এই পোস্টের শেষে ssc ict test paper 2025 pdf download করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেখে নাও।
ssc ict test paper 2025 pdf download
১. লেখালেখি সম্পাদনার প্রথম কাজ কোনটি?
ক. মার্জিন নির্ধারণ
খ. ছবি সংযোজন
গ. বানান সংশোধন
ঘ. লাইন ব্যবধান নির্ধারণ
২. একটি দেশের সু-শাসনের জন্য প্রয়োজন-
ক. ই-লার্নিং
খ. ই-কমার্স
গ. ই-শপ
ঘ. ই-গভর্ন্যান্স
৩. চলমান গ্রাফিক্সকে কী বলা হয়?
ক. অডিও
খ. সিনেমা
গ. রেডিও
ঘ. এনিমেশন
৪. কোনটি যুক্তিনির্ভর ফিল্ড?
ক. Number
খ. Currency
গ. Yes/ No
ঘ. Text
৫. প্রোগ্রামিং-এর ধারণার প্রবর্তক কে?
ক. হেনরি মার্টিন
খ. মার্ক জুকারবার্গ
গ. অ্যাডা লাভলেস
ঘ. স্টিভ জবস
৬. অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকাকে বলা হয়-
ক. টেবিল
খ. প্রোগ্রাম
গ. ডেটাবেজ
ঘ. প্রেজেন্টেশন
৭. ই-গর্ভন্যান্স এর ফলে-
i. নাগরিকের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে
ii. দেশে সুশাসনের পথ সুগম হয়
iii. সরকারি দপ্তরসমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৮. সনাতন শিক্ষা পদ্ধতির পরিপূরক কোনটি?
ক. ই-বুক
খ. ই-লার্নিং
গ. ই-গভর্ন্যান্স
ঘ. ই-সেবা
৯. ইনফো গ্রাফিক্স কোন ধরনের কনটেন্ট?
ক. টেক্সট
খ. শব্দ
গ. ছবি
ঘ. ভিডিও
১০. ইববঢ় ঝড়ঁহফ দেয় কম্পিউটারের কোনটি নষ্ট হলে?
ক. RAM
খ. BIOS
গ. ROM
ঘ. COMS
১১. মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি?
ক. প্রিমিয়ার
খ. ফ্ল্যাশ
গ. ফটোশপ
ঘ. ডিরেক্টর
১২. আখ চাষিদের জন্য ই-সেবা কোনটি?
ক. ই-কমার্স
খ. ই-পর্চা
গ. ই-পূর্জি
.ঘ ই-সার্ভিস
১৩. সৃজনশীল কাজের মেধাস্বত্ব সংরক্ষিত হয় কিসের মাধ্যমে?
ক. কপি সেফট্
খ. কপি রাইট
গ. সংবিধান
ঘ. তথ্য আইন
১৪. VIRUS শব্দের পূর্ণরূপ কী?
ক. Very information and Resources under Sdige
খ. Vest information and Resources under Sdige
গ. Vital information and Resources under Sdige
ঘ. Vital information and Resources under Seige
১৫. চৌকস ই-বুকে বিদ্যমান থাকে-
i. অডিও
ii. ভিডিও
iii. অ্যানিমেশন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
১৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?
ক. ইন্টারনেট
খ. স্মার্টফোন
গ. কম্পিউটার
ঘ. টেলিভিশন
১৭. ওরাকল কী ধরনের প্রোগ্রাম?
ক. স্প্রেডশিট
খ. গ্রাফিক্স
গ. ডেটাবেজ
ঘ. অ্যানিমেশন
১৮. মাল্টিমিডিয়ার উপাদান কয়টি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৯. অবজেক্টের প্রান্তরেখা বা বর্ডারকে কী বলে?
ক. ফিল
খ. স্ট্রোক
গ. অবজেক্ট
ঘ. পাথ
২০. ওয়ার্ড প্রসেসিং-এর জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়?
