ssc chemistry chapter 2 mcq
৬৬. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের আণবিক ভর কত?
ক. ১২
খ. ১২ম
ক. ১৬
ঘ. ১৬ম
৬৭. নিচের কোনটির দৃঢ়তা আছে?
ক. লবণ
খ. হাইড্রোজেন
গ. পানি
ঘ. কার্বন ডাইঅক্সাইড
৬৮. আন্তঃআণবিক শক্তি কী?
ক. পরমাণুসমূহের মধ্যে আকর্ষণ
খ. পরমাণুসমূহের মধ্যে বিকর্ষণ
গ. অণুসমূহের মধ্যে আকর্ষণ
ঘ. অণুসমূহের মধ্যে বিকর্ষণ
৬৯. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি?
ক. মধু
খ. কেরোসিন
গ. মোম
ঘ. নাইট্রোজেন
৭০. কোনটি মিশ্র পদার্থ-
ক. পানি
খ. লবণ
গ. বায়ু
ঘ. কার্বন ডাইঅক্সাইড
৭১. নিচের কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি?
ক. H2O
খ. C6H6
গ. AlCl3
ঘ. NaCl
৭২. কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?
ক. পানি
খ. লবণ
গ. মোম
ঘ. নাইট্রোজেন
৭৩. নিচে কোনটি তাপে তরলে পরিণত হয়?
ক. NH4Cl
খ. C10H8
গ. I2
ঘ. NaCl
৭৪. কোন পদার্থটির আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি?
ক. পাথর
খ. কার্বন ডাইঅক্সাইড
গ. লোহা
ঘ. পেট্রোল
৭৫. কখন তরল পদার্থের বাষ্পচাপ উপরস্থ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়?
ক. গলনাঙ্কে
খ. হিমাঙ্কে
গ. বাষ্পীভবনে
ঘ. স্ফুটনাঙ্কে
৭৬. বেলুন বা পাত্রের ভেতরের গ্যাসের কণাসমূহ পাত্রের পৃষ্ঠে যে ধাক্কা দেয় তাকে কী বলে?
ক. গ্যাসের গতিশক্তি
খ. গ্যাসের আন্তঃআণবিক শক্তি
গ. গ্যাসের চাপ
ঘ. গ্যাসের স্থিতিশক্তি
৭৮. কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌঁছাতে হয়?
ক. হিমাঙ্কে
খ. স্ফুটনাঙ্কে
গ. গলনাঙ্কে
ঘ. শিশিরাঙ্কে
৭৯. পানির মধ্যে তরল নীল বা কলমের কালি দিলে তা কোন প্রক্রিয়ায় মিশে যায়?
ক. অভিস্রবণ
খ. ব্যাপন
গ. অনুব্যাপন
ঘ. নিঃসরণ
৮০. নিচের কোনটি ব্যাপন হারে সঠিক ক্রম?
ক. NH3 < CO2 < Cl2
খ. Cl2 > CO2 > NH3
গ. Cl2 < CO2 < NH3
ঘ. CO2 < Cl2 < NH3
৮১. ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়?
ক. নিঃসরণ
খ. অনুব্যাপন
গ. ব্যাপন
ঘ. অভিস্রবণ
৮৩. তাপ প্রয়োগ করলে ব্যাপনের হার-
ক. বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. সমান থাকে
ঘ. কোনটিই নয়
৮৪. নিচের কোনটি প্রাকৃতিক গ্যাস?
ক. বায়োগ্যাস
খ. মিথেন
গ. হিলিয়াম
ঘ. হাইড্রোজেন
৮৫. CNG চালিত যানবাহনে কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
ক. মিথেন
খ. ইথেন
গ. বিউটেন
ঘ. অকটেন
৮৬. ব্যাপন ও নিঃসরণ নিচের কোন দুটির উপর নির্ভরশীল?
