Terms and Conditions

কোর্সটিকায় আপনাকে স্বাগতম! আমাদের শর্তাবলী জানার আগ্রহ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। নিচের নিবন্ধটি পড়ুন এবং আমাদের পরিষেবাগুলো গ্রহণের জন্য আমাদের নির্ধারিত শর্তাবলী স্বীকার করুন। শর্তাবলীর এর নিবন্ধে আমরা কোর্সটিকা ওয়েবসাইট ব্যবহারের জন্য বিধি ও নিয়মগুলো বর্ণনা করেছি।

এই ওয়েবসাইট ব্যবহারের মধ্য দিয়ে আমরা ধরে নেই, আপনি আমাদের নিয়ম ও নীতিমালাগুলো মেনে নেবেন বা নিয়েছেন। সুতরাং আপনি যদি এই পেজে বর্ণিত সমস্ত শর্তাবলী গ্রহণ করতে সম্মত না হন, তাহলে কোর্সটিকা ব্যবহার করা বন্ধ করে দিন।

কোর্সটিকার PDF ফাইল ব্যবহার

কোর্সটিকা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে PDF নোট, শীট এবং সাজেশন প্রকাশ করে থাকে। একজন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক হিসেবে আপনি এই রিসোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। তবে এগুলো কেবলমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য।

কোর্সটিকা থেকে সংগ্রহ করা রিসোর্সগুলো নাম, লোগো এবং জলছাপ পরিবর্তন করে ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক। আমরা কোনোভাবেই এমন কর্মকাণ্ডের অনুমতি দেই না। তাই কোর্সটিকার PDF নোট, শীট এবং সাজেশন অপরিবর্তিত অবস্থায় ব্যবহার একান্ত কাম্য।

কোর্সটিকা ব্যবহার করুন নিম্নলিখিত শর্ত সাপেক্ষে

১. কোর্সটিকায় প্রকাশ করা নিবন্ধগুলো আপনার সাধারণ তথ্য এবং কেবল ব্যবহারের জন্য। এগুলো আমরা কোন প্রকার নোটিশ ছাড়াই পরিবর্তন করার অধিকার রাখি।

২. এই ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত কোন তথ্য বা উপাত্ত সম্পূর্ণরূপে নিজ দায়িত্বে ব্যবহার করুন। কোর্সটিকায় সকলের জন্য দৃশ্যমান তথ্যে আপনার ব্যক্তিগত নিজ দায়িত্বে ব্যবহার করুন। এক্ষেত্রে আপনার তথ্যের অপব্যবহার হলে আমরা দায়বদ্ধ হব না।

৩. কোর্সটিকায় এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের মালিকানাধীন। যেমন নিবন্ধ, ছবি, ভিডিও ইত্যাদি। কপিরাইট আইন অনুসারে অন্য কোর্সটিকা থেকে নেয়া এই সকল উপাদানগুলো অন্য কোথাও ব্যবহার থেকে বিরত থাকুন।

৪. বিভিন্ন সময়ে কোর্সটিকার বিভিন্ন নিবন্ধে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক অন্তর্ভুক্ত থাকতে পারে। এই লিঙ্কগুলো আরও তথ্যের জন্য আপনার সুবিধার জন্য সরবরাহ করা হয়। তবে তার মানে এই না যে, আমরা উক্ত ওয়েবসাইটের সকল কর্মকাণ্ড সমর্থন করি। লিঙ্কযুক্ত ওয়েবসাইট (গুলো) এর সামগ্রীর জন্য আমাদের কোনও দায়বদ্ধতা নেই।

সর্বপরি কোর্সটিকার সকল তথ্যবলী আপনার ব্যক্তিগত শিক্ষার জন্য ব্যবহার করুন। রাতিষ্ঠানিক কাজে কিংবা বাণিজ্যিক উদ্দ্যেশ্যে কোর্সটিকার উপকরণগুলো পরিবর্তন কিংবা পরিমার্জন করার থেকে বিরত থাকুন। অর্থাৎ কোন প্রকার অনুমতি ব্যতীত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও ব্যবহার বেআইনি।

আপনি অবশ্যই যা করবেন না

  • কোর্সটিকার নিবন্ধগুলো অন্য কোন ওয়েবসাইটে প্রকাশ
  • কোর্সটিকার ছবি বা ভিডিওগুলো অন্য কোন ওয়েবসাইটে প্রকাশ
  • কোর্সটিকার সকল উপকরণ বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার

কোর্সটিকায় প্রতিটি নিবন্ধে আমরা পাঠকের মতামত জানার ব্যবস্থা রাখি। আমরা অবশ্যই প্রতিটি মন্তব্য অতি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করি। এক্ষেত্রে যে সকল মন্তব্য সামাজিক শিষ্টাচার লঙ্ঘনের কারণ হিসেব অনুমিত, অনুচিত বা আপত্তিকর বিবেচনা করা যেতে পারে এমন কোনও মন্তব্য মুছে ফেলার অধিকার আমরা সংরক্ষণ করি।

সবশেষ হালনাগাদ: ২৮ অক্টোবর, ২০২৩।

Welcome to Courstika!

Login to account

Reset your password

Enter detail to reset password