ক. স্প্রেডশিট
খ. ডেটাবেজ
গ. ওয়ার্ড প্রসেসর
ঘ. পাওয়ার পয়েন্ট
২১. প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলে-
ক. হ্যান্ড আউটস
খ. লেআউট
গ. স্লাইড
ঘ. সাইড আউটস
২২. কম্পিউটারে হিসাব-নিকাশ করার প্রোগ্রাম কোনটি?
ক. ওয়ার্ড প্রসেসিং
খ. পাওয়ার পয়েন্ট
গ. ফটোশপ
ঘ. স্প্রেডশিট
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
কম্পিউটারের সাহায্যে তথ্যকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপন করার জন্য মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি সফটওয়্যার ব্যবহার করা হয়।
২৩. সফটওয়্যারটি হলো-
ক. ওয়ার্ড
খ. এক্সেল
গ. পাওয়ার পয়েন্ট
ঘ. এক্সেস
২৪. সফটওয়্যারটির সাহায্যে যেসব তথ্য উপস্থাপন করা যায়-
i. ছবি/ টেক্সট
ii. গ্রাফ
iii. ভিডিও
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
২৫. ফটোশপে কাজ করার জন্য কত প্রকার টুল রয়েছে?
ক. ৬৬
খ. ৬৭
গ. ৬৮
ঘ. ৬৯
২৬. মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কত সালে?
ক. ১৯৬৫
খ. ১৯৭১
গ. ১৯৮৯
ঘ. ২০০৯
২৭. বেতার তরঙ্গ প্রথম উদ্ভাবন করেন কে?
ক. গুগলিয়েলমো মার্কনী
খ. জগদীশ চন্দ্র বসু
গ. টিম বার্নাস লি.
ঘ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
২৮. ইমেইল সিস্টেম চালু করেন কে?
ক. মার্কনী
খ. ম্যাক্সওয়েল
গ. রেমন্ড টমলিনসন
ঘ. অ্যাডা লাভলেস
২৯. টিম বার্নাস লি কোন দেশের নাগরিক?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. জাপান
ঘ. ইতালী
৩০. ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?
ক. ফ্রিল্যান্সার
খ. আউটসোর্সার
গ. আউটসোর্সিং
ঘ. অনলাইন ইনকামিং
উদ্দীপকটি পড় ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
আব্বাস কম্পিউটারে উচ্চতর ডিগ্রি সফটওয়্যার তৈরির লক্ষ্যে একটি আইটি ফার্ম গঠন করেন। তৈরিকৃত দেশবিদেশে রপ্তানি করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। এর পাশাপাশি তিনি বিশেষ সংস্থার মাধ্যমে মেধাসত্বও সংরক্ষণ করেন।
৩১. আব্বাসের সফটওয়্যার বিদেশে রপ্তানির ফলে-
i. দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে
ii. জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে
iii. বৈদেশিক বাণিজ্যের ঘাটতি রোধ হবে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৩২. কোন উদ্দেশ্য নিয়ে আব্বাস তার কোম্পানির মেধাসত্ব সংরক্ষণ করেছেন?
ক. কোম্পানির সুনাম অক্ষুণড়ব রাখা
খ. পাইরেসির হাত থেকে রক্ষা করা
গ. ভাইরাসের হাত থেকে রক্ষা করা
ঘ. সফটওয়্যার ব্যবহার বৃদ্ধি করা
৩৩. বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্মের নাম কী?
ক. মরিসওয়ার্ম
খ. ম্যারিওয়ার্ম
গ. ভাইরাস ওয়ার্ম
ঘ. নেট ওয়ার্ম
৩৪. ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেটব্রাউজারের ক্যাশ মেমোরিতে কোন ফাইল জমা হয়?
ক রিডমি
খ সেটআপ
গ ব্যাকআপ
ঘ কুকিজ
৩৫. IC এর পূর্ণরূপ কোনটি?
ক. Internet Circuit
খ. Input Circuit
গ. nterrupt Circuit
ঘ. Integreted Circuit
৩৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?
