করা
ঘ. আমিষ জাতীয় খাদ্যাভাব
৩২৭. সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠনে কয়টি অস্থির বহির্ভাগ মিলিত হয়?
ক. ৪টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৫টি
৩২৮. মেরুদণ্ডের অস্থিসন্ধিগুলো কেমন?
ক. নিশ্চল
খ. ঈষৎ সচল
গ. পূর্ণ সচল
ঘ. কবজি সন্ধি
৩২৯. কনুই বাঁকা করতে কোন পেশির সংকোচন ঘটে?
ক. ট্রাইসেপস পেশি
খ. বাইসেপস পেশি
গ. টেট্রাসেপস পেশি
ঘ. পেন্টাসেপস পেশি
৩৩০. লিগামেন্টের শাখা-প্রশাখার আকৃতি কিরূপ?
ক. জালিকাকার
খ. সরলাকার
গ. মোচাকের মতো
ঘ. থলিকাকার
৩৩১. লিগামেন্ট তন্তুগুলো কী দ্বারা গঠিত?
ক. আমিষ
খ. শর্করা
গ. স্নেহ
ঘ. প্রোটিন
৩৩২. পেশি বা অস্থির তুলনায় টেনডনের ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কেমন?
ক. বেশি
খ. কম
গ. খুববেশি
ঘ. একেবারেই নাই
৩৩৩. অস্থি ভঙ্গুর ও পুরুত্ব কমে যাওয়া কোন রোগের লক্ষণ?
ক. এইডস
খ. ক্যান্সার
গ. হাঁপানি
ঘ. অস্টিওপোরেসিস
৩৩৪. অলস জীবনযাপন করলে কোন রোগটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে?
ক. এইডস
খ. আর্থ্রাইটিস
গ. অস্টিওপোরেসিস
ঘ. বসন্ত
৩৩৫. বহুদিন স্টেরয়েডযুক্ত ঔষধ সেবনে সৃষ্ট রোগ কোনটি?
ক. এইডস
খ. আর্থ্রাইটিস
গ. অস্টিওপোরেসিস
ঘ. বসন্ত
শিক্ষার্থীরা উপরের বাটনে ক্লিক করে উত্তরসহ MCQ গুলো ডাউনলোড করে নাও। নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post