সংক্ষিপ্ত সিলেবাসের অধীন বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে ssc physics test paper 2025 pdf প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্ন এবং শিখনফলভিত্তিক অনন্য প্রশ্নের সমন্বয়ে রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এই পোস্টের শেষে টেস্ট পেপারটি ডাউনলোড করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের নমুনা দেখে নাও।
ssc physics test paper 2025 pdf download
১. 98N ওজনের একটি স্থির বাক্সকে ঘর্ষণযুক্ত মেঝেতে বল প্রয়োগ করায় এটি 1.5 ms-2 ত্বরণে চলতে শুরু করে। মেঝের ঘর্ষণ বল 12.5 N।
ক. পিছলানো ঘর্ষণ কাকে বলে?
খ. স্থির নৌকা থেকে লাফ দেয়ার সময় নৌকা পিছন দিকে
সরে আসে কেন ব্যাখ্যা কর।
গ. বাক্সটির উপর প্রযুক্ত বল নির্ণয় কর।
ঘ. ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের পরিবর্তনের গাণিতিক ব্যাখ্যা কর।
২. A ও B দুটি ইঞ্জিন। A ইঞ্জিনটি 60 kg ভরের একটি বস্তুকে 25 m উচ্চতায় উঠানোর জন্য 30 kJ তড়িৎ শক্তি ব্যবহার করে। এর সময় লাগে 15s। B ইঞ্জিনটি 80 kg ভরের একটি বস্তুকে 40m উচ্চতায় উঠানোর জন্য 60 kJ শক্তি ব্যবহার করে।
ক. বিভব শক্তি কাকে বলে?
খ. জীবাশ্ম জ্বালানীকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন?
গ. A ইঞ্জিনের কার্যকর ক্ষমতা নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের কোন ইঞ্জিনটি ব্যবহার করা বেশি সাশ্রয়ী তার গাণিতিক ব্যাখ্যা দাও।
৩. 15 kW এর একটি মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিটে 300 m উঁচুতে উঠাতে পারে।
ক. বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?
খ. চলন গতি ও ঘর্ষণ গতির মধ্যে দুইটি পার্থক্য লিখ।
গ. মোটরটির কার্যকর ক্ষমতা কত?
ঘ. মোটরটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি হলে ব্যয়িত শক্তির কী পরিমাণ পরিবর্তন হবে- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৪. পলাশ একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করল এবং 0.15 s পর প্রতিধ্বনি শুনতে পেল। ঐ স্থানের বায়ুর তাপমাত্রা 0°C।
ক. তরঙ্গ কী?
খ. সকল প্রতিফলিত শব্দ শোনা যায় না কেন?
গ. পলাশের নিকট থেকে পাহাড়ের দূরত্ব কত?
ঘ. পলাশ ক্রমাগত শব্দ করতে করতে পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকলে সর্বোচ্চ কত দূরত্ব প্রতিধ্বনি শুনতে পাবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৫. একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 cm2। একে পানির মধ্যে ডুবানো হল। পানির ঘনত্ব 1,000 kg m–3। পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 5 cm, ব্লকের উচ্চতা 2 cm, ব্লকের ভর 200 g এবং পানিতে ওজন 1.47 N।
ক. ঘনত্ব কী?
খ. কঠিন বস্তুর কোনো তরলে ভাসন-নিমজ্জনের কারণ ব্যাখ্যা কর।
গ. ব্লকের তলদেশে পানির চাপ নির্ণয় কর।
ঘ. এটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা- বিশ্লেষণ কর।
৬. + 2.5 d ক্ষমতাবিশিষ্ট একটি লেন্সের প্রধান অক্ষের উপর লেন্স থেকে 20 cm দূরে একটি লক্ষ্যবস্তু রাখা আছে।
ক. তেজস্ক্রিয়তা কাকে বলে?
