পদার্থবিজ্ঞান ৯ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : কোনো রোগীর পাকস্থলীর ভিতরের দেয়াল পরীক্ষা করতে হলে একটি আলোক নলকে মুখের ভেতর দিয়ে পাকস্থলীতে ঢুকানো হয়। এই আলোক নলের এক সেট অপটিক্যাল ফাইবার দিয়ে আলো পাঠিয়ে পাকস্থলীর দেয়ালের সংশ্লিষ্ট অংশকে আলেকিত করা হয়, অন্য সেট দিয়ে এই আলোকিত অংশকে বাইরে থেকে দেখা যায়। এই পদ্ধতি এন্ডোস্কোপি নামে পরিচিত। এভাবে আলোক নল ঢুকিয়ে রক্তবাহী ধমনি বা শিরার ব্লক বা হৃৎপিণ্ডের ভাল্বগুলোর ক্রিয়া দেখা যায়।
পদার্থবিজ্ঞান ৯ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. কোনো একটি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বিভিন্ন হতে পারে কি? কেন?
উত্তর: প্রতিসরণাঙ্ক দুটি বিষয়ের ওপর নির্ভরশীল।
যথা: ১. মাধ্যমের প্রকৃতি এবং ২. আলোর রং।
সুতরাং এটা বোঝা যায়, মাধ্যমদ্বয়ের প্রকৃতি বা আলোর রঙের যেকোনো একটি বা উভয়ের পরিবর্তন হলে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বিভিন্ন হয়ে থাকে।
২. প্রতিসরণের সময় মাধ্যমের ঘনত্বভেদে আলোকরশ্মির দিক পরিবর্তন হয়—ব্যাখ্যা কর।
উত্তর: আলোকরশ্মি যখন হালকা হতে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের দিকে সরে আসে। অপরদিকে আলোকরশ্মি আলোকীয়ভাবে ঘনতর মাধ্যম হতে লঘুতর মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব হতে দূরে সরে যায়।
৩. ক্রান্তি কোণ কি আলোর বেগের ওপর নির্ভর করে? ব্যাখ্যা কর।
উত্তর: ক্রান্তি কোণ আলোর বেগের ওপর নির্ভর করে।
কারণ, ক্রান্তি কোণ আলোর প্রতিসরণের একটি ঘটনা। বস্তুত ক্রান্তি কোণ তথা আলোর প্রতিসরণ দুটি বিষয়ের ওপর নির্ভর করে। যথা: ১. মাধ্যমদ্বয়ের প্রকৃতি এবং ২. আলোর রং।
আলোর বেগ পরিবর্তিত হওয়ার অর্থ হলো মাধ্যমদ্বয়ের প্রকৃতি কিংবা আলোর রঙের পরিবর্তন। আর এজন্যই ক্রান্তি কোণ আলোর বেগের ওপর নির্ভরশীল।
৪. প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ক্রান্তি কোণের সমান হলে কী ঘটে?
উত্তর: প্রতিসরণের সময় আপতন কোণ ক্রান্তি কোণের সমান হলে প্রতিসরণ কোণ ৯০° হয় বা প্রতিসরিত রশ্মি সংশ্লিষ্ট মাধ্যমদ্বয়ের বিভেদতল ঘেঁষে চলে যায়।
৫. অপটিক্যাল ফাইবার কী কাজে লাগে?
