ssc পদার্থবিজ্ঞান ১০ম অধ্যায় mcq
৩৬৭. পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে কী বলে?
ক. আহিত হওয়া
খ. অনাহিত হওয়া
গ. চার্জহীন হওয়া
ঘ. নিরপেক্ষ হওয়া
৩৬৮. ফ্লানেলের সাথে ইবোনাইট দণ্ডকে ঘষলে ইবোনাইট দণ্ড কী আধানে আহিত হয়?
ক. ধনাত্মক
খ. ঋণাত্মক
গ. নিরপেক্ষ
ঘ. ধনাত্মক ও ঋণাত্মক
৩৬৯. কোনটি চার্জ নিরপেক্ষ?
ক. ইলেকট্রন
খ. প্রোটন
গ. নিউট্রন
ঘ. প্রোটন ও নিউট্রন
৩৭০. নিউক্লিয়াসে কয়টি কণিকা থাকে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৩৭১. একই পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা
ক. বিভিন্ন
খ. ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি
গ. ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে কম
ঘ. সমান
৩৭৩. ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে কোন ধরনের পদার্থ রাখা হয়?
ক. সুপরিবাহী
খ. অর্ধপরিবাহী
গ. অন্তরক
ঘ. চৌম্বক
৩৭৪. ফটোকপি মেশিনের ড্রাম বহন করে
ক. ধনাত্মক আধান
খ. ঋণাত্মক আধান
গ. ধনাত্মক ও ঋণাত্মক আধান
ঘ. কোনো চার্জ নয়
৩৭৫. স্প্রে গান কোনটি তৈরি করে?
ক. নিরপেক্ষ কণা
খ. আহিত কণা
গ. অনাহিত কণা
ঘ. চার্জহীন কণা
৩৭৬. যে আধান আবেশ সৃষ্টি করে তাকে কী বলে?
ক. আবিষ্ট আধান
খ. অবশিষ্ট আধান
গ. আবেশী আধান
ঘ. বিভব
৩৭৭. তড়িৎবীক্ষণ যন্ত্রে আধানের পরিমাণ বৃদ্ধি পেলে ফাঁক
ক. বৃদ্ধি পাবে
খ. হ্রাস পাবে
গ. স্থির থাকবে
ঘ. সর্বনিম্ন হবে
৩৭৮. নিচের কোনটি লব্ধ রাশি?
ক. ভর
খ. সময়
গ. কুলম্ব
ঘ. তড়িৎ প্রবাহ
৩৮০. একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব থাকে তাকে কি বলে?
ক. তড়িৎ তীব্রতা
খ. তড়িৎ বলরেখা
গ. তড়িৎ ক্ষেত্র
ঘ. তড়িৎ বল
৩৮১. কোনো তড়িৎ ক্ষেত্রে ১০ কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি ১০ঘ বল লাভ করে। ঐ বিন্দুতে ১৫ কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে বলের মান কত?
ক. 15 N
খ. 10 N
গ. 100 N
ঘ. 1 N
৩৮২. কোন তড়িৎ ক্ষেত্রে 5 C এর আহিত বস্তু স্থাপন করলে, তড়িৎ তীব্রতা যদি 40 NC-1 হয় তাহলে, সেটি কত বল অনুভব করবে?
ক. 200 N
খ. 10 N
গ. 100 N
ঘ. 1 N
৩৮৩. আধানের পরিমাণ বাড়লে বলরেখার সংখ্যার কী ঘটবে?
ক. বাড়ে
খ. স্থির থাকে
গ. কমে
ঘ. সর্বনিম্ন হবে
৩৮৪. বিভব কোন রাশি?
ক. ভেক্টর রাশি
খ. লব্ধ রাশি
গ. স্কেলার রাশি
ঘ. মৌলিক রাশি
৩৮৫. দুটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে পরস্পরের নিকটে আনতে কোনদিকে কাজ করতে হয়?
ক. বিকর্ষণ বলের দিকে
খ. আকর্ষণ বলের দিকে
গ. বিকর্ষণ বলের বিরুদ্ধে
ঘ. আকর্ষণ বলের বিরুদ্ধে
৩৮৬. মাটিতে কী ধরনের বিভব থাকে?
ক. ঋণাত্মক
খ. ধনাত্মক
গ. নিরপেক্ষ
ঘ. বিপরীতধর্মী
৩৮৭. পরিবাহকের দুই প্রান্তে বিভব অন্তর বজায় রাখতে হলে কিসের যোগান দিতে হবে?
ক. শক্তির
খ. বিদ্যুতের
গ. ইলেকট্রনের
ঘ. পেট্রোলের
৩৯৩. তড়িৎক্ষেত্রে একটি ধনাত্মক মুক্ত আধান স্থাপন করলে সেটি
i. স্থির থাকবে
ii. বল লাভ করবে
iii. নির্দিষ্ট পথে চলবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৯৪. তড়িৎ বলরেখার
i. বাস্তব অস্তিত্ব আছে
ii. বাস্তব অস্তিত্ব নেই
iii. কাল্পনিক রেখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৯৫. ঋণাত্মকভাবে আহিত বস্তুকে ভূ-সংযোজিত করলে তা নিস্তড়িত হয়, কারণ
i. ভূমি থেকে ইলেকট্রন বস্তুতে প্রবাহিত হয়
ii. বস্তু থেকে ইলেকট্রন ভূমিতে প্রবাহিত হয়
iii. বস্তুটির বিভব শূন্য হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৯৬. ধারক বেশি পরিমাণে ব্যবহৃত হয়
i. রেডিওতে
ii. টেলিভিশনে
iii. রেকর্ড প্লেয়ারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৯৭. জ্বালানিবাহী ট্যাংকার বা ট্রাকের সাথে ধাতব শিকল লাগানো থাকে
i. ট্রাককে বাধার জন্য
ii. ঘর্ষণে উৎপন্ন আধান পরিবহনের জন্য
iii. ট্রাককে দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৮৮. ইলেকট্রনিক যন্ত্রপাতির বর্তনীতে বেশি পরিমাণে কোনটি ব্যবহৃত হয়?
ক. ধারক
খ. পরিবাহক
গ. অন্তরক
ঘ. ফেল্ট
৩৮৯. কোনটি ব্যবহার করে রং স্প্রে করা হয়?
ক. তাপমাত্রা
খ. চাপ
গ. স্থির তড়িৎ
ঘ. চল তড়িৎ
৩৯০. স্থির তড়িতের বিপদ হতে পারে
i. কাপড় পাল্টানোর সময় শক্ খাওয়া
ii. বিমানে জ্বালানি নেওয়ার সময় বিস্ফোরণ ঘটা
iii. বজ্রপাতে আক্রান্ত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৯১. পরমাণু তড়িৎগ্রস্ত হয় যখন
i. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে
ii. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান না হলে
iii. ইলেকট্রন সংখ্যা কমে গেলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৯২. তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়
i. আধানের অস্তিত্ব
ii. আধানের পরিমাণ
iii. আধানের প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তর ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post