খ. স্বাভাবিক চোখে যেকোনো দূরত্বের বস্তুই দেখা যায় না কেন? ব্যাখ্যা কর।
গ. উক্ত লেন্স হতে বস্তুটির বিম্বের দূরত্ব নির্ণয় কর।
ঘ. উপরোক্ত লেন্স দিয়ে চোখের কোন ধরনের ত্রুটি প্রতিকার করা যায়? রশ্মিচিত্র অঙ্কন করে বুঝিয়ে দাও।
৭. একটি ট্রেন স্থির অবস্থান থেকে শুরু করে সমত্বরণে 1 মিনিট চলার পর 30 m s–1 বেগ প্রাপ্ত হয়। এরপর ট্রেনটি সুষম বেগে চলে 250 m দূরত্ব অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক কষল এবং সুষম মন্দনে চলে 125 m দূরত্ব গিয়ে থেমে গেল।
ক. সরণ কাকে বলে?
খ. সরল দোলকের গতি স্পন্দন গতি কেন?
গ. ট্রেনটির প্রথম 1 মিনিটে ত্বরণ নির্ণয় কর।
ঘ. ট্রেনটির সুষম বেগে ও সুষম মন্দনে চলার সময় একই না ভিন্ন হবে গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।
৮. সাদিয়ার দাদু কাছের জিনিস স্পষ্ট দেখতে পান না। চক্ষুরোগ বিশেষজ্ঞ দাদুকে +2.25D ক্ষমতাসম্পন্ন লেন্স চশমা হিসেবে ব্যবহার করার পরামর্শ দিলেন।
ক. লেন্স কাকে বলে?
খ. চোখের সামনে মশাল খুব দ্রুত ঘুরালে আগুনের বৃত্ত দেখা যায় কেন?
গ. দাদুর চশমার ফোকাস দূরত্ব নির্ণয় কর।
ঘ. দাদুকে ধনাÍক ক্ষমতার লেন্স ব্যবহারের পরামর্শ দেবার যৌক্তিকতা চিত্রসহ বিশ্লেষণ কর।
৯. 2 kg ভরের বন্দুক থেকে 20g ভরের গুলি 200 m s–1 বেগে বের হয়ে কোনো কাঠের মধ্যে ৩ সস ঢুকে এবং বেগ অর্ধেক হয়ে যায়।
ক. সবল নিউক্লিয় বল কী?
খ. কোনো যন্ত্রের কর্মদক্ষতা 20% এর অর্থ কী?
গ. বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় কর।
ঘ. গুলিটি আরও 3 mm কাঠের মধ্যে ঢুকতে পারবে কি? বিশ্লেষণ কর।
১০. জনি ও রনির ভর যথাক্রমে 40 kg ও 50 kg। প্রতিটি 20 cm উঁচু 20টি সিঁড়ি অতিক্রম করতে জনি ও রনি সময় নেয় যথাক্রমে 10s এবং 18s. [অভিকর্ষজ ত্বরণ g = 9.8 m s-2]
ক. কর্মদক্ষতা কাকে বলে?
খ. জীবাশ্ম জ্বালানীর বিকল্প জ্বালানী অনুসন্ধান জরুরি কেন? ব্যাখ্যা কর।
গ. জনির কৃতকাজ নির্ণয় কর।
ঘ. রনির কৃতকাজ বেশি হলেও জনির ক্ষমতা বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১১. আনিকার ভোগাল কর্ড (Vocal Chord) এর কম্পনকে 700 Hz। সে নদীর ঠিক মাঝখানে অবস্থানরত একজন মাঝিকে ডাকল। আনিকার সৃষ্ট শব্দ নদীর অপর পাড়ে প্রতিফলনের দরুণ 1.6 সেকেন্ড পর আনিকা ঐ শব্দের প্রতিধ্বনি শুনতে পায়। ঐ সময়ে শব্দের গতিবেগ 350 m s-1 ছিল।
ক. দশা কাকে বলে?
খ. পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীদের কণ্ঠস্বর তীক্ষ্ম কেন? ব্যাখ্যা কর।
গ. আনিকার সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর।
ঘ. নৌকার মাঝি আনিকার উক্ত শব্দের প্রতিধ্বনি শুনবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য কর।
১২. ১ মিটার দীর্ঘ ও 3 kg ভরের একটি দন্ডের তাপমাত্রা 30°C থেকে 50°C এ উন্নীত করতে24000 J তাপ প্রয়োগ করতে হলো এবং ইহার দৈর্ঘ্য প্রসারণ হলো 2.34 x 10–4 m। অনুরূপ অন্য একটি দন্ডের একই তাপমাত্রা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য প্রসারণ হলো 2.2 x 10–4m।
ক. তাপধারণ ক্ষমতা কী?
