ssc chemistry chapter 4 mcq
১৮৪. জন নিউল্যান্ড কত সালে অষ্টক তত্ত্ব প্রদান করেন?
ক. ১৮৬৪
খ. ১৭৮৯
গ. ১৮৬৯
ঘ. ১৭৬৪
১৮৫. রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন বিষয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান হলো-
ক. IUPAC
খ. APEC
গ. IUPVAC
ঘ. ISO
১৮৬. গ্রুপ 11 তে অবস্থিত মৌলগুলোকে কী বলা হয়?
ক. ক্ষারধাতু
খ. মৃৎক্ষার ধাতু
গ. হ্যালোজেন
ঘ. মুদ্রা ধাতু
১৮৭. পর্যায় সারণির চর্তু পর্যায়ে কয়টি মৌল আছে?
ক. ৮টি
খ. ১৬টি
গ. ১৮টি
ঘ. ৩২টি
১৮৮. অবস্থান্তর মৌলসমূহ পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
ক. গ্রুপ-১ থেকে গ্রুপ-৭
খ. গ্রুপ-৮ থেকে গ্রুপ-১৭
গ. গ্রুপ-৩ থেকে গ্রুপ-১১
ঘ. গ্রুপ-৫ থেকে গ্রুপ-১১
১৮৯. নিকৃষ্ট ধাতু কোনটি?
ক. তামা
খ. লোহা
গ. পিতল
ঘ. পারদ
১৯০. কম সক্রিয় ধাতু কোনগুলো?
ক. জিংক, তামা
খ. তামা, পারদ
গ. সোনা, রুপা
ঘ. সোনা, তামা
১৯১. সোডিয়ামের পারমাণবিক ভর কত?
ক. ১১
খ. ২৩
গ. ২৭
ঘ. ৩৯
১৯২. পর্যায় সূত্র প্রদান করেন?
ক. নিউল্যান্ড
খ. ম্যান্ডেলিফ
গ. লুার মেয়ার
ঘ. ডোবেরাইনার
১৯৩. মোসলে কত সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন?
ক. ১৬১৩ সালে
খ. ১৭১৩ সালে
গ. ১৮১৩ সালে
ঘ. ১৯১৩ সালে
১৯৪. পারমাণবিক ভর অনুযায়ী সাজালে ক এর স্থান কোথায় হবে?
ক. Ne এর পূর্বে
খ. Ar এর পূর্বে
গ. Ar এর পরে
ঘ. Kr এর পরে
১৯৫. মৌলের রাসায়নিক ধর্ম মূলত কী দ্বারা নির্দেশিত হয়?
ক. ইলেকট্রন বিন্যাস
খ. আন্তঃআণবিক শক্তি
গ. পারমাণবিক ভর
ঘ. সবগুলো
১৯৬. কোন মৌলের ইলেকট্রন বিন্যাস (২, ৮, ৮, ১) হলে মৌলটির অবস্থান-
ক. ৫ম পর্যায় ১ গ্রুপ
খ. ৪র্থ পর্যায় ১ গ্রুপ
গ. ৩য় পর্যায় ১ গ্রুপ
ঘ. ৬ষ্ঠ পর্যায় ১ গ্রুপ
১৯৭. অপধাতু কোনটি?
ক. Mg
খ. Na
গ. Si
ঘ. Al
১৯৮. কোনো মৌলে ইলেকট্রনের বিন্যাস (২, ৮, ২) হলে এর অবস্থান কোন পর্যায়ে?
ক. ২য়
খ. ৩য়
গ. ৫ম
ঘ. ৪র্থ
১৯৯. সক্রিয় অধাতু কোনটি?
ক. Si
খ. K
গ. N
ঘ. Cl
২০০. নিচেরর কোন যৌগে অকটেট অসম্পূর্ণ?
ক. NH3
খ. H2O
গ. CCl4
ঘ. BF3
২০১. ডুবনিয়াম (Db)-এ পারমাণবিক সংখ্যা হলো—
ক. ১০৪
খ. ১০৮
গ. ১০৫
ঘ. ১০৭
২০২. ব্রোমিন কী বর্ণের তরল পদার্থ?
ক. নীল
খ. লাল
গ. বেগুনি
ঘ .গোলাপী
২০৩. অধাতু কোনটি?
ক. সালফার
খ. কপার
গ. জিংক
ঘ. সিলিকন
২০৪. নিম্নের কোনটি ক্ষারক?
ক. NaOH
খ. KOH
গ. Cu(OH)2
ঘ. H2O
২০৫. পর্যায় সারণিতে বাম থেকে ডানে অক্সাইডসমূহের অম্লত্ব কীরূপ হয়?
ক. বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. সবগুলো
২০৬. কোনটির আয়নিকরণ শক্তি বেশি?
ক. K
খ. Ca
গ. Rb
ঘ. Mg
২০৭. নিচের কোন মৌলের পারমাণবিক আকার সবচেয়ে বেশি?
ক. Li
খ. K
গ. Cs
ঘ. Na
২২৩. তেজক্রিয় নিস্ক্রিয় গ্যাস কোনটি?
ক. আর্গন
খ. নিয়ন
গ. জেনন
ঘ. রেডন
২২৪. অক্টেট পূর্ণ থাকে কোন মৌলটির?
ক. আর্গন
খ. ম্যাঙ্গানিজ
গ. হ্যালোজেন
ঘ .আয়রনের
২২৫. নিস্ক্রিয় গ্যাস সাধারণত
ক. দ্বি-পরমাণুক
খ. ত্রি-পরমাণুক
গ. এক পরমাণুক
ঘ. এক-দ্বি-পরমাণুক
২২৬. আলোক সজ্জায় ব্যবহৃত হয় কোনটি?
ক. হিলিয়া
খ. নিয়ন
গ. আর্গন
ঘ. ক্রিপটন
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তর ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post