ক. ভর ও আয়তন
খ. চাপ ও তাপমাত্রা
গ. চাপ ও আয়তন
ঘ. ভর ও ঘনত্ব
৮৭. বডি স্প্রেতে কোনটি আগে ঘটে?
ক. ব্যাপন
খ. নিঃসরণ
গ. অভিস্রবণ
ঘ. ঊর্ধ্বপাতন
৮৮. ঘর-বাড়িতে রানড়বার কাজে ব্যবহৃত হয় কোনটি?
ক. CH4
খ. NH4
গ. CCl4
ঘ. N2
৮৯. নিচের কোনটি সমসত্ব মিশ্রণ?
ক. বালু ও চিনির মিশ্রণ
খ. লোহার গুঁড়া ও লবণের মিশ্রণ
গ. বালু ও লোহার গুঁড়ার মিশ্রণ
ঘ. চিনি ও পানির দ্রবণ
৯০. মোমবাতি জ্বলতে থাকলে কোন ধরনের পরিবর্তন হয়?
ক. ভৌত পরিবর্তন
খ. রাসায়নিক পরিবর্তন
গ. ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন
ঘ. কোনো পরিবর্তন হয় না
৯১. নিচের কোনটি ভৌত পরিবর্তন?
ক. মোম জ্বালানো
খ. চিনি ও পানির দ্রবণ
গ. পানির তড়িৎ বিশ্লেষণ
ঘ. লোহায় মরিচা পড়া
৯২. মোমের দহনের ফলে কোনটি উৎপনড়ব হয়?
ক. CO2
খ. H2O
গ. CO2(g) I H2O(g)
ঘ. CO2(g) I H2O(l)
৯৩. মোমবাতির দহনের সময় মোম কোনটির সাথে বিক্রিয়া করে?
ক. CO2
খ. O2
গ. H2O
ঘ. Fe3O4
৯৪. কোন অবস্থায় পদার্থের কণাগুলো বেশি গতিশীল?
ক. প্লাজমা
খ. গ্যাসীয়
গ. তরল
ঘ. কঠিন
৯৫. মরিচার সংকেত কোনটি?
ক. FeO.3H2O
খ. F2O3.H2O
গ. Fe2O3.nH2O
ঘ. Fe2O3.2H2O
৯৬. 1 atm চাপে যে তাপমাত্রায় কোনো তরল গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় তাকে কী বলে?
ক. গলনাঙ্ক
খ. হিমাঙ্ক
গ. স্ফুটনাঙ্ক
ঘ. আপেক্ষিক তাপ
৯৭. বরফের গলনাঙ্ক কত?
ক. 100°C
খ. 0°C
গ. 4°C
ঘ. 06°C
৯৮. লোহার গলনাঙ্ক কত?
ক. 1063°C
খ. 3600°C
গ. 801°C
ঘ. 1540°C
৯৯. পানির হিমাঙ্ক কত?
ক. 100°C
খ. 0°C
গ. 273°C
ঘ. 801°C
১০০. বাইরের চাপের ওপর নির্ভর করে কোনটি?
ক. গলনাঙ্ক
খ. স্ফুটনাঙ্ক
গ. হিমাঙ্ক
ঘ. আপেক্ষিক তাপ
১০১. নিচের কোনটি উদ্বায়ী পদার্থ?
ক. তুঁতে
খ. বালি
গ. ইথার
ঘ. লবণ
১০২. কোনো কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে-
ক. গলন
খ. বাষ্পীভবন
গ. রাসায়নিক পরিবর্তন
ঘ. ঊর্ধ্বপাতন
১০৩. তাপ প্রয়োগে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়া পদার্থকে কোন প্রক্রিয়ায় পুনরায় কঠিন পদার্থে পরিণত করা যায়?
ক. বাষ্পীভবন
খ. তরলীকরণ
গ. শীতলীকরণ
ঘ. ঘনীভবন
১০৪. নিচের কোনটি ন্যাপথালিন?
ক. C10H8
খ. C9H22
গ. C8H10
ঘ. C6H14
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তর ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post