বাংলায় অর্থসহ sylhet flood paragraph এবং প্রতিটি গুরুত্বপূর্ণ শব্দের বাংলা অর্থ। পিডিএফ সংগ্রহ করে নাও।
Sylhet Flood Paragraph
In the middle of 2022, Sylhet region of Bangladesh was hit by heavy floods. The floods, caused by upstream water and four days of torrential rains, are more severe than in the past 122 years. The floods were so severe that it cut off Sylhet, a district in eastern Bangladesh, from the rest of the country.
Homes, educational institutions and offices were submerged in the catastrophic floods. As a result, the flood victims took shelter in safe shelters to survive. About 70 people were killed and more than a million people lost their homes in the flash floods.
Every year during the monsoon season, the vast northern part of the country, including Sylhet, is flooded. Experts believe that unplanned construction of dams in Haor and non-occupation or excavation of rivers have resulted in repeated floods in the Sylhet region. So to get relief from floods we have to refrain from building unplanned dams. Besides, people need to be made aware to avoid river occupation and other activities that are harmful to the environment.
বাংলা অনুবাদ
২০২২ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের সিলেট অঞ্চল ভারী বন্যায় আক্রান্ত হয়। উজান থেকে আসা পানি ও টানা চারদিনের বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এ বন্যা বিগত ১২২ বছরের চেয়ে তীব্র আকার ধারণ করে। এ বন্যার তীব্রতা এতই ছিল যে, এটি বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলা সিলেটকে পুরো দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
মারাত্মক এ বন্যায় পাহাড়ি ঢালের ফলে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিস সবকিছুই পানির নিচে তলিয়ে যায়। ফলে বন্যার্ত মানুষ বাঁচার জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন। স্মরণকালের বড় এ বন্যায় প্রায় ৮০ জন মানুষ নিহত হয় এবং বাস্তুভিটা হারা হয় লক্ষাধিক মানুষ।
প্রতিবছরই বর্ষা মৌসুমে বন্যাক্রান্ত হয় সিলেটসহ দেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চল। বিশেষজ্ঞরা মনে করেন, হাওরে অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং নদী দখল করা বা খনন না করার ফলে বারবার সিলেট অঞ্চল বন্যার মুখি পতিত হচ্ছে। তাই বন্যা থেকে রেহাই পেতে আমাদের অপরিকল্পিত বাঁধ নির্মাণ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি নদী দখল এবং পরিবেশের জন্য ক্ষতিকর অন্যান্য কর্মকাণ্ড এড়িয়ে চলতে জনগণকে সচেতন করতে হবে।
গুরুত্বপূর্ণ শব্দগুলোর বাংলা অর্থ
heavy floods – প্রবল বন্যা; upstream – উজান; torrential rains – মুষলধারে বৃষ্টি, টানা/অবিরাম বৃষ্টিপাত; severe – গুরুতর; cut off – বিছিন্ন করা; submerged – নিমজ্জিত, ডুবে যাওয়া; catastrophic – বিপর্যয়কর; victims – শিকার, ক্ষতিগ্রস্থ; shelter – আশ্রয়; survive – বেঁচে থাকা; flash floods – আকস্মিক বন্যা; monsoon season – বর্ষাকাল; Experts – বিশেষজ্ঞ; unplanned – অপরিকল্পিত; dams – বাঁধ; excavation – খনন; repeated – পুনরাবৃত্তি; refrain – বিরত থাক; aware – সচেতন; harmful – ক্ষতিকর।
►► আরো দেখো: Padma Bridge Paragraph
►► আরো দেখো: COVID-19 Paragraph
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে sylhet flood paragraph বাংলা অর্থসহ PDF ফাইলে ডাউনলোড করে নাও। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post