পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : তরলকে ধারণ করার জন্য পাত্রের দরকার হয়। তরলে যখন তাপ প্রয়োগ করা হয় তখন সে তাপের কিছু অংশ পাত্র শোষণ করে প্রসারিত হয়। এক্ষেত্রে তরল প্রথমত নিচে নেমে যায় অর্থাৎ আপাতভাবে সংকুচিত হয়। পরে তাপ শোষণ করার পর তরলের আয়তন প্রসারিত হয়। আপাতভাবে তরলের যে প্রসারণ ঘটে তা তরলের প্রকৃত প্রসারণ নয়। এ কারণেই তরলের আপাত প্রসারণ ঘটে।
পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. তাপ এক প্রকার শক্তি ব্যাখ্যা কর।
উত্তর: তাপ এক প্রকার শক্তি কেননা তাপ দ্বারা কাজ সম্পাদন করা যায়।
বিভিন্ন প্রকার শক্তির ন্যায় তাপও এক প্রকার শক্তি। শক্তির নিত্যতা সূত্র তাপের বেলায়ও প্রযোজ্য। কোনো বস্তুর মোট তাপের পরিমাণ বস্তুর অণুগুলোর মোট গতিশক্তির সমানুপাতিক। কোনো বস্তুতে তাপ প্রদান করা হলে অণুগুলোর গতি বেড়ে যায় ফলে গতিশক্তিও বেড়ে যায়।
সুতরাং, তাপ এক প্রকার শক্তি।
২. কোনো পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অণুগুলোর ওপর কীভাবে নির্ভর করেÑ ব্যাখ্যা কর।
উত্তর: পরম শূন্য তাপমাত্রার উপরের যেকোনো তাপমাত্রায় পদার্থের অণুগুলো কম বেশি কম্পমান থাকে এবং অণুগুলোর এই কম্পন আমরা তাপমাত্রা তথা তাপ হিসেবে অনুভব করি। তাপ এক প্রকার শক্তি যা বস্তুস্থিত অণুগলোর গতিশক্তির সমষ্টির সমান। বস্তুর তাপমাত্রা বাড়ালে এর প্রতিটি অণুর গতিশক্তি বৃদ্ধি পায় বলে মোট গতিশক্তি তথা তাপের পরিমাণ বৃদ্ধি পায়।
৩. কোনো উত্তপ্ত বস্তুকে শীতল বস্তুর সংস্পর্শে আনলে কী ঘটবে?
উত্তর: বস্তু দুটির মধ্যে তাপের আদান-প্রদানের ফলে উত্তপ্ত বস্তুটি তাপ হারিয়ে ক্রমশ শীতল হবে আর শীতল বস্তুটি তাপ গ্রহণ করে উত্তপ্ত হবে। এক সময় বস্তু দুটির তাপমাত্রা সমান হবে।
৪. কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 18000 JK-1-এর অর্থ কী?
উত্তর: কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 18000 JK-¹-এর অর্থ হচ্ছে—
১. বস্তুটির তাপমাত্রা 1K বাড়াতে 18000 J তাপের প্রয়োজন হয়।
২. বস্তুর ভর এবং আপেক্ষিক তাপের গুণফল হবে 18000 JK-
৫. তাপীয় প্রসারণের পরিমাণ পদার্থের অবস্থার ওপর কীভাবে নির্ভর করে—ব্যাখ্যা কর।
উত্তর: কঠিন পদার্থের চেয়ে তরল পদার্থের বেলায় আন্তঃআণবিক বলের প্রভাব কম বলে তাপের কারণে এর প্রসারণ বেশি হয়। বায়বীয় পদার্থের বেলায় তাপমাত্রা বৃদ্ধির ফলে অণুগুলোর ছোটাছুটি বৃদ্ধি পায়। তাপীয় প্রসারণ গ্যাসীয় পদার্থে সবচেয়ে বেশি, তরল তার চেয়ে কম এবং কঠিন পদার্থে সবচেয়ে কম।
৬. ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ 22 × 10-K-1 বলতে কী বোঝ—ব্যাখ্যা কর।
উত্তর: 1 m² ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 K বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে।
ইস্পাতের ক্ষেত্র প্রসারণ সহগ 22 × 10-6 K-¹ বলতে বোঝায় 1 m² ক্ষেত্রফলের কোনো ইস্পাত খণ্ডের তাপমাত্রা 1K বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল 22 × 10-6 m² বৃদ্ধি পায়।
৭. পানির হিমাঙ্ক 273 K বলতে কী বোঝ?
