ssc chemistry chapter 3 mcq
১১৫. পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলা হয়?
ক. পারমাণবিক সংখ্যা
খ. নিউক্লিয়ন সংখ্যা
গ. ভর সংখ্যা
ঘ. নিউট্রন সংখ্যা
১১৬. ক্যালসিয়ামের ভরসংখ্যা কত?
ক. ২০
খ. ৪০
গ. ৮০
ঘ. ২
১১৭. অ্যান্টিমনির প্রতীক কোনটি?
ক. Sn
খ. Sb
গ. Au
ঘ. At
১১৮. নিউট্রনের প্রকৃত ভর কত?
ক. 1.675 x 10-24 g
খ. 9.11 x 10-28 g
গ. 1.67 x 1024 g
ঘ. 1.657 x 10-24 g
১১৯. নিচের কোনটির ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান?
ক. Na
খ. F-
গ. Mg2+
ঘ. Cl-
১২০. Ar এর স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা ১৮ এবং নিউট্রন সংখ্যা ২২ হলে ভরসংখ্যা কত?
ক. ১৮
গ. ৪০
গ. ২২
ঘ. ৪
১২১. S2- এ মোট মৌলিক কণিকার সংখ্যা কতটি?
ক. ২টি
খ. ৩৪টি
গ. ৫০টি
ঘ. ৪৬টি
১২২. F এর প্রোটন সংখ্যা ৯ এবং নিউট্রন সংখ্যা ১০ হলে ভর সংখ্যা কত?
ক. ১৯
খ. ৯
গ. ১
ঘ. ১০
১২৩. মৌলের স্বাতন্ত্র নির্ভর করে কোনটির ওপর?
ক. ইলেকট্রন সংখ্যা
খ. ভর সংখ্যা
গ. প্রোটন সংখ্যা
ঘ. নিউট্রন সংখ্যা
১২৪. খর পরমাণুতে নিউট্রন সংখ্যা কত?
ক. ৩
খ. ৪
গ. ৭
ঘ. ৫
১২৫. B-এর (n + p) এর মান কত?
ক. ৭
খ. ৬
গ. ৫
ঘ. ১১
১২৬. একটি পরমাণুর ব্যাস কত?
ক. 10-8 cm
খ. 10 cm
গ. 12 cm
ঘ. 15 cm
১২৭. ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা কত?
ক. ৩৫
খ. ১৩
গ. ১২
ঘ. ৮
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তর ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post