খ. গলনাঙ্কের উপর চাপের প্রভাব ব্যাখ্যা কর।
গ. ১ম দন্ডটির আপেক্ষিক তাপ নির্ণয় কর।
ঘ. দন্ড দুইটির দৈর্ঘ্য প্রসারণ ভিন্ন হবার কারণ গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।
১৩. একটি স্থির গাড়ি ফ্লাইওভারের একপ্রান্ত থেকে যাত্রা শুরু করে 10s সমত্বরণে 100m চলে। পরবর্তীতে গাড়িটি 2 min সমবেগে চলার পর ব্রেক কষে 10s এ ফ্লাইওভারের অপর প্রান্তে গিয়ে থেমে গেল।
ক. ভার্নিয়ার ধ্রবক কী?
খ. 100N বল বলতে কী বুঝ?
গ. গাড়িটির ত্বরণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের ফ্লাইওয়ারটির দৈর্ঘ্য নির্ণয় কর।
১৪. মুশফিক একটি ক্রিকেট বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। বলটি নিক্ষেপের 10s পরে ভূপৃষ্ঠে এসে পতিত হলো।
ক. ঘর্ষণ কাকে বলে?
খ. কোনো যন্ত্রের কর্মদক্ষতা ৭০% বলতে কী বুঝ?
গ. বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে-নির্ণয় কর।
ঘ. বলটি নিক্ষেপের ৩ং পর এর যান্ত্রিক শক্তি ভূপৃষ্ঠে পতিত হওয়ার পূর্বমুহূর্তে এর গতিশক্তির সমান-গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১৫. 2301 m দূরে থাকা একটি পাহাড়ের পাদদেশে থেকে হাবিব বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে পাহাড়ের দিকে দৌড়াতে লাগলো। গুলি ছোঁড়ার 13s পরে সে ইহার প্রতিধ্বনি শুনতে পেল। এদিন বায়ুর তাপমাত্রা ছিল 25 °C।
ক. প্রতিধ্বনি কাকে বলে?
খ. একটি দীর্ঘ ফাঁপা লোহার পাইপের একপ্রান্তে শব্দ করলে অপরপ্রান্তে দু‘বার শব্দ শোনা যায় কেন?
গ. উদ্দীপকের তাপমাত্রার বায়ুতে প্রতিধ্বনি শুনতে উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত? নির্ণয় কর।
ঘ. হাবিবের গতিবেগ নির্ণয়ের গাণিতিক বিশ্লেষণ দাও।
১৬. বাসাবাড়িতে ব্যবহৃত একটি ট্রান্সফর্মারের কুণ্ডলীদ্বয়ের পাকসংখ্যা একটি অপরটির দ্বিগুণ এবং মোট পাকসংখ্যা 600। ট্রান্সফর্মারটির গৌণ কুণ্ডলীর প্রবাহ 50A।
ক. IC কী?
খ. ইন্টারনেটকে সকল নেটওয়ার্কের জননী বলা হয় কেন?
গ. উদ্দীপকের ট্রান্সফর্মারটির মুখ্যকুণ্ডলীর প্রবাহ নির্ণয় কর।
ঘ. যদি ট্রান্সফর্মারটির মুখ্যকুণ্ডলীর পাকসংখ্যা 100 বৃদ্ধি করা হয় তবে এর গৌণ কুণ্ডলীর প্রবাহের শতকরা কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১৭. সুষমত্বরণে চলন্ত একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন পথচারীকে ধাক্কা দিয়ে ১ম দুই সেকেন্ডে 30 m এবং পরবর্তী চার সেকেন্ডে 150 m পথ অতিক্রম করে। বাসের পিছনে 90 m দূরে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ ঘটনা দেখে বাইক নিয়ে 10 m/s2 সুষমত্বরণে বাসটিকে তাড়া করল।
ক. সাম্য বল কী?
খ. কোন বস্তুর গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে- ব্যাখ্যা কর।
গ. পথচারীকে ধাক্কা দেওয়ার সময় বাসটির বেগ ও ত্বরণ কত ছিল?
ঘ. ট্রাফিক পুলিশ বাসটিকে কখন ধরতে পারবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ssc physics test paper 2025 pdf download করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post