উত্তর: পানির হিমাঙ্ক 273 K বলতে বোঝায় স্বাভাবিক চাপে 273 K তাপমাত্রায় তাপ বর্জনে জমাট বেঁধে তরল অবস্থা হতে কঠিন অবস্থায় পরিণত হয় এবং সমস্ত পানি কঠিন অবস্থায় পরিণত হওয়া পর্যন্ত এই তাপমাত্রা স্থির থাকে।
৮. পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: কোনো বস্তুকে তাপ দিলে প্রথমে বস্তুর তাপমাত্রা বাড়তে থাকে এবং একপর্যায়ে তাপ প্রয়োগ করলেও বস্তুর তাপমাত্রা আর বাড়ে না। এ সময় যে তাপ বস্তু শোষণ করে তা দ্বারা কঠিন পদার্থটি তরলে পরিণত হয়। তরলে পরিণত হওয়ার পর আরও তাপ প্রয়োগ করলে উক্ত তরলের তাপমাত্রা বাড়তে থাকে। আবার একপর্যায়ে এসে তরল যখন বাষ্পে পরিণত হতে থাকে তখন আর তরলের তাপমাত্রা বাড়ে না। এই সময় তরল তাপ শোষণ করে বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়। সুতরাং পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব উল্লেখযোগ্য।
৯. জুল ও ক্যালরি বলতে কী বোঝ?
উত্তর: এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল সংক্ষেপে J। পূর্বে তাপের একক হিসেবে ক্যালরি ব্যবহৃত হতো। ক্যালরি ও জুলের মধ্যে সম্পর্কে হলো 1 cal = 4.2 J। অর্থাৎ 1 cal তাপ দ্বারা 4.2 J কাজ করা যায় অথবা 4.2 J শক্তি ব্যয়িত হলে 1 cal তাপ উৎপন্ন হয়।
১০. তামার আপেক্ষিক তাপ 400 Jkg-1K-¹ বলতে কী বোঝ?
উত্তর: তামার আপেক্ষিক তাপ 400 Jkg-¹K-¹ বলতে বোঝায়:
১. 1 kg তামার তাপমাত্রা 1K বাড়াতে 400 J তাপের প্রয়োজন হয়।
২. 1 kg ভরের তামার তৈরি কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 400 JK-¹
১১. তামার আয়তন প্রসারণ সহগ 50.1×10-6 K-1 বলতে কী বোঝায়- ব্যাখ্যা কর।
উত্তর: 1 m³ আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 K বৃদ্ধির ফলে আয়তন কতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে।
তামার আয়তন প্রসারণ সহগ 50.1 × 10-6K-¹ বলতে বোঝায় 1 m³ আয়তনের তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে আয়তন 50.1 × 10-m³ বৃদ্ধি পাবে।
১২. তরলের আপাত প্রসারণ কেন হয়- ব্যাখ্যা কর।
উত্তর: যেকোনো তরলকে ধারণ করার জন্য পাত্রের দরকার হয়। তরলে যখন তাপ প্রয়োগ করা হয় তখন সে তাপের কিছু অংশ পাত্র শোষণ করে প্রসারিত হয়। এক্ষেত্রে তরল প্রথমত নিচে নেমে যায় অর্থাৎ আপাতভাবে সংকুচিত হয়। পরে তাপ শোষণ করার পর তরলের আয়তন প্রসারিত হয়। আপাতভাবে তরলের যে প্রসারণ ঘটে তা তরলের প্রকৃত প্রসারণ নয়। এ কারণেই তরলের আপাত প্রসারণ ঘটে।
আরও দেখো—এসএসসি পদার্থবিজ্ঞান সৃজনশীল কমন সাজেশন
শিক্ষার্থীরা, তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করে তোমরা পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post