স্মার্ট ক্যারিয়ার pdf free download : একটি স্মার্ট ক্যারিয়ার কে না চায়? শিক্ষাজীবন শেষ করে জীবনের সকল চড়াই-উৎড়াই পার করে আমরা সকলেই একটি সার্থক ক্যারিয়ার নিয়ে জীবন গড়তে চাই। আর তাই চাকরিতে ঢোকার আগে থেকেই ক্যারিয়ারের সম্পূর্ণ প্রস্তুতি যারা নিতে চান বা ভার্সিটি জীবন থেকেই যারা ক্যারিয়ারে এগিয়ে যেতে চান তাদের জন্যই চমৎকার দিকনির্দেশনামূলক একটি বই হচ্ছে মো: সোহান হায়দারের লেখা স্মার্ট ক্যারিয়ার।
জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ, ক্যারিয়ারে প্রবেশের ক্ষেত্রে আমাদের অনেকেরই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বেশ কিছু কারণে ক্যারিয়ার শুরুর সময় চাকরি পেতে দেরি হয়; কিংবা চাকরি একটি পেলেও স্যালারি নেগোশিয়েট না করায় ফ্রেন্ডদের থেকে টাকা কম উপার্জন হয়।
অথচ এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ভার্সিটি লাইফ থেকেই উঠে পরে লাগতে পারি। আমরা এমন কিছু কাজ করতে পারি, যাতে করে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করে ইউনিভার্সিটির প্রথম বছর থেকেই কিভাবে রিক্রুটারদের নজরে পড়া যায়।
উদাহরণস্বরূপ বলা যায়, আমার একটি ইউটিউব চ্যানেল আছে। যেখানে আমি আমার জ্ঞান বা সৃজনশীলতা প্রকাশ করি। একটা সময় যখন চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আমার পার্সোনাল একটু ভ্যালু সবার কাছে তৈরি হবে। এতে করে আমি আমার সেই পার্সোনাল ভ্যালু বা ব্র্যান্ডিং ব্যবহার করে বাজারে অন্য সবার থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারি। আর এই দুর্দান্ত সব কৌশলগুলোই আমরা সোহান হায়দারের লেখা স্মার্ট ক্যারিয়ারে পেতে পারি।
স্মার্ট ক্যারিয়ার pdf free download বইটি কাদের জন্য?
- ক্যারিয়ারের শুরু থেকেই শীর্ষে থাকতে চান যারা
- সেলফ ব্র্যান্ডিং নিয়ে যারা কাজ করছেন বা করতে চান
- নিজের উপার্জনে ব্যাঙ্ক ব্যালেন্সটা মোটা করতে চান যারা
- ক্যারিয়ারের শুরুতে কি করতে হবে তা নিয়ে যারা কনফিউজড
- প্রমোশন পেতে যাদের ভালো লাগে
- যাদের কম সময়ে বেশি উন্নতি করতে ইচ্ছা হয়
- ক্যারিয়ারে দ্রুত উন্নতির জন্যে পরিষ্কার একটা গাইডলাইন খুঁজছেন যারা
- যারা ক্যারিয়ারের পথে সাহসী হয়ে উঠতে চান
- যারা স্যালারি বাড়ানোর নিয়ম খুঁজছেন
- চাকরি পাবার কথা শুনলে যাদের ভয় লাগে
- নিজের উপার্জনের টাকায় বাবা-মা- প্রিয়জনকে আইফোন বা দামি গিফট দিতে চান যারা।
তাহলে বোঝাই যাচ্ছে, দারুণ একটি ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে চমৎকার সব টিপস অপেক্ষা করছে এই বইটিতে। ক্যারিয়ারে বিভিন্ন ভুলের কারণে আমরা প্রায়ই আটকে যাই। শুধু যে নিজেদেরই ভুল তা নয়, ক্যারিয়ারের ব্যাপারে আমরা বিভিন্ন জনের থেকেও ভুল উপদেশ পাই। আর এ সব ভুলের শেষটাই আমরা এই বইয়ে খোঁজার চেষ্টা করতে পারি।
►► আরো ডাউনলোড করুন: Download Recharge Your Down Battery
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free
►► আরো ডাউনলোড করুন: এসআই নিয়োগ প্রস্তুতি : সাব-ইন্সপেক্টর হতে চাইলে যা করবেন
►► আরো ডাউনলোড করুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বই পিডিএফ ডাউনলোড
►► আরো ডাউনলোড করুন: বিসিএস প্রস্তুতি : যে বইগুলো পড়তেই হবে (ডাউনলোড লিংকসহ)
►► আরো ডাউনলোড করুন: BBC জানালা ইংরেজি শেখার বই PDF Download
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নিয়মিত আমাদের টিপস সম্পর্কে আপডেট থাকুন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post