কোর্সটিকায় এখন সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার লেকচার শীট পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে পাবলিক, গুচ্ছভিত্তিক বা GST এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি।
এডমিশন লেকচার শীটে কি কি আছে?
● তাত্ত্বিক আলোচনা
● বাংলা-ইংরেজি-আইসিটি MCQ শীট
● সাধারণ জ্ঞান (বাংলাদেশ)
● সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)
● গ্রুপ সাবজেক্টের অধ্যায়ভিত্তিক MCQ শীট
● প্রশ্নব্যাংক (পেছনের বছরের প্রশ্ন-উত্তর)
● স্পেশাল মডেল টেস্ট
কোন কোন বিশ্ববিদ্যালয়ের শীট আছে?
● পাবলিক বিশ্ববিদ্যালয়— ১০০০ টাকা
● গুচ্ছ (GST) ভর্তি পরীক্ষা— ১০০০ টাকা
● জাতীয় বিশ্ববিদ্যালয়— ১০০০ টাকা
শীটগুলো কীভাবে কিনবেন?
বিকাশ পেমেন্টের মাধ্যমে খুব সহজেই আপনি কোর্সটিকা থেকে শীটগুলো কিনতে পারেন। আপনি যে শীট কিনবেন, বিকাশে সেন্ড মানি করে তার মূল্য পরিশোধ করুন। আর আমাদেরকে WhatsApp-এ আপনার ইমেইল এড্রেসটি জানান। আপনার ইমেইলে আমরা লেকচার শীটগুলো পাঠিয়ে দেব।
মোবাইল নম্বর: 01718011740 (WhatsApp)
ইনবক্স: Facebook Page
ইমেইল: courstika@gmail.com
এছাড়াও আপনি আরো বিস্তারিত আলোচনার জন্য ওপরে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন।
WhatsApp ডেমো বা স্যাম্পল দেখুন
আমরা আপনাকে শীটগুলো কীভাবে দেব?
বিকাশে শীটের মূল্য পেমেন্ট করা হলে আপনি আমাদেরকে আপনার ইমেইল এড্রেস দেবেন। আমরা আপানার ইমেইলে Word ফাইলের সকল শীটগুলোর Google Drive ডাউনলোড লিংক পাঠিয়ে দেব। আপনি এগুলো ডাউলোড করে সংরক্ষণ করতে পারবেন।
প্রায়শ জিজ্ঞাশিত প্রশ্নের উত্তর
১. লেকচার শীটগুলো কী সিলেবাস অনুযায়ী আপডেট?
উত্তর: হ্যাঁ, সর্বশেষ সিলেবাস অনুযায়ী আপডেট।
২. শীট কেনার পরে যদি সিলেবাসে কোনো পরিবর্তন আসে, তখন কী আপডেট পাব?
উত্তর: হ্যাঁ, কারিকুলাম পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনি লাইফটাইম সকল প্রকার আপডেট পেতে থাকবেন।
৩. পরবর্তী আপডেট পেতে কত টাকা পে করতে হবে?
উত্তর: কোনো টাকা দেওয়া লাগবে না। অর্থাৎ আপনি একবার শীট কিনলে উক্ত ক্লাস/সাবজেক্ট এর পরবর্তী সকল আপডেট ফ্রি পাবেন।
৪. আপডেটগুলো কীভাবে সংগ্রহ করব?
উত্তর: শীটগুলো কেনার সময় আপনি আমাদের যে ইমেইলটা দেবেন, সেই ইমেইলে সকল আপডেট চলে যাবে।
৫. আমি কী এই শীটগুলো মোবাইল ফোন দিয়ে ব্যবহার করতে পারব?
উত্তর: হ্যাঁ পারবেন। আমরা ওয়ার্ড ফাইলের পাশপাশি মোবাইলে ইউজ করার জন্য পিডিএফ ফাইলও পাঠাব। যা আপনি খুব সহজেই মোবাইল ডিভাইস থেকে পিডিএফ ফাইলগুলো ব্যবহার করতে পারবেন।
৭. শীট কেনার পরবর্তী সময়ে কোনো সাহায্যের প্রয়োজন পড়লে পাব কী?
উত্তর: হ্যাঁ, পাবেন। শীট কেনার সময় আপনাকে ইমেইলের মাধ্যমে কিছু ভিডিও টিউটোরিয়াল দেওয়া হবে। সেগুলো দেখে আপনি সবকিছু সুন্দরভাবে বুঝে যাবেন। এরপরও বুঝতে অসুবিধা হলে আমাদের WhatsApp এ সরাসরি যোগাযোগের মাধ্যমে সার্বক্ষণিক সাহায্য পাবেন।
Discussion about this post