ssc chemistry chapter 1 mcq
১. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত?
ক. আল-কেমি
খ. আল-কেমিয়া
গ. আল-ক্যামিস্ট্রি
ঘ. অল-কিমিয়া
২. মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে?
ক. ২৪০০
খ. ২৬০০
গ. ২৩০০
ঘ. ২৫০০
৩. কোন প্রক্রিয়ায় কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে?
ক. ভৌত প্রক্রিয়ায়
খ. রাসায়নিক প্রক্রিয়ায়
গ. জৈব রাসায়নিক প্রক্রিয়ায়
ঘ. ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়
৪. সর্বপ্রম স্বর্ণ আহরণ শুরু করে কারা?
ক. মিসরীয়রা
খ. আরবীয়ারা
গ. ব্রিটিশরা
ঘ. রোমানরা
৫. প্রাচীন আল-কেমি কিসের জন্ম দিয়েছে?
ক. আধুনিক সভ্যতার
খ. রসায়ন শিল্পের
গ. নগরায়নের
ঘ. পরিবেশ আন্দোলনের
৬. নিচের কোনটি অভিজাত ও মূল্যবান ধাতু?
ক. সীসা
খ. লোহা
গ. স্বর্ণ
ঘ. দস্তা
৭. মোম হলো-
ক. নাইট্রোজেনের যৌগ
খ. কার্বনের যৌগ
গ. হাইড্রোজেনের যৌগ
ঘ. কার্বন ও হাইড্রোজেনের যৌগ
৮. লোহায় মরিচা পড়ে নিচের কোনটির উপস্থিতিতে?
ক. অক্সিজেন
খ. হাইড্রোজেন
গ. হাইড্রোক্সাইড
ঘ. লবণ
৯. প্রাকৃতিক গ্যাস কোনটি?
ক. CH4
খ. NH4
গ. CH3
ঘ. NH3
১০. দহন কী ধরনের প্রক্রিয়া?
ক. জৈব রাসায়নিক
খ. জৈবিক
গ. ভৌত
ঘ. রাসায়নিক
১১. কোনটি অজৈব যৌগ?
ক. শ্বেতসার
খ. আমিষ
গ. খাবার লবণ
ঘ. চর্বি
১২. বিশুদ্ধ পানিতে থাকে কোনটি?
ক. খনিজ পদার্থ
খ. হাইড্রোজেন
গ. অক্সিজেন
ঘ. হাইড্রোজেন ও অক্সিজেন
১৩. অক্সিজেনের উৎস কোনটি?
ক. পানি
খ. মাটি
গ. বায়ু
ঘ. কার্বন ডাইঅক্সাইড
১৪. তন্তু তৈরি হয় কোন প্রক্রিয়ায়?
ক. রাসায়নিক প্রক্রিয়ায়
খ. জৈব রাসায়নিক প্রক্রিয়ায়
গ. দহন প্রক্রিয়ায়
ঘ. জারণ প্রক্রিয়ায়
১৫. উদ্ভিদ খাদ্য প্রস্তুত ও সঞ্চয় করে কোন প্রক্রিয়ায়?
ক. সালোকসংশ্লেষণ
খ. শ্বসন
গ. অভিস্রবণ
ঘ. প্রস্বেদন
১৬. জমিতে রাসায়নিক সার ব্যবহারের কারণ কী?
ক. মাটির pH কমানো
খ. পুষ্টি প্রদান
গ. পোকামাকড় ধ্বংস করা
ঘ. কোনোটিই নয়
১৭. পেট্রোলিয়ামের দহন একটি-
ক. ভৌত পরিবর্তন
খ. রাসায়নিক পরিবর্তন
গ. জৈবিক প্রক্রিয়া
ঘ. বিপাক প্রক্রিয়া
১৮. অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ইত্যাদি নিয়ে তৈরি কী?
ক. পানি
খ. বাতাস
গ. সার
ঘ. খাবার
১৯. সকল প্রাণিকুল খাদ্যের জন্য কোনটির ওপর নির্ভরশীল?
ক. উদ্ভিদ
খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. নাইট্রোজেন
২০. কোন প্রক্রিয়ায় জীবের জন্ম-বৃদ্ধি ঘটে?
ক. জারণ-বিজারণ
খ. জীব-রাসায়নিক
গ. রাসায়নিক
ঘ. সালোকসংশ্লেষণ
২১. কোন ধাতুটি সাধারণত বৈদ্যুতিক তারে ব্যবহার করা হয়?
ক. Zn
খ. Pt
গ. Cu
ঘ. Ag
২২. কোনটি ব্যতীত রসায়নের তত্ত্বীয় জ্ঞানার্জন অসম্ভব?
