SSC পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় mcq
২০৫. জলীয়বাষ্পের আপেক্ষিক তাপ তামার আপেক্ষিক তাপের কত গুণ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২০৬. 70.6 cm পারদ চাপে পানির স্ফুটনাঙ্ক কত?
ক. 102 °C
খ. 100 °C
গ. 99 °C
শ. 98 °C
২০৭. নিচের কোন পদার্থটির ক্ষেত্রে চাপবৃদ্ধিতে গলনাঙ্ক বৃদ্ধি পায়?
ক. লোহা
খ. এন্টিমনি
গ. বিসমাথ
ঘ. তামা
২০৯. তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কী?
ক. মনোমিটার
খ. ব্যারোমিটার
গ. অ্যামিটার
ঘ. থার্মোমিটার
২১০. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার ১/২৭৩ কে কী বলে?
ক. জুল
খ. ক্যালরী
গ. কেলভিন
ঘ. রোমার
২১১. প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে কি বলে?
ক. নিম্ন স্থিরাঙ্ক
খ. হিমাঙ্ক
গ. বরফ বিন্দু
ঘ. উপরের সবকয়টি
২১২. দুটি স্থিরাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে কী বলে?
ক. তাপ ব্যবধান
খ. তাপমাত্রা ব্যবধান
গ. মৌলিক ব্যবধান
ঘ. যৌগিক ব্যবধান
২১৩. সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত?
ক. ১০০
খ. ০
গ. ৩২
ঘ. ২৭৩
২১৪. সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?
ক. ১০০
খ. ০
গ. ২১২
ঘ. ৩৭৩
২১৫. অভ্যন্তরীণ শক্তির গতিশক্তি অংশটুকু কী বৃদ্ধি ঘটায়?
ক. বিভব শক্তি
খ. তাপ
গ. তাপমাত্রা
ঘ. চাপ
২১৯. একই তাপমাত্রা বৃদ্ধির জন্য সম-আয়তনের বিভিন্ন তরল পদার্থের প্রসারণ
ক. একই
খ. বিভিন
গ. অভিন্ন
ঘ. সমান
২২০. নিচের কোন পদার্থটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
ক. সীসা
খ. জলীয় বাষ্প
গ. বরফ
ঘ. পানি
২২৪. অসম তাপমাত্রার দুটি বস্তু তাপীয় সংস্পর্শে থাকলে বেশি তাপমাত্রার বস্তু কোনটি করে?
ক. তাপ গ্রহণ
খ. তাপ বর্জন
গ. তাপমাত্রা গ্রহণ
ঘ. কোনটিই নয়
২২৫. 100 °C তাপমাত্রায় উত্তপ্ত পানিকে আরো তাপ দিলে কী ঘটবে?
ক. তাপমাত্রা বৃদ্ধি পাবে
খ. তাপমাত্রা হ্রাস পাবে
গ. তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
ঘ. তাপমাত্রা দ্বিগুণ হবে
২২৬. নিচের কোনটি বাষ্পীভবন পদ্ধতি
ক বাষ্পায়ন খ স্ফুটন
শ বাষ্পায়ন ও স্ফুটন ঘ গলন
২২৭. সমুদ্র হতে পানি কী প্রক্রিয়ায় বাষ্পে পরিণত হয়?
ক. ঘনীভবন
খ. বাষ্পায়ন
গ. স্ফুটন
ঘ. পুনঃশিলীভবন
২২৮. চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করেও চাপ হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে কী বলে?
ক. ঘনীভবন
খ. গলন ও ঘনীভবন
গ. পুনঃশিলীভবন
ঘ. বাষ্পীভবন
২২৯. গরমের দিনে কোন পাত্রের পানি ঠাণ্ডা থাকবে?
ক. পিতল
খ. কাচ
গ. মাটির কলসি
ঘ. সবগুলো
২৩০. নিচের কোনটির উপর বাষ্পায়ন নির্ভর করে?
ক. তরলের উপর চাপ
খ. তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা
গ. বায়ুর শুষ্কতা
ঘ. উপরের সবকয়টি
২৩১. তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে, বাষ্পায়ন
ক. ধীরে হয়
খ. দ্রুত হয়
গ. হয় না
ঘ. অসীম হয়
২৩২. নিচের কোন পদার্থটির বাষ্পায়নের হার সর্বাধিক?
ক. পারদ
খ. পানি
গ. ন্যাপথালিন
ঘ. কেরোসিন
২৩৩. পরমশূন্য তাপমাত্রা হলো
i. 0 °K
ii. 0 °F
iii. ° 273 °C
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
খ. i ও iii
২৩৪. নিম্ন স্থিরাঙ্ককে বলে-
i. শিশিরাঙ্ক
ii. বরফ বিন্দু
iii. গলনাঙ্ক
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
খ. i ও iii
২৩৫. স্ফুটন প্রভাবন্বিত হওয়ার কারণ-
i. তরল পদার্থের প্রকৃতি
ii. তরলের ওপরস্থ চাপ
iii. বায়ু প্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
খ. i ও iii
২৩৬. তরলের প্রসারণ বলতে বোঝায়-
i. প্রকৃত প্রসারণকে
ii. আপাত প্রসারণকে
iii. প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণকে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
খ. i ও iii
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post