উত্তর: অপটিক্যাল ফাইবার বহুবিধ কাজে ব্যবহৃত হয়। নিচে বর্ণনা করা হলো:
১. বাঁকাপথে আলো বহনের জন্য।
২. চক্ষু, গলা, নাক অপারেশনে ব্যবহৃত যন্ত্রপাতিতে অপটিক্যাল ফাইবারের ব্যবহার রয়েছে।
৩. চিকিৎসকগণ মানবদেহের ভেতরে কোনো অংশ দেখার জন্য অপটিক্যাল ফাইবার তথা আলোক নল ব্যবহার করে থাকেন।
৪. নেটওয়ার্কে অপটিক্যাল ফাইবারের দরুন দূর-দূরান্তে যোগাযোগ দ্রুত করা যায়।
৬. আলোর কোন ঘটনার কারণে মরুভূমিতে মরীচিকা দেখা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে মরুভূমিতে মরীচিকা দেখা যায়। মরুভূমিতে সূর্যের প্রচণ্ড তাপে বালি খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়। ফলে বালিসংলগ্ন বায়ুর তাপমাত্রা বেড়ে যায়। এ বায়ুর ঘনত্ব উপরের বায়ুর ঘনত্বের তুলনায় কমে যায়। ফলে যখন আলোকরশ্মি কোনো উঁচু গাছ থেকে দর্শকের চোখে পৌঁছে তখন উপরের বায়ু ঘন মাধ্যম এবং নিচের বায়ু হালকা মাধ্যম হিসেবে কাজ করে। ফলে আপতন কোণ সঙ্কট কোণের চেয়ে বড় হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এবং মরীচিকার উদ্ভব ঘটে।
৭. অপটিক্যাল ফাইবারে কীভাবে আলো বহন করা হয়—ব্যাখ্যা কর।
উত্তর: অপটিক্যাল ফাইবার তৈরি করা হয় কাচ বা প্লাস্টিকের খুব সরু, দীর্ঘ, নমনীয় অথচ নিরেট কাচতন্তু দ্বারা। এই তন্তুর প্রতিসরণাঙ্ক ১.৭। ফাইবারের ওপর অপেক্ষাকৃত কম প্রতিসরণাঙ্কের (১.৫) পদার্থের একটি আবরণ দেওয়া হয়। ফাইবারের একপ্রান্তে ক্ষুদ্র কোণে আপতিত আলোকরশ্মি ফাইবারের ভিতরে বারবার পূর্ণ অভ্যন্তরীণভাবে প্রতিফলিত হয়ে শেষ পর্যন্ত অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে।
৮. স্বাস্থ্যক্ষেত্রে অপটিক্যাল ফাইবার কী কাজে লাগে—ব্যাখ্যা কর।
উত্তর: কোনো রোগীর পাকস্থলীর ভিতরের দেয়াল পরীক্ষা করতে হলে একটি আলোক নলকে মুখের ভেতর দিয়ে পাকস্থলীতে ঢুকানো হয়। এই আলোক নলের এক সেট অপটিক্যাল ফাইবার দিয়ে আলো পাঠিয়ে পাকস্থলীর দেয়ালের সংশ্লিষ্ট অংশকে আলেকিত করা হয়, অন্য সেট দিয়ে এই আলোকিত অংশকে বাইরে থেকে দেখা যায়। এই পদ্ধতি এন্ডোস্কোপি নামে পরিচিত। এভাবে আলোক নল ঢুকিয়ে রক্তবাহী ধমনি বা শিরার ব্লক বা হৃৎপিণ্ডের ভাল্বগুলোর ক্রিয়া দেখা যায়।
৯. লেন্সে রশ্মি চিত্র অঙ্কনের নিয়মাবলি—ব্যাখ্যা কর।
উত্তর: লেন্সে রশ্মি চিত্র অঙ্কনের নিয়মাবলি হলো:
১. লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়।
২. লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যায় (উত্তল লেন্সে) বা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় (অবতল লেন্সে)।
৩. লেন্সের প্রধান ফোকাসের মধ্য দিয়ে (উত্তল লেন্সে) বা প্রধান ফোকাস অভিমুখী (অবতল লেন্সে) আপতিত রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়।
১০. উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠন প্রক্রিয়া—ব্যাখ্যা কর।
উত্তর: উত্তল লেন্সের প্রধান অক্ষের ওপর লম্বভাবে দণ্ডায়মান বিস্তৃত লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু থেকে একটি আলোকরশ্মি সরাসরি এসে লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করার ফলে এর কোনোরূপ দিক পবিরর্তন ঘটে না। শীর্ষবিন্দু হতে অপর একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করে। এ দুটি প্রতিসরিত আলোকরশ্মি লেন্সের সামনে অথবা পিছনে কোনো একটি বিন্দুতে মিলিত হয়। এ বিন্দু হতে প্রধান অক্ষের ওপর লম্ব আঁকলে সেটাই হবে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব।
আরও দেখো—এসএসসি পদার্থবিজ্ঞান সৃজনশীল কমন সাজেশন
শিক্ষার্থীরা, তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞান ৯ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরসহ রয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করে তোমরা পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post