ssc পদার্থবিজ্ঞান ৯ম অধ্যায় mcq
৩৪৩. অতি ক্ষুদ্র জিনিস বড় করে দেখতে ব্যবহৃত হয়?
ক. মাইক্রোস্কোপ
খ. নভোবীক্ষণ যন্ত্র
গ. দূরবীক্ষণ যন্ত্র
ঘ. টেলিস্কোপ
৩৪৪. আলোর কোন ধর্মকে ব্যবহার করে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়
ক. প্রতিসরণ
খ. প্রতিফলন
গ. সমাবর্তন
ঘ. ব্যতিচার
৩৪৫. বিভিন্ন ব্যক্তির চোখের রং বিভিনড়ব হয় কোনটির কারণে?
ক. কর্নিয়া
খ. আইরিস
গ. চোখের মণি
ঘ. রেটিনা
৩৪৬. চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কী?
ক. চোখের মণি
খ. চক্ষুলেন্স
গ. শ্বেতমণ্ডল
ঘ. কর্নিয়া
৩৬০. রেটিনার রড কোষের কাজ হলো
i. বস্তুর নড়াচড়া বুঝিয়ে দেয়া
ii. রঙের অনুভূতি ও রডের পার্থক্য বুঝিয়ে দেয়া
iii. আলোর হ্রাস-বৃদ্ধি বুঝিয়ে দেয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৬১. ক্ষীণ দৃষ্টি দূর করা যায়
i. অবতল লেন্সের চশমা ব্যবহার করে
ii. উত্তল লেন্সের চশমা ব্যবহার করে
iii. ফোকাস দূরত্ব ক্ষীণদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৪৭. কর্নিয়া ও চক্ষু লেন্সের মাঝে স্বচ্ছ লবণাক্ত পদার্থে পূর্ণ স্থানকে বলা হয়-
ক. অক্ষিগোলক
খ. শ্বেতমণ্ডল
গ. অ্যাকুয়াস হিউমার
ঘ. ভিট্রিয়াস হিউমার
৩৪৮. মানব চোখের কোথায় বিম্ব গঠিত হয়?
ক. কর্নিয়ায়
খ.রেটিনায়
গ. লেন্সে
ঘ. তারারন্ধ্রে
৩৪৯. নিচের কোনটি তীব্র আলোতে সাড়া দেয়?
ক. রড কোষ
খ. কোন কোষ
গ. রেটিনা
ঘ. চোখের মণি
৩৫০. কোন বস্তুকে চোখের সামনে থেকে সরিয়ে নিলে কত সেকেন্ড পর্যন্ত এর অনুভূতি আমাদের মস্তিষ্কে থেকে যায়?
ক. 1 s
খ. 0.1 s
গ. 0.015 s
ঘ. 10 s
৩৩৬. প্রতিসরণাঙ্কের মান কোন্টির ওপর নির্ভর করে?
ক. মাধ্যমদ্বয়ের প্রকৃতি
খ. আলোর রং
গ. মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রং
ঘ. আপতন কোণ
৩৩৭. অপটিক্যাল ফাইবার কী?
ক. কাঠ
খ. সরু কাচ
গ. মোটা কাচ
ঘ. খুব সরু ও নমনীয় কাচ তন্তু
৩৩৮. নিচের কোথায় অবতল লেন্স ব্যবহার করা হয়?
ক. আতশী কাঁচ
খ. বিবর্ধক কাঁচ
গ. গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রে
ঘ. অণুবীক্ষণ যন্ত্রে
৩৩৯. লেন্সে আলোর কী ঘটে?
ক. প্রতিসরণ
খ. অপবর্তন
গ. প্রতিফলন
ঘ. সবগুলোই
৩৪০. আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয়
ক. প্রধান অক্ষ
খ. গৌণ ফোকাস
গ. বক্রতার ব্যাসাধর্
ঘ. ফোকাস দূরত্ব
৩৪১. উত্তল লেন্সে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝে থাকলে প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে?
ক. খর্বিত
খ. অত্যন্ত খর্বিত
গ. বিবর্ধিত
ঘ. অত্যন্ত বিবর্ধিত
৩৪২. 20 cm ফোকাস দূরত্বের উত্তল লেন্সের কত সে.মি. সামনে বস্তু রাখলে সমান আকারের বিম্ব গঠিত হবে?
ক. ১০
খ. ২০
গ. ৩০
ঘ. ৪০
৩৫৭. অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়
i. এক স্থান থেকে অন্যস্থানে বৈদ্যুতিক সংকেত আদান-প্রদানে
ii. এন্ডোস্কোপির ক্ষেত্রে
iii. টেলিকমিউনিকেশনে
উপরের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৫৮. প্রতিসরণাঙ্ক নির্ভর করে
i. মাধ্যমের ঘনত্বের উপর
ii. আলোর তরঙ্গ দৈর্ঘ্যরে উপর
iii. আলোর বর্ণের উপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩৫১. রেটিনার উপর বিম্ব বা আলো পড়লে কোথায় উত্তেজনা সৃষ্টি হয়?
ক. মস্তিষ্কে
খ. কর্নিয়ায়
গ. স্নায়ুতন্ত্রে
ঘ. চক্ষুলেন্সে
৩৫২. ক্ষীণ দৃষ্টি সম্পনড়ব ব্যক্তির চশমায় কোন লেন্স ব্যবহৃত হয়?
ক. সমতল
খ. উত্তল
গ. অবতল
ঘ. সমতলাবতল
৩৫৩. দীর্ঘদৃষ্টি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. উত্তল লেন্স
খ. উত্তল দর্পণ
গ. অবতল লেন্স
ঘ. সমতল দর্পণ
৩৫৪. চোখ কোন বর্ণগুলোকে ধারণ করে?
ক. নীল, সবুজ ও লাল
খ. বেগুনী, নীল ও সবুজ
গ. সাদা, সবুজ ও লাল
ঘ. সাদা, নীল ও লাল
৩৩৪. শূন্যস্থান থেকে আলোকরশ্মি কোন মাধ্যমে প্রবেশ করলে মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক হয় তাকে
ক. আপেক্ষিক প্রতিসরণাঙ্ক
খ. প্রথম প্রতিসরণাঙ্ক
গ. পরম প্রতিসরণাঙ্ক
ঘ. চূড়ান্ত প্রতিসরণাঙ্ক
৩৫৫. হীরককে উজ্জ্বল দেখার কারণ
i. হীরকের সংকট কোণ কম
ii. হীরকের প্রতিসরণাঙ্ক বেশি
iii. কর্তিত অংশে পৃষ্ঠতল সংখ্যা বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
শ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৫৬. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে রাস্তার প্রতিবিম্বের সৃষ্টি হলে মনে হয়
i. রাস্তাটি ভেজা
ii. রাস্তাটি চকচকে
iii. রাস্তাটি অমসৃণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তর ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post