পদার্থবিজ্ঞান ৫ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা দেখে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। যদি পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে, তবে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ যদি খুব কমে যায়, তবে ঝড়ের সম্ভাবনা বুঝতে হবে। আর, পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার।
পদার্থবিজ্ঞান ৫ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. ‘হাঁটার সময় হাইহিল জুতা মাটিতে দেবে যায়, কিন্তু চ্যাপ্টা তলাবিশিষ্ট জুতা দেবে যায় না’-এর কারণ ব্যাখ্যা কর।
উত্তর: যেকোনো বস্তু বা ব্যক্তি যখন মাটিতে প্রচণ্ড চাপের সৃষ্টি করে, তখন মাটিতে দেবে যায়। যেহেতু চাপ = বলক্ষেত্রফল।
প্রচণ্ড চাপ সৃষ্টির জন্য অল্প ক্ষেত্রফলে অধিকতর বেশি চাপ প্রয়োগ করতে হয়। চ্যাপ্টা তলাবিশিষ্ট জুতার তলার ক্ষেত্রফল হাইহিলের তুলনায় অনেক বেশি, তাই এখানে সৃষ্ট চাপের পরিমাণ অপেক্ষাকৃত কম বলে তা মাটিতে দেবে যায় না। পক্ষান্তরে, হাইহিলে উক্ত ব্যক্তির সম্পূর্ণ ওজন অতি সামান্য ক্ষেত্রফলে প্রযুক্ত হয় বলে প্রচণ্ড চাপের সৃষ্টি হওয়ায় হাইহিল জুতা মাটিতে দেবে যায়।
২. মৃত সাগরে মানুষ না ডুবার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: মৃত সাগরের পানিতে দ্রবীভূত খনিজ লবণের পরিমাণ এত বেশি যে, এর গড় ঘনত্ব মানবদেহের গড় ঘনত্ব অপেক্ষা বেশি। এক্ষেত্রে মানবদেহের ওজন অপসারিত সমআয়তন পানির ওজন অপেক্ষা অনেক কম হওয়ায় অতিরিক্ত প্লবতার কারণে মানুষ ঐ সাগরের পানিতে ডোবে না।
৩. ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ খুব কমে গেলে আবহাওয়া সম্পর্কে কী পূর্বাভাস দেওয়া যায়-ব্যাখ্যা কর।
উত্তর: হঠাৎ যদি পারদস্তম্ভের উচ্চতা খুব কমে যায় তবে বুঝতে হবে চারদিকে বায়ুমণ্ডলের চাপ সহসা কমে গেছে এবং ঐ স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী উচ্চচাপের স্থান থেকে প্রবল বেগে বায়ু ঐ নিম্নচাপের অঞ্চলে ছুটে আসবে। সুতরাং ঝড়ের সম্ভাবনা আছে।
৪. কোনো বস্তু যখন স্বাভাবিক অবস্থা হতে বিকৃত হয় তখন কী ঘটে—ব্যাখ্যা কর।
উত্তর: কোনো স্থিতিস্থাপক বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুটি যখন স্বাভাবিক অবস্থা হতে বিকৃত হয় তখন বস্তুর অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। তার ফলে বস্তুর দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটে। এই প্রতিরোধ বল বাহ্যিক বলকে বাধাদানের চেষ্টা করে।
৫. পদার্থের আণবিক গতিতত্ত্ব ব্যাখ্যা কর।
উত্তর: পদার্থের অণুগুলোর গতিশীল অবস্থা আছে, এই ধারণা ধরে নেওয়াই পদার্থের আণবিক গতিতত্ত্বের মূল বিষয়। এই তত্ত্ব বেশ কয়েকটি স্বীকার্যের ওপর প্রতিষ্ঠিত, যেমন: যেকোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে পদার্থের অণু বলে। অণুগুলো এত ক্ষুদ্র যে তাদেরকে বিন্দুবৎ বিবেচনা করা হয়। পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল।
৬. কোনো কঠিন বস্তু পানিতে ডুববে নাকি ভাসবে তা এর উপাদানের ঘনত্ব দ্বারা কীভাবে অনুধাবন করা যায়- ব্যাখ্যা কর।
উত্তর: শুধু ঘনত্ব জেনে কোনো বস্তু পানিতে ডুববে না ভাসবে তা বলে দেয়া যায়। এক্ষেত্রে বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব (1000 kgm³) অপেক্ষা বেশি হলে বস্তুটি পানিতে ডুবে যাবে এবং বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা কম হলে বস্তুটি পানিতে ভেসে থাকবে। কোনো বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে এটি তখন পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। যেমন: অ্যালুমিনিয়ামের ঘনত্ব 2700 kgm³ এবং মোমের ঘনত্ব 800 kgm-³। সুতরাং একটি টুকরা অ্যালুমিনিয়াম পানিতে ডুবে যাবে এবং মোমের একটি টুকরা পানিতে ভেসে থাকবে।
৭. দৈনন্দিন জীবনে ঘনত্বের গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: আইপিএস, গাড়ি বা মাইকের ব্যাটারি বা সঞ্চয়ী কোষে ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব 1.5 × 10° kgm³ থেকে 1.3 × 103 kgm³ হয়। হাইড্রোমিটার দিয়ে মাঝে মাঝে ঘনত্ব মেপে দেখতে হয়। ঘনত্ব বেশি হলে কোষটি নষ্ট হয়ে যায়। এ জন্য মাঝে মাঝে প্রয়োজনীয় পানি দিয়ে ঘনত্ব ঠিক রাখতে হয়।
৮. কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়?
উত্তর: ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা দেখে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। যদি পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে, তবে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ যদি খুব কমে যায়, তবে ঝড়ের সম্ভাবনা বুঝতে হবে। আর, পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার।
৯. মানুষ বায়ুমন্ডলের প্রচন্ড চাপ অনুভব না করার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: পৃথিবী বায়ুমণ্ডল দ্বারা পরিবেষ্টিত। ওজন থাকার কারণে বায়ুমন্ডলের চাপ আছে। পৃথিবী পৃষ্ঠে এই চাপ প্রতি বর্গমিটারে প্রায় 10°N। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ক্ষেত্রফল 1.5 m² ধরলে বায়ুমণ্ডল তার দেহের ওপর 1.5 × 10° N বল প্রয়োগ করে। তবে মানুষের শরীরের ভেতরে রক্তের চাপ বাইরের এই চাপ অপেক্ষা সামান্য বেশি বলে মানুষ সাধারণত বায়ুর এই চাপ অনুভব করে না।
আরও দেখো—এসএসসি পদার্থবিজ্ঞান সৃজনশীল কমন সাজেশন
শিক্ষার্থীরা, তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞান ৫ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করে তোমরা পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post