ক. কম্পিউটার
খ. ইন্টারনেট
গ. মোবাইল
ঘ. টেলিফোন
৩৭. ডিজিটাল কনটেন্ট প্রধানত কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৩৮. পেস্ট করার কীবোর্ড কমান্ড কোনটি?
ক. ctrl + V
খ. ctrl + C
গ. ctrl + E N
ঘ. ctrl + N
৩৯. কম্পিউটারে বাংলা লেখার জন্য কোন বোতামটি লিংক হিসেবে কাজ করে?
ক. A
খ. G
গ. B
ঘ. N
৪০. প্রথম স্প্রেডশিট সফ্টওয়্যার আবিষ্কার করে কোন কোম্পানি?
ক. অ্যাপল
খ. মাইক্রোসফট
গ. ইনটেল
ঘ. আইবিএম
৪১. এক্সেল উইন্ডোর উপরের দিকের বাটনটিকে কী বলা হয়?
ক. টাইটেল বার
খ. মেনু বার
গ. অফিস বাটন
ঘ. কুইক অ্যাকসেস টুলবার
৪২স্প্রিডশিট বিশ্লেষণ ব্যবহার করে
i. লেখালেখি করা সহজ
ii. সূত্র ব্যবহার করা সহজ
iii. উপাত্ত বিশ্লেষণ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৪৩. কত সালে সর্বপ্রথম মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে?
ক. ১৮৮০
খ. ১৮৮৫
গ. ১৮৯৫
ঘ. ১৯৯৫
৪৪. মাল্টিমিডিয়ার ব্যবহার বলতে বোঝায়-
i. বর্ণ বা টেক্সট এর ব্যবহার
ii. চিত্র বা গ্রাফিক্স এর ব্যবহার
iii. অডিও-ভিডিওর ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৪৫. প্রতি বর্গ ইঞ্চিতে মোট পিক্সলের পরিমাণকে কী বলে?
ক. রেজিউলেশন
খ. পিক্সেল
গ. এক্সপোর্ট
ঘ. মেঘাপিক্সেল
৪৬. কম্পিউটার, টেলিভিশনে ব্যবহৃত কালার মোড হলো-
ক. CMYK
খ. BItmap
গ. RGB
ঘ. HTM
৪৭. ডেটাবেজ রিপোর্ট তৈরি করতে কোন মেনুতে যেতে হবে?
ক. View
খ. Edit
গ. Create
ঘ. Home
৪৮. তথ্যের মৌলিক একক কোনটি?
ক. ফিল্ড
খ. রেকর্ড
গ. উপাত্ত
ঘ. সেল
৪৯. ডেটাবেজ ব্যবহার করে কোন প্রতিষ্ঠান?
i. সহজেই নতুন তথ্য যোগ করতে পারে
ii. কাঙ্খিত যে কোনো তথ্য দ্রুত খুঁজতে পারে
iii. তথ্যকে সংরক্ষণ পুনরুদ্ধার করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৫০. ইনডেক্স কী কাজে ব্যবহার করা হয়?
ক. ডেটাবেজ হতে তথ্য খোঁজা
খ. ফাইল খুলতে
গ. ডেটাবেজ হতে তথ্য মুছে ফেলতে
ঘ. নতুন ডেটাবেজ খুলতে
অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপারগুলো ডাউনলোড করো
►► টেস্ট পেপার PDF: বাংলা ১ম পত্র
►► টেস্ট পেপার PDF: ইংরেজি ১ম পত্র
►► টেস্ট পেপার PDF: ইংরেজি ২য় পত্র
►► টেস্ট পেপার PDF: গণিত
►► টেস্ট পেপার PDF: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
►► টেস্ট পেপার PDF: সাধারণ বিজ্ঞান
►► টেস্ট পেপার PDF: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
►► টেস্ট পেপার PDF: ইসলাম ও নৈতিক শিক্ষা
►► টেস্ট পেপার PDF: কৃষিশিক্ষা
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে টেস্ট পেপারটি ডাউনলোড করে নাও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post