ক. পদার্থ
খ. গণিত
গ. জীববিজ্ঞান
ঘ. কোয়ান্টাম ম্যাকানিকস
২৩. উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ মাটির সাথে মিশে যায় কিসের প্রভাবে?
ক. ভূ-পৃষ্ঠের আলোর
খ. ভূগর্ভের চাপ
গ. ভূগর্ভের তাপ
ক. ভূগর্ভের তাপ ও চাপ
২৪. কয়েল বা অ্যারোসল ব্যবহার করা হয় কিসের জন্য?
ক. মশা তাড়াতে
খ. ঘরে সুগন্ধ বাড়াতে
গ. জীবাণু ধ্বংস করতে
ঘ. কোনোটিই নয়
২৫. নিচের কোনটি কৃত্রিম কসমেটিকস?
ক. কাচা হলুদ
খ. সাবান
গ. মেহেদী
ঘ. ডাল বাটা
২৬. মাছ, মাংস পচনরোধে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়?
ক. ম্যালামাইন
খ. কৃত্রিম রং
গ. প্রিজারভেটিভস
ঘ. ফরমালিন
২৭. নিচের কোনটি সংরক্ষণে প্রিজারভেটিভস ব্যবহৃত হয়?
ক. জুস
খ. মাছ
গ. মাংস
ঘ. ফলমূল
২৮. নিচের কোনটি ব্যতীত সংরক্ষিত খাদ্য স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ?
ক. ফরমালিন
খ. প্রিজারভেটিভস্
গ. রং
ঘ. ম্যালামাইন
২৯. গাছে ফল পাকার জন্য নিচের কোন গ্যাসটি দায়ী?
ক. ক্যালসিয়াম কার্বাইট
খ. অ্যাসিটিলিন
গ. ইথিলিন
ঘ. কর্পূর
৩০. স্বাস্থ্য রক্ষার জন্য দরকার-
ক. শ্যাম্পু
খ. লোসন
গ. ওষুধ
ঘ. সাবান
৩১. রাসায়নিক পদার্থের ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবেশের’ ভালো ফলাফলের জন্য কোনটি অত্যন্ত জরুরি?
ক. সচেতনতা
খ. পরিমিত ব্যবহার
গ. পদার্থের গুণাগুণ
ঘ. সুস্পষ্ট জ্ঞান
৩২. পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী-
ক. CO2
খ. N2
গ. O2
ঘ. NH3
৩৩. কোনো বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা কীসে রূপ নেয়?
ক. অনুসন্ধানে
খ. গবেষণায়
গ. সমস্যা চিহ্নিতকরণে
ঘ. বিষয়বস্তু নির্ধারণে
৩৪. সমস্যা চিহ্নিতকরণ, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার কোন ধাপ?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. সর্বশেষ
৩৫. পরিকল্পনা প্রণয়ন অনুসন্ধান ও গবেষণার কত তম ধাপ?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. সর্বশেষ
৩৬. অনুসন্ধান ও গবেষণার বিভিন্ন ধাপে অনাকাঙ্খিত পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন-
ক. জ্ঞানার্জন
খ. দক্ষতা
গ. জ্ঞানার্জন ও দক্ষতা
ঘ. সূক্ষতা
৩৭. প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম হলো-
ক. কৃত্রিম জ্বালানি
খ. খনিজ জ্বালানি
গ. প্রাকৃতিক জ্বালানি
ঘ. তরল জ্বালানি
৩৮. “Analysis” এর বাংলা প্রতিশব্দ কোনটি?
ক. ব্যাখ্যা
খ. অনুসন্ধান
গ. বিষয়বস্তু নির্ধারণ
ঘ. বিশ্লেষণ
৩৯. পৃথিবীর খনিজ জ্বালানি কত বছরে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে?
ক. ৫০ বছরে
খ. ৫০০ বছরে
গ. ১০০ বছরে
ঘ. ২০০ বছরে
৪০. পরীক্ষণের পরিবর্তে কী করা যেতে পারে?
ক. তথ্য-উপাত্ত সংগ্রহ
খ. অনুসন্ধান
গ. বিশ্লেষণ
ঘ. ফলাফল প্রদান
৪১. কীভাবে কাজের পরিকল্পনা প্রণয়নে সুবিধা হয়?
ক. দক্ষতা অর্জনের মাধ্যমে
খ. ফলাফল বিশ্লেষণ করলে
গ. অনুসন্ধানের মাধ্যমে
ঘ. ফলাফল সম্পর্কে আগাম ধারণা করতে পারলে
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তর ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post